দ্বিতীয় বিয়ে ‘গোপন’ করে বিপাকে তৃণমূল প্রার্থী, আদালতে স্ত্রী
স্বামীর মনোনয়ন বাতিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন খোদ স্ত্রী। তাঁর অভিযোগ, মননোয়ন পত্রে তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য 'গোপন' করেছেন।
কলকাতা: প্রার্থী এক, যার বিয়ে দুই। কিন্তু দ্বিতীয় বিয়ের কথা হলফনামায় ‘গোপন’ করায় প্রার্থীপদ বাতিল হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে তৃণমূল (TMC) প্রার্থীর।
এক প্রার্থীর মনোনয়ন বাতিলের দাবিতে আরেক দলে আবেদন জানানোর ঘটনা নতুন নয়। ইতিমধ্যেই যা নিয়ে রাজ্য রাজনীতির পারা চড়েছে সপ্তমে। তবে এ বার সম্পূর্ণ ভিন্ন একটি ঘটনা দেখা গেল। স্বামীর মনোনয়ন (Nomination) বাতিল করতে চেয়ে আদালতের দ্বারস্থ হলেন খোদ স্ত্রী। তাঁর অভিযোগ, মননোয়ন পত্রে তিনি নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে তথ্য ‘গোপন’ করেছেন। এই ঘটনা নিয়ে হইচই পড়ে গিয়েছে তৃণমূল শিবিরে।
পূর্ব মেদিনীপুর জেলার খেজুরি বিধানসভা কেন্দ্রের প্রার্থী হয়েছেন পার্থপ্রতিম দাস। তাঁর স্ত্রী লিপিকা দাসের দাবি, তাঁদের দু’জনের মধ্যে বিবাহ-বিচ্ছেদের মামলা চলছিল। কিন্তু, এর মধ্যেই তিনি দ্বিতীয় বিয়ে করে ফেলেছেন, এবং সেই তথ্য নিজের হলফনামায় পার্থ জানাননি বলে দাবি লিপিকার। এই অভিযোগ তুলেই হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেছেন লিপিকা।
এখানেই শেষ নয়। নির্বাচনী হলফনামায় তিনি আরও একাধিক তথ্য দেননি বলে অভিযোগ। ওই প্রার্থীর উপর কে কে নির্ভরশীল, সেই তথ্য প্রকাশ্যে আনা হয়নি বলে দাবি লিপিকার। এ ছাড়াও সম্পত্তির সঠিক হিসাব না দেওয়ার দাবিও তিনি তুলেছেন। স্ত্রী’র অভিযোগ, পার্থপ্রতিমের একটি বাইক আছে, যার সম্পর্কেও তিনি নির্বাচন কমিশনে দেওয়া হলফনামায় উল্লেখ করেননি।
আরও পড়ুন: কত শতাংশ মুসলিম ভোট দিতে পারেন বিজেপিকে? মমতার পক্ষে হিন্দুদের সমর্থন কতটা?
উল্লেখ্য, এর আগে লিপিকা নির্বাচন কমিশনের কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু তাতে সুরাহা না হওয়ায় তিনি আদালতের দ্বারস্থ হন। লিপিকার মামলা ছাড়াও গোসাবার বিজেপি প্রার্থীর বিরুদ্ধেও মামলা দায়ের হয়েছে হাইকোর্টে। গোসাবা বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বরুণ প্রামাণিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগ, মনোনয়ন জমা করার সময় যে হলফনামা পেশ করা হয় সেখানে নিজের বিষয়ে বেশ কিছু তথ্য গোপন করে গিয়েছেন তিনি।
আরও পড়ুন: হলফনামায় তথ্য গোপনের অভিযোগ, ফৌজদারি মামলা বিজেপি প্রার্থীর বিরুদ্ধে