Shamik Bhattacharya: যুবভারতীকাণ্ডে প্রাতিষ্ঠানিক লুঠ যাঁরা করল তাঁরা কোথায়: শমীক
Messi in Kolkata: তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক বলেন, “যাঁরা প্রাতিষ্ঠানিক লুঠ করল তাঁরা কোথায়? মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে করেছে? এর মধ্যে গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে অব্যাহতি দিয়ে নাটক করা হচ্ছে।
কলকাতা: যুবভারতী কাণ্ড নিয়ে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে পাশে নিয়ে ফের সুর চড়াতে দেখা গেল বঙ্গ বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে। যাঁদের পুলিশ ধরেছে তাঁদের পাশে থাকারও আশ্বাস দেয় বিজেপি। আইনি সহায়তা দেওয়ার আশ্বাস দেন শুভেন্দু। এরপরই তৃণমূলের বিরুদ্ধে সুর চড়িয়ে শমীক বলেন, “যাঁরা প্রাতিষ্ঠানিক লুঠ করল তাঁরা কোথায়? মেসিকে প্রথম ২৫ কোটি টাকা অগ্রিম কে করেছে? এর মধ্যে গোটা তৃণমূল দল যুক্ত। শুধু একজন ক্রীড়ামন্ত্রীকে অব্যাহতি দিয়ে নাটক করা হচ্ছে।