AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

‘ওড়িশাকে ৬০০ কোটি, বাংলাকে ৪০০ কোটি!’, ‘আমি সায়েন্স বুঝি না’, বললেন মমতা

আজ, সোমবার 'ইয়াস' (Cyclone Yaas) নিয়ে বৈঠকে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah)। সেই বৈঠকে বাংলাকে অগ্রিম ৪০০ কোটি টাকা দেওয়ার কথা বলা হয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী

'ওড়িশাকে ৬০০ কোটি, বাংলাকে ৪০০ কোটি!', 'আমি সায়েন্স বুঝি না', বললেন মমতা
ফাইল ছবি। (পিটিআই)
| Updated on: May 24, 2021 | 7:01 PM
Share

কলকাতা: আমফানের টাকা না পাওয়া নিয়ে একাধিকবার ক্ষোভ প্রকাশ করতে দেখা গিয়েছে মমতাকে। এবার ‘ইয়াসে’র আগেই শুরু হয়ে গেল কেন্দ্র-রাজ্য সংঘাত। ফের বাংলা বঞ্চনার শিকার বলে অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের বৈঠকের পর মমতা জানিয়েছেন, ‘ইয়াসের জন্য ওডিশাকে ৬০০ কোটি ও বাংলাকে ৪০০ কোটি টাকা অগ্রিম দেওয়া হবে।’ বাংলা বড় জেলা হওয়া সত্ত্বেও কেন এই ভেদ, তা নিয়েই প্রশ্ন তুলেছেন তিনি।

মমতা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে এ দিনের বৈঠকে জানানো হয়েছে ইয়াসের প্রাক্কালে অগ্রিম বরাদ্দ হিসেবে অন্ধ্রপ্রদেশকে ৬০০ কোটি ও ওডিশাকে ৬০০ কোটি টাকা দেওয়া হবে। আর বাংলাকে দেওয়া হবে ৪০০ কোটি। এ কথা শুনে মমতা প্রশ্ন করেন, ‘আকারে বড় রাজ্য ও বেশি জনসংখ্যা থাকা সত্ত্বেও কেন বাংলার ক্ষেত্রে কম টাকা বরাদ্দ করা হল?’ উত্তরে অমিত শাহ জানিয়েছেন, ‘এর পিছনে সায়েন্স আছে।’ সাংবাদিক বৈঠকে মমতা সেই জবাব প্রসঙ্গে বলেন, ‘আমি একটু-আধটু পলিটিক্যাল সায়েন্স বুঝি, সায়েন্স টা ঠিক বুঝি না।’

মমতা আরও উল্লেখ করেছেন, ‘এই টাকাটাও কেন্দ্র দিচ্ছে না। এটা আমাদেরই টাকা অগ্রিম দেওয়া হচ্ছে। আমফানের ক্ষেত্রে ১০০০ কোটি টাকা দেওয়া হবে বলা হয়েছিল, কিন্তু আদতে তা হয়নি বলে অভিযোগ করেছেন মমতা। কেন্দ্রের টিম ঘুরে গিয়েও কোনও লাভ হয়নি বলে জানিয়েছেন তিনি। অন্য দিকে, নির্বাচনি ইস্তেহারে থাকা প্রতিশ্রুতিগুলির বাস্তবায়ন নিয়ে এ দিন মন্ত্রিসভার বৈঠকে কথা হয়েছে বলেও জানান তিনি।

আরও পড়ুন: রাজ্যের জন্য স্বস্তি, পশ্চিমবাংলায় হচ্ছে না ইয়াসের ল্যান্ডফল

‘ইয়াস’ আর খুব বেশি দূরে নেই। মাত্র কয়েক শ’ কিলোমিটার দূর থেকে প্রবল বেগে এগিয়ে আসছে সেই ঝড়। ওড়িশার বালেশ্বরে ল্যান্ডফল হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। তবে, প্রভাব পড়বে পশ্চিমবঙ্গেও। ক্ষয়ক্ষতির আশঙ্কাও থাকছে প্রবল। তাই রাজ্য প্রশাসন তৎপরতার সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। সব বিভাগেই চলছে দফায় দফায় বৈঠক। খোলা হয়েছে কন্ট্রোল রুম।

*** ঘূর্ণিঝড় ‘ইয়াস’ মোকাবিলায় নবান্নের তরফে প্রকাশ করা হল হেল্পলাইন নম্বর। ঘূর্ণিঝড়ের সময়ে যে কোনও বিপদে পড়লে ফোন করুন এই নম্বরগুলিতে ১০৭০ এবং ০৩৩-২২১৪৩৫২৬। একইসঙ্গে ঘূর্ণিঝড়ের মোকাবিলয়া দু’টি হেল্পলাইন নম্বর চালু করেছে রাজ্য বিদ্যুৎ দফতর, ৮৯০০৭৯৩৫০৩ এবং ৮৯০০৭৯৩৫০৪