Arjun Singh : বিজেপির অনশন অবস্থানে শুভেন্দুর পাশে অর্জুন, ‘মন’ গলেছে ব্যারাকপুরের সাংসদের?

Arjun Singh : বিজেপির অনশন অবস্থান মঞ্চে দেখা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে বসে অনশন অবস্থানে সামিল হলেন তিনি।

Arjun Singh : বিজেপির অনশন অবস্থানে শুভেন্দুর পাশে অর্জুন, 'মন' গলেছে ব্যারাকপুরের সাংসদের?
বিজেপির অবস্থান অনশনে শুভেন্দুর পাশে অর্জুন
Follow Us:
| Edited By: | Updated on: May 04, 2022 | 3:59 PM

কলকাতা : পাটশিল্পের সমস্যা নিয়ে কেন্দ্রীয় সরকারের নীতির সমালোচনা করে গত কয়েকদিন ধরে সরব হয়েছেন তিনি। আর তারই প্রেক্ষিতে তাঁর তৃণমূলে যোগদান নিয়েও জল্পনা শুরু হয়। এই অবস্থায় আজ ধর্মতলায় বিজেপির জনপ্রতিনিধিদের অনশন অবস্থানে তিনি যোগ দেবেন কি না, তা নিয়ে সংশয় তৈরি হয়েছিল। সেই সংশয় দূর করে বিজেপির অনশন অবস্থান মঞ্চে দেখা গেল ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিংকে (BJP MP Arjun Singh)। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পাশে বসে অনশন অবস্থানে সামিল হলেন তিনি।

কয়েকদিন আগে থেকে পাটশিল্প নিয়ে কেন্দ্রীয় নীতির বিরুদ্ধে সরব হয়েছেন অর্জুন সিং। এমনকী, সমস্যা সমাধানের জন্য বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ চার রাজ্যের মুখ্যমন্ত্রীকে চিঠি দেন তিনি। তারপরই তাঁকে তড়িঘড়ি দিল্লিতে ডেকে পাঠান বস্ত্রমন্ত্রী পীযূষ গোয়েল। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সচিবদের সঙ্গে সাক্ষাৎ করেন ব্যারাকপুরের সাংসদ। তিনি জানিয়ে দেন, পাটশিল্পের সমাধানে কেন্দ্র পদক্ষেপ না করলে তাঁর আন্দোলন জারি থাকবে।

এই অবস্থায় প্রশ্ন ওঠে, তিনি কি তৃণমূলে ফিরে যেতে পারেন? ২০১৯ সালে লোকসভা ভোটে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে যান অর্জুন। ফের তাঁর তৃণমূলে ফেরার জল্পনা নিয়ে ব্যারাকপুরের সাংসদ বলেন, রাজনীতিতে উচ্চাকাঙ্ক্ষা থাকা অপরাধ নয়।

তাঁর এই মন্তব্যে জল্পনা আরও বাড়ে। ৯ মে জুটশিল্পের সমস্যা নিয়ে ত্রিপাক্ষিক বৈঠক হবে। বৈঠকে থাকবেন রাজ্য সরকার, বস্ত্র মন্ত্রক ও জুটশিল্পের প্রতিনিধিরা। সেখানে সমস্যার সমাধান না হলে অর্জুন সিং কী অবস্থান নেবেন, তা নিয়ে জল্পনা বেড়ে চলেছে।

এই অবস্থায় আজ বিজেপির অবস্থান অনশনে দেখা গেল অর্জুনকে। একুশের বিধানসভা নির্বাচন পরবর্তী রাজনৈতিক হিংসায় প্রতিবাদে সরব হয়েছে বিজেপি। ভোট পরবর্তী হিংসার ‘বর্ষপূর্তি’তে শহিদ স্মরণে আজ ধর্মতলায় অনশন অবস্থানে বসেছেন বিজেপির জনপ্রতিনিধিরা। শুভেন্দু ছাড়াও লকেট চট্টোপাধ্যায়, বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ, রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সহ বিজেপির জনপ্রতিনিধিরা উপস্থিত হয়েছেন। সেখানেই দেখা গেল অর্জুন সিংকে। রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তা হলে কি মন গলেছে অর্জুন সিংয়ের? উত্তর হয়তো জানা যাবে ৯ মে-র পর।