SSC: এসএসসি-র ইন্টারভিউয়ে কারা ডাক পেলেন, কারা পেলেন না?

| Edited By: জয়দীপ দাস

Nov 16, 2025 | 3:45 PM

SSC Recruitment: অনেক যোগ্য শিক্ষক যেমন ইন্টারভিউয়ের ডাক পেলেন, তেমনই পেলেন না অনেকেই। অন্যদিকে অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত করে ফেলেছেন ইন সার্ভিস টিচাররা। ইন্টারভিউতে ডাক পাওয়ার তালিকায় তাঁদের সংখ্যাই বেশি বলে জানা যাচ্ছে।

কলকাতা: এসএসসি-র একাদশ-দ্বাদশের ইন্টারভিউ প্রার্থীদের ফলপ্রকাশ। ওয়েবসাইটে ৮০-র মধ্যে প্রাপ্ত নম্বর দেখতে পাওয়া যাচ্ছে। ১৮ নভেম্বর থেকে ৪ ডিসেম্বর পর্যন্ত চলবে বিভিন্ন বিষয়ের ইন্টারভিউ। রবিবার থেকে ওয়েবসাইট থেকে চিঠি ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। অনেক যোগ্য শিক্ষক যেমন ইন্টারভিউয়ের ডাক পেলেন, তেমনই পেলেন না অনেকেই। অন্যদিকে অভিজ্ঞতার নম্বরে ভর দিয়ে কম নম্বর পেয়েও বাজিমাত করে ফেলেছেন ইন সার্ভিস টিচাররা। ইন্টারভিউতে ডাক পাওয়ার তালিকায় তাঁদের সংখ্যাই বেশি বলে জানা যাচ্ছে।