TMC Old leaders: বয়সের ঊর্ধ্বসীমার কথা বলছেন অভিষেক, তৃণমূলের প্রবীণরা কে কোন দায়িত্ব সামলাচ্ছেন…
TMC Old leaders: সোমবার তিনি দাবি করেছেন, বয়স বেড়ে গেলে আর একই রকম পরিশ্রম করা যায় না। যে সময়ে তিনি এই দাবি করছেন, সেই সময় তাঁর দলেও রয়েছেন একাধির প্রবীণ নেতা। দলের অনেক গুরুত্বপূর্ণ পদেও রয়েছেন কেউ কেউ।

কলকাতা: রাজনীতিক মানেই কাঁচা-পাকা চুল, পরনে ধুতি-পাঞ্জাবি। এমন ছবি দেখতে অভ্যস্ত বাঙালি। যুব সংগঠন বাদ দিলে নেতা মানেই প্রবীণ মুখ ভেসে ওঠে চোখের সামনে। সময় বদলেছে। অনেক তরুণ মুখই আজ পরিচিত হয়ে উঠেছেন। এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বললেন বয়সের ঊর্ধ্বসীমার কথা। সোমবার তিনি বলেন, দলে প্রবীণদের প্রয়োজন। তবে বয়সের ঊর্ধ্বসীমাও থাকা দরকার। যুক্তি দিয়ে তিনি বলেন, বয়স বেড়ে গেলে আর একই রকম পরিশ্রম করা যায় না।
অভিষেকের মন্তব্যকে সমর্থন করেছেন কুণাল ঘোষ ও মদন মিত্র। কুণাল বলেন, কেউ বলছে না সিনিয়রদের বাদ দিতে। কিন্তু সিনিয়রের ভূমিকাটা বদলানো যায়। রাজ্যের শাসকদল যখন প্রবীণদের ভূমিকার কথা বলছে, সেই পরিস্থিতিতে দেখে নেওয়া যাক তৃণমূলের ষাটোর্ধ্ব নেতা-নেত্রীরা এখন কোন পদ ও ভূমিকা পালন করছেন।
সৌগত রায়– পুরনো নেতাদের মধ্যে অন্যতম সৌগত রায়। বর্তমানে দলের সহ সভাপতি পদে রয়েছেন তিনি। এছাড়া প্রাক্তন অধ্যাপক সৌগত দমদমের সাংসদ। বয়স ৭৬।
সুদীপ বন্দ্যোপাধ্যায়– বয়স ৭৪। দীর্ঘদিনের সাংসদ তিনি। বর্তমানে উত্তর কলকাতা কেন্দ্রের সাংসদ সুদীপ লোকসভায় সংসদীয় দলের নেতাও বটে।
শোভনদেব চট্টোপাধ্যায়- বয়জ্যেষ্ঠ নেতাদের মধ্যে অন্যতম শোভনদেব চট্টোপাধ্যায়। ৭৯ বছর বয়সী এই নেতা আজও রাজনীতির ময়দানে সমান সক্রিয়। একদিকে সামলান রাজ্যের কৃষিমন্ত্রীর পদ, আর অন্যদিকে সামলান নিজের বিধানসভা কেন্দ্র খড়দহ।
মমতা বন্দ্যোপাধ্যায়- রাজ্যের মুখ্যমন্ত্রী। তৃণমূলের প্রতিষ্ঠাতা তথা চেয়ারপার্সন। তাঁর কাঁধে রাজ্যের একাধিক দফতরের দায়িত্ব। ভবানীপুরের বিধায়ক মমতার বয়স ৬৮।
ফিরহাদ হাকিম- রাজ্য রাজনীতির অন্যতম পরিচিত মুখ ফিরহাদ হাকিমের বয়স ৬৪। বর্তমানে তিনি একাধিক পদ সামলাচ্ছেন। কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদের হাতে রয়েছে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দফতর। আবার কেএমডিএ-র চেয়ারম্যান পদেও রয়েছেন তিনি।
মদন মিত্র- কামারহাটির বিধায়ক মদন মিত্রও ষাটোর্ধ্ব নেতা। বয়স ৬৮। তবে তাঁর পরিচয় নিছক বিধায়কই নয়। দলের কোনও পদে না থাকলেও, তৃণমূলের জনপ্রিয় নেতাদের মধ্যে প্রথম সারিতেই আসে মদনের নাম।
মলয় ঘটক- ৬৭ বছরের এই নেতার হাতেই রয়েছে রাজ্যের আইন দফতরের দায়িত্ব। আসানসোল উত্তর কেন্দ্রের বিধায়ক মলয় ঘটক শাসক দলের শীর্ষ নেতাদের মধ্যে অন্যতম।
জাভেদ খান- নেতা হিসেবে তাঁকে এক ডাকে চেনেন সবাই। ৬৬ বছর বয়সী এই নেতা কসবা কেন্দ্রের বিধায়ক। একসময় ছিলেন রাজ্যের দমকল দফতরের দায়িত্বে। বর্তমানে তিনি বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী।
চন্দ্রিমা ভট্টাচার্য- তৃণমূলের অন্য়তম গুরুত্বপূর্ণ নেত্রী চন্দ্রিমা। বয়স ৬৮। স্বাস্থ্য ও নগরোন্নয়ের মতো গুরুত্বপূর্ণ দফতরের প্রতিমন্ত্রী পদে রয়েছেন তিনি।
অখিল গিরি- পূর্ব মেদিনীপুর জেলার বহু পুরনো নেতা অখিল গিরি। ৬৪ বছরের এই নেতা বর্তমানে রাজ্যের প্রতিমন্ত্রী পদে রয়েছেন।





