Suvendu Adhikari: ‘দীর্ঘ সময় কাটলেও এখনও কিছু জানায়নি’, এবার SIR-এ কোন নথি যোগ করতে কমিশনে গেল শুভেন্দুর চিঠি?

SIR in Bengal: শুভেন্দু বলেন, “আজ সকালেই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলনেতা হিসাবে চিঠি দিয়েছি কমিশনকে। চা বাগান এলাকার আমাদের দলের বিধায়ক সাংসদরাও ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী চা শ্রমিকদের কাছে থাকা নথিকে মানত্য দেওয়ার জন্য বলেছেন। কোনও চা বাগান শ্রমিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাই আমরা চাই।”

Suvendu Adhikari: ‘দীর্ঘ সময় কাটলেও এখনও কিছু জানায়নি’, এবার SIR-এ কোন নথি যোগ করতে কমিশনে গেল শুভেন্দুর চিঠি?
কী বলছেন শুভেন্দু?Image Credit source: TV 9 Bangla

| Edited By: জয়দীপ দাস

Jan 06, 2026 | 5:37 PM

কলকাতা: চা বাগানের শ্রমিকদের এসআইআর সংক্রান্ত সমস্যা দূর করতে এবার ময়দানে বিজেপি। মুখ্য নির্বাচন কমিশনারকে চিঠি দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আলিপুরদুয়ারের সাংসদ মনোজ টিজ্ঞা, ফলাকাটার বিধায়ক দীপক বর্মনদের নিয়ে সাংবাদিক বৈঠকও করলেন। সেখানেই শুভেন্দু বলেন, “এসআইআর চলাকালীন রাজু বিস্তা প্রখম রাজ্য় মুখ্য নির্বাচনী আধিকারিক মনোজ আগরওয়ালকে চিঠি লেখেন। দার্জিলিং থেকে শুরু করে তরাই-ডুয়ার্স সহ যে সমস্ত জায়গায় চা বাগান শ্রমিকরা রয়েছেন তাঁদের কথাই ওই চিঠিতে বলেছেন। বংশপরম্পরায় ওই শ্রমিকরা সেখানে রয়ে গিয়েছন। তাঁদের অনেকের কাছে স্কুল সার্টিফিকেট নেই। কার্যত কোনও কাগজই নেই। এই অসুবিধা গোটা দেশে থাকার কারণে ভারত  সরকার ২০০৬ সালে বন এলাকার অধিবাসীদের জন্য বন অধিকার আইন এনেছিলেন। রাজু বিস্তা প্রথম বলেন এসআইআরের ১১ দফা নথির মধ্যে ফরেস্ট রাইটসের নথিকে গ্রহণ করা হোক। কিন্তু দীর্ঘ সময় কেটে গেলেও এই নিয়ে এখনও কিছু জানানো হয়নি।”

এরপরই তিনি জানিয়ে দেন চিঠি দেওয়ার কথা। একইসঙ্গে তাঁর আশা নির্বাচন কমিশন তাঁদের অনুরোধ রাখবে। শুভেন্দু বলেন, “আজ সকালেই আমি ভারতীয় জনতা পার্টির পক্ষে বিরোধী দলনেতা হিসাবে চিঠি দিয়েছি কমিশনকে। চা বাগান এলাকার আমাদের দলের বিধায়ক সাংসদরাও ফরেস্ট রাইটস অ্যাক্ট অনুযায়ী চা শ্রমিকদের কাছে থাকা নথিকে মানত্য দেওয়ার জন্য বলেছেন। কোনও চা বাগান শ্রমিকের নাম যাতে ভোটার তালিকা থেকে বাদ না যায় সেটাই আমরা চাই। পূর্ণাঙ্গ ভোটার তালিকায় সবার নাম থাকবে এটা আমাদের আশা। আমরা আশাবাদী ভারতের আমাদের যুক্তিপূর্ণ অনুরোধ নির্বাচন কমিশন গ্রহণ করবে।”   

অন্যদিকে এদিন চা শ্রমিকদের দুরাবস্থা, চা বাগানের দুরাবস্থা নিয়ে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও সুর চড়াতে দেখা যায় শুভেন্দুকে। সাফ বলেন, চা বাগানকে ২৫ শতাংশ সোল্ড আউট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রেস্তোরাঁ হচ্ছে, বার হচ্ছে। অন্যদিকে ২৪ জানুয়ারি চা বাগানের শ্রমিকদের সঙ্গে দেখা করবেন, সমস্যা বুঝবেন, কথা বলবেন শুভেন্দু অধিকারী। সঙ্গে থাকবেন স্থানীয় বিধায়ক, সংসদ সদস্যরা।