AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Trinamool Congress: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কী হবে? তৃণমূল ভিডিয়ো পোস্ট করতেই জোর বিতর্ক

BJP in Bengal: ভিডিয়োতে দেখা যাচ্ছে এক যুবক বিজেপির শাসন শুরু হওয়ার পর সমাজের অবস্থা দেখে ভেঙে পড়েছেন। একরাশ আক্ষেপের সুরে বলছেন, আমরাই ভুলটা করে ফেলেছি। একটা বোতাম টিপে বড় ভুল করে ফেলেছি। এই ভিডিয়ো নিয়েই এখন জোরদার তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।

Trinamool Congress: বিজেপি বাংলায় ক্ষমতায় এলে কী হবে? তৃণমূল ভিডিয়ো পোস্ট করতেই জোর বিতর্ক
তৃণমূলের পোস্ট করা ভিডিয়োর ছবি Image Credit: TMC
| Edited By: | Updated on: Nov 14, 2025 | 6:14 PM
Share

কলকাতা: বিহারে বাজছে এনডিএ-র জয়ের ঢাক। বিহারের ফলপ্রকাশের দিনই তাৎপর্যপূর্ণ পোস্ট তৃণমূলের। বিজেপির ক্ষমতায় এলে কেমন হতে পারে বাংলার ছবি? কতটা বদলে যাবে সামাজিক ছবি? এক্স হ্যান্ডেলে অ্যানিমেশন ভিডিয়ো পোস্ট করতে দেখা গেল তৃণমূলকে। প্রথম এপিসোডের নাম দেওয়া হয়েছে ‘প্রেমের লাইসেন্স?’ 

ভিডিয়োতে প্রতীকী গল্পের মাধ্যমে ঘাসফুল শিবিরের দাবি, বিজেপি ক্ষমতায় এলে ভালবাসাকে অপরাধ হিসাবে গণ্য় করা হবে। ফোনে আড়ি পাতা, সোশ্যাল মিডিয়ায় নজরদারির মাধ্যমে কীভাবে ভালবাসার অধিকার থেকে মানুষকে বঞ্চিত করা হচ্ছে, কীভাবে সমাজের সর্বত্র চলছে নীতি পুলিশি তাই ছত্রে তুলে ধরা হয়েছে ভিডিয়োতে। 

ভিডিয়োতে দেখা যাচ্ছে এক যুবক বিজেপির শাসন শুরু হওয়ার পর সমাজের অবস্থা দেখে ভেঙে পড়েছেন। একরাশ আক্ষেপের সুরে বলছেন, আমরাই ভুলটা করে ফেলেছি। একটা বোতাম টিপে বড় ভুল করে ফেলেছি। এই ভিডিয়ো নিয়েই এখন জোরদার তরজা শুরু হয়েছে রাজনৈতিক মহলে। বিজেপি যদিও বলছে তৃণমূল ভয় পেয়েছে। বিহারের ভোটের ফল দেখে ভয়েই তৃণমূল মিথ্যাচার করছে। 

ভুল বুঝিয়ে লাভ নেই। ছাব্বিশে তৃণমূলের বিরুদ্ধেই ভোট পড়ছে। দাবি করলেন বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সুর চড়িয়ে অগ্নিমিত্রা বলছেন, “দেখলেন তো আজকে রাহুল গান্ধীর কী হল! মুখ থুবড়ে পড়ে গেল। তারপরেও লজ্জা নেই আপনাদের। মিথ্যাচার করছেন। প্রত্যেক মানুষ আপনার বিরুদ্ধে ভোট করবে। কারণ দিনের শেষে আমরা উন্নয়ন চাই।” যদিও বিজেপির এসব কথা মানতে নারাজ তৃণমূল। পাল্টা আক্রমণ চলছেই।