Lakshya Sen: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ ঢুকে পড়লেন লক্ষ্য সেন

অল ইংল্যান্ড ওপেনে দুরন্ত খেলার সুবাদে বিশ্ব ব়্যাঙ্কিংয়ের প্রথম ১০-এ ঢুকে পড়লেন লক্ষ্য সেন। সুইশ ওপেনে খেলবেন না। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে এখন থেকে ফোকাস করতে চাইছেন প্রবাসী বাঙালি।

Lakshya Sen: বিশ্ব র‍্যাঙ্কিংয়ে প্রথম ১০-এ ঢুকে পড়লেন লক্ষ্য সেন
দুই সপ্তাহে দুরন্ত পারফরম্যান্স, প্রথম দশে লক্ষ্যImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 6:16 PM

নয়াদিল্লি: বিশ্ব ব়্যাঙ্কিংয়ে (World Ranking) প্রথম দশে ঢুকে পড়লেন লক্ষ্য সেন (Lakshya Sen)। গত মরসুম থেকেই দুরন্ত পারফর্ম করছেন উত্তরাখণ্ডের ছেলে। বিশ্ব মিটের সেমিফাইনালে পৌঁছেছিলেন। ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন হন। তারপর আবার জার্মান ওপেনের ফাইনালে উঠেছিলেন। অল ইংল্যান্ড ওপেনেরও (All England Open) ফাইনালে পা দিয়েছিলেন লক্ষ্য। ২০ বছরের সেই ভারতীয় শাটলারই এ বার বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৯ পৌঁছলেন। সব মিলিয়ে তাঁর পয়েন্ট ৭৪,৭৮৬। সিঙ্গাপুরের বিশ্ব চ্যাম্পিয়ন লো কিন ইউকে টপকে গেলেন। অল ইংল্যান্ড চ্যাম্পিয়নশিপে যখন নেমেছিলেন, তখন লক্ষ্যর ব়্যাঙ্কিং ছিল ১২। নতুন ক্রমপর্যায় ধরলে তিন ধাপ উপরে উঠলেন তিনি। প্রথম দশে ভারতের আর কোনও শাটলার নেই। ১২ নম্বরে রয়েছেন কিদাম্বি শ্রীকান্ত। লক্ষ্যর উত্থান নিশ্চিত ভাবেই চমকে দেওয়ার মতোই।

লক্ষ্যর সাফল্যের একটা বড় কারণ হল, নিজের খেলায় প্রচুর উন্নতি করেছেন তিনি। শুধু তাই নয়, প্রতিপক্ষকে মাপতেও শিখে গিয়েছেন। অল ইংল্যান্ড হয়তো অলিম্পিক চ্যাম্পিয়ন ভিক্টর অ্যাক্সেলসেনের কাছে হেরেছেন। কিন্তু জার্মান ওপেনেই আবার তাঁকে হারিয়েছিলেন। শুধু তাই নয়, লক্ষ্য এখন থেকেই বেছে বেছে টুর্নামেন্ট খেলছেন। যা তাঁর ব়্যাঙ্কিংয়েও ছাপ রাখছে। একই সঙ্গে টানা খেলার ক্লান্তি থেকেও মুক্তি পাচ্ছেন। আর সেই কারণেই সুইশ ওপেন থেকে নাম তুলে নিয়েছেন লক্ষ্য। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসে এখন থেকে ফোকাস করতে চাইছেন প্রবাসী বাঙালি।

লক্ষ্যর মতোই ব়্যাঙ্কিংয়ের খাতায় অনেকখানি এগোলেন মেয়েদের ডাবলস জুটি তৃষা জলি ও গায়েত্রী গোপীচাঁদ। অল ইংল্যান্ড ওপেনের সেমিফাইনালে ওঠায় ১২ ধাপ উত্থান হল তাঁদের। ৩৪-এ এলেন তৃষা ও গায়েত্রী। ভারতের আর এক মহিলা শাটলার জুটি অশ্বিনী পোনাপ্পা ও এন সিক্কি রেড্ডি থাকলেন ২০তম স্থানে। দু’বারের অলিম্পিক পদক পাওয়া পিভি সিন্ধু থাকলেন মেয়েদের সিঙ্গলস ব়্যাঙ্কিংয়ের সাত নম্বরে। দু’ধাপ উঠে ২৩-এ সাইনা নেহওয়াল। কমনওয়েলথ গেমসের রুপো পাওয়া এবং ইন্ডিয়ান ওপেনে চ্যাম্পিয়ন ছেলেদের জুটি সাত্বিকসাইরাজ রানকিরেড্ডি ও চিরাগ শেঠী আট থেকে সাতে উঠলেন।

আরও পড়ুন : IPL 2022: কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছেন ধোনি