West Bengal Weather: অতি বর্ষণে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়, আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস

দক্ষিণ বিহার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের উপরে একটি নিম্নচাপ আছে। এর ফলে বাংলায় ১৮ থেকে ২০ জুনের মধ্যে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। 

West Bengal Weather: অতি বর্ষণে বন্যা পরিস্থিতি একাধিক জেলায়, আশার কথা শোনাচ্ছে না হাওয়া অফিস
ছবি- টুইটার
Follow Us:
| Updated on: Jun 18, 2021 | 5:56 PM

কলকাতা: অবিরত বৃষ্টিপাত হয়েই চলেছে রাজ্যজুড়ে। একাধিক জেলায় বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে অতি বর্ষণে। তবে আলিপুর আবহাওয়া দফতর এখনই কোনও আশার খবর শোনাতে পারছে না। বৃষ্টিপাত চলছেই। অন্যদিকে প্রচুর পরিমাণে জল ছাড়ছে মাইথন জলাধার-সহ দুর্গাপুর ব্যারেজ। ফলে জলে থৈথৈ অবস্থা একাধিক জেলাজুড়ে। হাওয়া অফিস জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া বাংলাদেশের উপরে একটি ঘূর্ণাবর্ত আছে। এ ছাড়াও দক্ষিণ বিহার এবং সংলগ্ন দক্ষিণ-পূর্ব উত্তর প্রদেশের উপরে একটি নিম্নচাপ আছে। এর ফলে বাংলায় ১৮ থেকে ২০ জুনের মধ্যে সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে।

হাওয়া অফিস জানাচ্ছে, এই নিম্নচাপের ফলে আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের কয়েকটি জায়গায় ভারি থেকে অতিভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার শুধুমাত্র দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত হবে। ১৯ জুন ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারে, দুই দিনাজপুর, মালদা এবং দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া ও দুই ২৪ পরগনায়।

আরও পড়ুন: এখনই বিদায় নিচ্ছে না বর্ষা, দেখে নিন অতিভারী বর্ষণের পূর্বাভাস কোন কোন জেলায়…

১৯ জুন পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যেতে বারণ করা হচ্ছে। চাষীদের বজ্রপাতের সময় কাজে বেরোতেও বারণ করেছে আবহাওয়া দফতর। দক্ষিণবঙ্গে গত ১১ জুন বর্ষার ঢোকে এবং তারপর থেকে বৃষ্টি হয়ে চলেছে প্রায় সব জেলায়। আগামী দু’দিন এই বৃষ্টিপাত চলবেই। যে কারণে নদীর জলস্তর বৃদ্ধি পেতে পারে। ২০ জুনের পর থেকে আবহাওয়ার বদল হতে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।