AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Sealdah-Train: শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত, ডানকুনি-বনগাঁ-শান্তিপুর, কোন লাইনের ট্রেন কোন প্লাটফর্ম থেকে ছাড়বে, জেনে নিন

Sealdah-Train: সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নির্দিষ্ট প্লাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে। ওই প্লাটফর্মে অন্য কোনও শাখার ট্রেন প্রবেশ করবে না।

Sealdah-Train: শিয়ালদহ ডিভিশনে বড় সিদ্ধান্ত, ডানকুনি-বনগাঁ-শান্তিপুর, কোন লাইনের ট্রেন কোন প্লাটফর্ম থেকে ছাড়বে, জেনে নিন
ফাইল ছবিImage Credit: PTI
| Edited By: | Updated on: Aug 01, 2025 | 4:28 PM
Share

কলকাতা: শিয়ালদহ ডিভিশনে প্রতিদিন হাজার হাজার যাত্রীর যাতায়াত। উত্তর-দক্ষিণ দুই শাখায় একগুচ্ছ রুটে যাতায়াত করে ট্রেন। একের পর এক প্লাটফর্ম থেকে প্রতি মিনিটে কোনও না কোনও ট্রেন ছাড়ছে। সঠিক ধারণা না থাকলে কোন প্লাটফর্মে যাবেন, সেটা বুঝে ওঠা বেশ মুস্কিল। তাই এবার সেই সমস্যার সমাধার করল রেল কর্তৃপক্ষ। কোন প্লাটফর্ম থেকে কোন রুটের ট্রেন চলবে, তা এবার নির্দিষ্ট করে দেওয়া হল। স্টেশনে ঢুকে আর খোঁজাখুঁজি করতে হবে না যাত্রীদের।

সাধারণ যাত্রীদের ভোগান্তি কমাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে রেলের তরফে। নির্দিষ্ট প্লাটফর্ম থেকেই নির্দিষ্ট শাখার ট্রেন চলাচল করবে। ওই প্লাটফর্মে অন্য কোনও শাখার ট্রেন প্রবেশ করবে না। শিয়ালদহ ডিআরএম বৈঠকের পর এই সিদ্ধান্ত নিয়েছে। বনগাঁ, বারাসত, রানাঘাট সহ সব শাখার ট্রেনের জন্য নির্দিষ্ট করে দেওয়া হল প্লাটফর্ম।

কোন প্লাটফর্ম থেকে কোন ট্রেন ছাড়বে, একনজরে দেখে নিন

১. শিয়ালদহ মেইন শাখার ১ থেকে ৫ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে গেদে, শান্তিপুর, কৃষ্ণনগর, রানাঘাট, নৈহাটি, কল্যাণী সীমান্ত এবং ব্যারাকপুরের লোকাল ট্রেন।

২. শিয়ালদহ মেইন শাখার ৫ থেকে ৮ নম্বর প্লাটফর্ম থেকে চলবে ডানকুনি এবং বারুইপুরের লোকাল ট্রেন।

৩. শিয়ালদহ মেইন শাখার ৬ থেকে ১০ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে বনগাঁ, বারাসত, হাবড়া, ঠাকুরনগর, হাসনাবাদ, দমদম, ক্যান্টনমেন্ট, মধ্যমগ্রামগামী লোকাল।

৪. শিয়ালদহ মেইন শাখার ৯, ১১ এবং ১৪ নম্বর প্লাটফর্ম থেকে দূরপাল্লার ট্রেনগুলি ছাড়বে।

৫. শিয়ালদহ দক্ষিণ শাখার ১৫ থেকে ২১ নম্বর প্লাটফর্ম থেকে ছাড়বে ডায়মন্ড হারবার, লক্ষীকান্তপুর, সোনারপুর, নামখানা, বারুইপুর, ক্যানিংগামী লোকাল ট্রেনগুলি।