বয়স হয়েছিল মাত্র ৬৩ বছর। আরও অনেক কিছু করা বাকি ছিল অভিনেতা অনুপম শ্যামের। শরীরের একাধিক অঙ্গ বিকল হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন ছোট পর্দার ‘ঠাকুর সাজন সিং’।
গত এক বছর ধরে কিডনির সমস্যা ভুগছিলেন অনুপম। সুস্থ হয় শুটিং ফ্লোরে ফিরেছিলেন। সপ্তাহে তিনবার ডায়ালিসিস চলত তাঁর। কোনওরকমে মনের জোর বাড়িয়ে কাজ করছিলেন।
৭ দিন আগে মুম্বইয়ের একটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন অনুপম শ্যাম। সেখানেই চলছিল তাঁর চিকিৎসা। তাঁর শারীরিক অবস্থার কোনও উন্নতি হচ্ছিল না। ডাক্তাররা সব আশা ছেড়ে দিয়েছিলেন। আইসিইউতে ভর্তি ছিলেন অনুপম। চলছিল ডায়ালিসিস। প্রয়োজন ছিল অর্থেরও।
সোনু সুদের নজরে পড়েন অভিনেতা। সোনু জানতে পারেন তাঁর শারীরিক অবস্থার কথা। এগিয়ে আসেন সাহায্যের জন্য। বুধবার টুইটারে পোস্ট করে জানান অনুপমের পরিবারের সঙ্গে তিনি যোগাযোগ করতে পেরেছেন। সকলকে সাহায্যের জন্য এগিয়ে আসতে অনুরোধ করেন ‘মাসিহা’। মুম্বইয়ের ফিল্ম অ্যান্ড টেলিভিশন আর্টিস্ট অ্যাসোসিয়েশনও (CINTAA) অনুপমকে সাহায্য করতে এগিয়ে আসে। কিন্তু শেষ রক্ষা হল না। রবিবার সন্ধ্যায় শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অনুপম।
সম্প্রতি টেলিভিশন শো ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা ২’-এ ঠাকুর সাজন সিংয়ের চরিত্রে অভিনয় করছিলেন অনুপম। এবছর মার্চ মাসে এক সাক্ষাৎকারে অনুপম বলেছিলেন, “শরীরের অবস্থার উপর-নীচ হবেই। প্রতিদিন শুটিং শেষে হাসপাতালে গিয়ে ডায়ালিসিস করি। প্রোডাকশন টিম আমার পাশে আছে। তাই আমার কোনও ক্লান্তি নেই।” অনুপমের অকাল প্রয়াণে শোকের ছায়া ‘মন কি আওয়াজ প্রতিজ্ঞা ২’-এর সেটে।
আরও পড়ুন: শিল্পা শেট্টি থেকে ঐশ্বর্য রাই বচ্চন; ওজন কমাতে কী খান ‘বলি মম’রা?
আরও পড়ুন: মনোজকে এক সময় মহিলাদের ওয়াশরুমে লুকিয়ে থাকতে হয়েছিল কেন?