Weather Update: একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, কোথায় কোথায়, জানাল মৌসম ভবন

Weather Update: হাওয়া অফিস বলছে, বাংলার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আভাস দিয়েছে আবহাওয়া দফতর।

Weather Update: একাধিক জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝেঁপে বৃষ্টি, কোথায় কোথায়, জানাল মৌসম ভবন
বৃষ্টির পূর্বাভাস বঙ্গে। ফাইল চিত্র।
Follow Us:
| Edited By: | Updated on: Apr 10, 2022 | 1:54 PM

নয়া দিল্লি: গত পাঁচ বছরে এপ্রিলে এমন গরম পড়েনি দিল্লিতে। শনিবার রাজধানীর তাপমাত্রা ছুঁল ৪২.৪ ডিগ্রি সেলসিয়াস। সূচক স্কেলে গুরুগ্রামের তাপমাত্রা ধরা পড়েছে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। হাঁসফাঁস অবস্থা মানুষের। রবিবারও তাপমাত্রা ঊর্ধ্বমুখী। কমলা সতর্কতা জারি করেছে মৌসম ভবন। বিভিন্ন জায়গায় তাপপ্রবাহ চলছে। পশ্চিমবঙ্গেও গরমে ওষ্ঠাগত প্রাণ। দক্ষিণবঙ্গে স্বস্তির কোনও বার্তা নেই। তবে উত্তরের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, মালদহে রবিবার বজ্রপাত-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রবিবার। সোমবারও ভারী বৃষ্টি হতে পারে উত্তরের একাধিক জেলায়।

হাওয়া অফিস বলছে, বাংলার দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে। এখনই বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলেই আভাস দিয়েছে আবহাওয়া দফতর। রবিবার কলকাতা ও পাশ্ববর্তী এলাকার তাপমাত্রা সর্বোচ্চ ৩৪ ডিগ্রি ও সর্বনিম্ন ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। তবে বৃষ্টি হবে উত্তরের জেলাগুলিতে।

দিল্লির জন্য স্বস্তির খবর রয়েছে। সোমবার কিছুটা বদল হতে পারে আবহাওয়া। এদিনের জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে দিল্লিতে। মৌসম ভবন আবহাওয়ার তারতম্য বোঝাতে চারটি রঙের ব্যবহার করে। তাদের ভাষায় ‘কালার কোড’। সবুজ সতর্কতা জারি হলে, সেখানে ব্যবস্থা নেওয়ার কিছু নেই। হলুদ সতর্কতা মানে নজরে রাখতে হবে পরিস্থিতি। কমলা সতর্কতার অর্থ মৌসম ভবন প্রস্তুত থাকতে বলছে। লাল সতর্কতা মানে পদক্ষেপ করতে হবে।

এর আগে ২০১৭ সালের ২১ এপ্রিল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৪৩.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ১৯৪১ সালের ২৯ এপ্রিল দিল্লির সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪৫.৬ ডিগ্রি সেলসিয়াস। মৌসম ভবনের তথ্য বলছে, গত ৭২ বছরে এই প্রথমবার এপ্রিলের প্রথম দশ দিনের মধ্যেই তাপমাত্রা এতটা বেশি হল।

আরও পড়ুন: Hanskhali Physical Assault Case: ‘বার্থ ডে পার্টি’তে ডেকে নাবালিকাকে ‘ধর্ষণ’, মৃত্যুর পর চাপের মুখে দেহ ‘দাহ’, কাঠগড়ায় শাসকদলের নেতার ছেলে

আরও পড়ুন: Jhalda Councillor Murder: কাছেই ছিল আরটি ভ্যান, খবর পেয়েও গুলিবিদ্ধ কাউন্সিলরের কাছে যাননি কোনও পুলিশকর্মী! বিস্ফোরক তথ্য