
একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য শান্তা দত্ত। বিগত কয়েক সপ্তাহে দুই হেভিওয়েটের মধ্যে বেনজির টানাপোড়েন দেখেছে গোটা রাজ্য। তোলপাড় চলেছে রাজ্যের শিক্ষামহল থেকে রাজনীতির আঙিনাতেও। কখনও ‘আচার্যর দাঁড়ে বাঁধা টুনটুনি’, কখনও আবার কাক বলে তোপ দাগলেন ব্রাত্য বসু। পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও তোপের পর তোপ দাগলেন শান্তা। কিন্তু এই টানাপোড়েনকে কীভাবে দেখছে শিক্ষামহল? কী বলছেন শিক্ষাবিদরা? এতকাণ্ডের নেপথ্যেই বা কোন রসায়ন? পক্ষে-বিপক্ষে যদিও উঠে আসছে দু’রকমের মতামত। গেরুয়া শিবিরের একাংশ যেখানে শান্তার পক্ষে সুর চড়াচ্ছে, সেখানে শিক্ষাবিদদের একাংশ শান্তার বিরুদ্ধে তোপ দাগছে। আসল ঘটনার সূত্রপাত কোথা থেকে? ...