Dilip Ghosh Marriage: দিলীপের ‘রাফ অ্যান্ড টাফ’ ইমেজটাই পছন্দ, মনের কথা খুলে বললেন রিঙ্কু
Dilip Ghosh Marriage: তিনি নিজেও একজন বিজেপি কর্মী। বিয়ের পর কি দিলীপের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতির ময়দানে দেখা যাবে? জবাব দিতে গিয়ে রিঙ্কু বললেন, "মাকেও (দিলীপ ঘোষের মা) দেখাশোনা করব। রাজনীতিতে পুরোপুরি সামনে না এলেও পিছনে থেকে ওঁকে সমর্থন করব।"

কলকাতা: আর অকৃতদার থাকছেন না। আজ(শুক্রবার) বিয়ের পিঁড়িতে বসছেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বিয়ে করছেন দলেরই কর্মী রিঙ্কু মজুমদারকে। বৃহস্পতিবার তাঁদের বিয়ের খবর সামনে আসার পর থেকেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয়েছে। বিয়ের পর কি ‘রাফ অ্যান্ড টাফ’ দিলীপ ঘোষ বদলে যাবেন? হবু স্বামীকে কোন রূপে আগামীতে দেখতে চান তিনি? বিয়ের দিন টিভি৯ বাংলাকে মনের কথা বললেন রিঙ্কু মজুমদার।
আর কয়েকঘণ্টার মধ্যেই তাঁদের বিয়ে। ব্যস্ত। তারই মধ্যে ফোনে টিভি৯ বাংলাকে রিঙ্কু বললেন, “আমি খুবই উদ্বেলিত।” কিন্তু, দিলীপ ঘোষের বিয়ে নিয়ে রাজনৈতিক মহলে যে নানা আলোচনা চলছে? প্রশ্ন শেষ হওয়ার আগেই দিলীপের হবু স্ত্রী বললেন, “কিছু কিছু সিদ্ধান্ত একেবারেই ব্যক্তিগত। কাউকে খুশি করা যায় না। নিজের কাজ নিজেকেই করতে হয়। কী দরকার ব্যক্তিগত সিদ্ধান্ত অন্যের উপর নির্ভর করে নেওয়ার।”
রাজ্য রাজনীতিতে ‘রাফ অ্যান্ড টাফ’ হিসেবে পরিচিত দিলীপ। অনেকেই বলেন, তাঁর মুখে লাগাম লাগানো যায় না। রিঙ্কু বললেন, “ওইজন্যই ওঁকে পছন্দ করি। আমার মধ্যেও রাষ্ট্রায়ত্ত বোধ রয়েছে। আমি আর পাঁচটা মেয়ের মতো স্বাভাবিক নই। ওঁকে আমার ভাল লেগেছে ওই জন্য। ওঁর আত্মত্যাগ। দল, দেশ, রাজ্যের জন্য ওঁর যে নিষ্ঠা, সেগুলোই আমাকে উদ্বুদ্ধ করেছে।”
তিনি নিজেও একজন বিজেপি কর্মী। বিয়ের পর কি দিলীপের সঙ্গে হাত মিলিয়ে রাজনীতির ময়দানে দেখা যাবে? জবাব দিতে গিয়ে রিঙ্কু বললেন, “মাকেও (দিলীপ ঘোষের মা) দেখাশোনা করব। রাজনীতিতে পুরোপুরি সামনে না এলেও পিছনে থেকে ওঁকে সমর্থন করব।”
একসময় রাজ্য বিজেপির সভাপতি ছিলেন দিলীপ। এখন তিনি কোনও পদে নেই। রাজ্য বিজেপির সাংগঠিনক নির্বাচন প্রক্রিয়া চলছে। রাজ্য সভাপতি কি বদল হবে? তা নিয়ে জোর জল্পনা চলছে। দিলীপের হাতে কি ফের রাজ্য বিজেপির রাশ দেখতে চান তিনি? কোনও রাখঢাক না রেখেই রিঙ্কু বললেন, “উনি যোগ্য। এটা প্রমাণিত। এত কম সময়ে রাজ্যে আমাদের দলের সমর্থন কোথা থেকে কোথায় পৌঁছে দিয়েছেন। পশ্চিমবঙ্গ কেন, আমাদের দেশেই এরকম নির্দশন বেশি নেই। উনি অনন্য। উনি অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা।”

