Sheikh Shahjahan: শাহজাহান কে? বসিরহাটের এসপি বললেন, ‘আমি তো নতুন’

Pradipto Kanti Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Mar 04, 2024 | 7:01 PM

SP Basirhat: বসিরহাটের এসপি হোসেন মেহেদী রহমান বলেন, 'স্যর আমি সবটা জানি না। আমি নতুন এসেছি।' কমিশন পাল্টা বলে, 'আপনি নতুন এসেছেন। কিন্তু আপনার আগে তো কেউ একজন ছিলেন। তিনি কি এখানে উপস্থিত আছেন? তাঁকেও কেউ বলেননি?'

Sheikh Shahjahan: শাহজাহান কে? বসিরহাটের এসপি বললেন, আমি তো নতুন
সাংবাদিকদের মুখোমুখি এসপি বসিরহাট। ফাইল চিত্র।
Image Credit source: TV9 Bangla

Follow Us

কলকাতা: লোকসভা ভোটের আগে রাজ্যে জাতীয় নির্বাচন কমিশনের ফুল বেঞ্চ। মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারের উপস্থিতিতে এদিন রাজ্যের পুলিশ কর্তাদের বৈঠক হয়। সেখানেই বসিরহাটের পুলিশ সুপারের কাছে কমিশন জানতে চায়, শেখ শাহজাহান কে? কী করে গোলমাল শুরু হল?

বসিরহাটের এসপি হোসেন মেহেদী রহমান বলেন, ‘স্যর আমি সবটা জানি না। আমি নতুন এসেছি।’ কমিশন পাল্টা বলে, ‘আপনি নতুন এসেছেন। কিন্তু আপনার আগে তো কেউ একজন ছিলেন। তিনি কি এখানে উপস্থিত আছেন? তাঁকেও কেউ বলেননি?’

দু’বার কমিশন এ কথা বলার পরই বসিরহাট জেলার আগের এসপি জবি থমাস উঠে দাঁড়ান (তিনি এখন ইসলামপুরের এসপি)। সূত্রের খবর, সে সময়ে কমিশন বলে, ‘আপনি চুপ করে বসেছিলেন! আপনি একজন আইপিএস, আগে বলেননি কেন?’

জবি থমাস বলেন, ‘আমরা অনেক পদক্ষেপ করেছি।’ কমিশন পাল্টা বলে, ‘পদক্ষেপ করেছেন বলছেন। কী করেছেন? এত কিছু ঘটল কী করে?’ সূত্রের খবর, থমাস এরপর অস্পষ্টভাবে কিছু জবাব দেন। তবে কমিশন তাতে সন্তুষ্ট নয়। কমিশনের ফুল বেঞ্চ এদিন সমস্ত জেলাশাসক, এসপি, পুলিশ কমিশনারদের বলে, এমন শাহজাহান আর কোন কোন জেলায় রয়েছে, তাদের খুঁজে বের করুন। মানুষকে নির্ভয়ে ভোট দেওয়ার জন্য এদের আগে খুঁজে বের করতে হবে।

Next Article