Mamata Banerjee: উপনির্বাচনের আগে উত্তরবঙ্গ সফরে মমতা, ভোট নিয়ে কী বললেন?
Mamata Banerjee: পশ্চিমবঙ্গে উপনির্বাচন ছাড়াও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। এই দুই রাজ্যের নির্বাচন নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাইলেন না মমতা। তিনি বলেন, "এখন কোনও রাজ্যের নির্বাচন নিয়ে মন্তব্য করব না। আমি তো চাইব বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিক।"
কলকাতা: বুধবার রাজ্যের ৬ বিধানসভা আসনে উপনির্বাচন। তার মধ্যে উত্তরবঙ্গে রয়েছে দুটি আসন। আলিপুরদুয়ারের মাদারিহাট এবং কোচবিহারের সিতাই। উপনির্বাচনের ২ দিন আগে সোমবার উত্তরবঙ্গ সফরে রওনা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গে রওনা দেওয়ার আগে কলকাতা বিমানবন্দরে সাংবাদিকদের তিনি বলেন, প্রায় দেড় বছর পর দার্জিলিং সফরে যাচ্ছেন। ৬ আসনে উপনির্বাচনে তৃণমূল প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন জানান তিনি।
রাজ্যের ৬ আসনে উপনির্বাচন নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “এই ৬টি কেন্দ্রের মা-ভাই-বোনদের কাছে আবেদন করব, তৃণমূল প্রার্থীদের ভোট দিন। ৩৬৫ দিন আমরা আপনাদের সঙ্গে ছিলাম, আছি, থাকব। তৃণমূল প্রার্থীরা জয়ী হলে এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে।”
পশ্চিমবঙ্গে উপনির্বাচন ছাড়াও মহারাষ্ট্র ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। এই দুই রাজ্যের নির্বাচন নিয়ে এদিন কোনও মন্তব্য করতে চাইলেন না মমতা। তিনি বলেন, “এখন কোনও রাজ্যের নির্বাচন নিয়ে মন্তব্য করব না। আমি তো চাইব বিজেপির বিরুদ্ধে মানুষ ভোট দিক।”
এই খবরটিও পড়ুন
উত্তরবঙ্গ সফর নিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “আজ দার্জিলিংয়ে পৌঁছতে পৌঁছতে রাত হয়ে যাবে। এদিন কোনও কর্মসূচি নেই। আগামিকাল ও বুধবার একাধিক কর্মসূচি রয়েছে। তারপর ১৪ নভেম্বর ফিরে আসব।” প্রায় দেড় বছর পর তিনি দার্জিলিং যাচ্ছেন বলে জানান মমতা। বলেন, “কার্শিয়াং গিয়েছিল। কিন্তু, দার্জিলিং অনেকদিন যাওয়া হয়নি। লোকসভা নির্বাচনের সময়ও যেতে পারিনি।”