RGKar : সঞ্জয়কে কেন সাদা কাগজে সই করানো হল? যশ জালানের দাবিতে পড়ে গেল শোরগোল
আইনজীবীর সামনেই নাকি সঞ্জয়কে সাদা কাগজে সই করতে বাধ্য করা হয়। বাঁধা দেন যশ। কোন কাগজে সই? কি চলছে প্রেসিডেন্সির অন্দরে?
প্রেসিডেন্সি সংশোধনাগারের কর্তৃপক্ষ তিলোত্তমা কান্ডের আসামী সঞ্জয় রায়কে দিয়ে সাদা কাগজে সই করানোর চেষ্টা করে, বিস্ফোরক তথ্য প্রকাশ করলেন আইনজীবী যশ জালান। তাঁর দাবি, সঞ্জয়ের সঙ্গে কথা বলার সময়ও যথেষ্ট গোপনীয়তার অভাব ছিল জেলে। আর কি জানালেন সঞ্জয়ের হবু আইনজীবী? দেখুন ভিডিয়ো
Latest Videos