National Park Close: বর্ষায় প্রবেশ করা যাবে না জঙ্গলে, বন্ধ থাকবে সাফারিও, বিজ্ঞপ্তি জারি বনদফতরের
Kolkata: বিজ্ঞপ্তি মেনে আগামী ১৬ জুন থেকে থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য বন্ধ থাকবে। সেই তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়াভ্যালি, গোরুমারা,জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান এবং এ সেঞ্চল,মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্য।

কলকাতা: জঙ্গলে ঘুরতে যাওয়ার প্ল্যান করছেন? সেখানে গিয়ে একটু নিরিবিলিতে থাকতে চাইছেন? তাহলে এখনই সেই প্ল্যান বদলে নিন। কারণ,পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে আটটি অভয়ারণ্য। বিধি মেনে তিন মাসের জন্য পর্যটকদের জন্য বন্ধ হচ্ছে রাজ্যের এই আটটি অভয়ারণ্য।
বিজ্ঞপ্তি মেনে আগামী ১৬ জুন থেকে থেকে ১৫ সেপ্টেম্বর পযর্ন্ত রাজ্যের পাঁচটি জাতীয় উদ্যান এবং তিনটি অভয়ারণ্য বন্ধ থাকবে। সেই তালিকায় রয়েছে সিঙ্গালিলা, নেওড়াভ্যালি, গোরুমারা,জলদাপাড়া এবং বক্সা জাতীয় উদ্যান এবং এ সেঞ্চল,মহানন্দা ও চাপড়ামারি অভয়ারণ্য। ইতিমধ্যেই বনদফতরের এই মর্মে একটি নির্দেশিকা জারি করেছে।
কেন বন্ধ থাকছে উদ্যান?
রাজ্যের উত্তরবঙ্গে ইতিমধ্যেই প্রবেশ করেছে বর্ষা। আর বর্ষা প্রবেশ মানেই এই সময়টা বন্যপ্রাণীদের প্রজনন কাল। রাজ্য ও দেশের সমস্ত অভয়ারণ্য ও জাতীয় উদ্যান প্রতি বছরই ১৬ জুন থেকে ১৫ সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ রাখা হয়। বর্ষার সময় সবুজ বনাঞ্চল থেকে জীব জন্তুরা সারা বছরের রসদও সঞ্চয় করে নেয়। এই সময় যদি মানুষের আনাগোনা হয়, তাহলে তা বিরক্ত করতে পারে বন্যপ্রাণীদের। তাই এই সময় বন দফতর মানুষের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করে। সেই কারণে প্রতি বছরের মতো এই বছরও জঙ্গল বন্ধ রাখার বিজ্ঞপ্তি দিয়েছে বনদফতর।





