AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

IPL 2022: কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছেন ধোনি

চেন্নাইয়ের একটাই স্বস্তির জায়গা, চোট সারিয়ে টিমে ফিরছেন ঋতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করার কথা তাঁর।

IPL 2022: কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছেন ধোনি
IPL 2022: কেকেআরের বিরুদ্ধে প্রথম একাদশ বাছতে হিমশিম খাচ্ছেন ধোনিImage Credit: CSK Twitter
| Edited By: | Updated on: Mar 22, 2022 | 10:30 AM
Share

মুম্বই: যেন দুটো টিম একই বিন্দুতে দাঁড়িয়ে। অপ্রাপ্তি যেমন কেকেআরের (KKR) রয়েছে, তেমনই চেন্নাই সুপার কিংসেরও (Chennai Super Kings) প্যাট কামিন্স, অ্যারন ফিঞ্চকে প্রথম ম্যাচে পাচ্ছে না শ্রেয়স আইয়ারের টিম। মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) পাচ্ছেন না মইন আলি, দীপক চাহার, ডোয়েন প্রিটোরিয়াসকে। মইন এখনও ভারতে আসার ভিসা পাননি। চোট থেকে পুরোপুরি সুস্থ হননি চাহার। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের শেষ ম্যাচে চোট পেয়েছিলেন। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে রিহ্যাবে থাকলেও তাঁর ফিট হতে সময় লাগবে। শুরুতে মনে হয়েছিল, আইপিএলই  (IPL) হয়তো খেলতে পারবেন না সবচেয়ে দামি ভারতীয় পেসার। রিহ্যাবের পর জানা গিয়েছে, ফিট হয়ে মাঠে নামতে বেশ কয়েকটা ম্যাচ লাগবে তাঁর। আবার ডোয়েন প্রিটোরিয়াস আবার দক্ষিণ আফ্রিকার হয়ে ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে ওয়ান ডে সিরিজ খেলে ভারতে এসে পৌঁছলেও কোয়ারান্টিনে থাকতে হবে। এই পরিস্থিতিতেও ধোনি কিন্তু আইপিএলের প্রথম ম্যাচ কোনও ভাবেই হারতে চাইছেন না।

একটাই স্বস্তির জায়গা, চোট সারিয়ে টিমে ফিরছেন ঋতুরাজ গায়কোয়াড়। ডেভন কনওয়ের সঙ্গে ওপেন করার কথা তাঁর। মইন আলির বদলে অভিজ্ঞ রবিন উত্থাপ্পাকে তিনে পাঠানো হবে। চারে আসবেন আর এক অভিজ্ঞ ভারতীয় ক্রিকেটার অম্বাতি রায়াডু। পাঁচে পাঠানো হবে রবীন্দ্র জাডেজাকে। শিবম দুবে ও ডোয়েন ব্র্যাভো আসবেন তারপর। আট নম্বরে নামবেন ধোনি নিজে। বাকি তিন জায়গায় ক্রিস জর্ডন, অ্যাডাম মিলনে ও প্রশান্ত সোলাঙ্কি।

পেসার অলরাউন্ডার চাহারের না থাকাটা কিছুটা হলেও চাপে ফেলবে চেন্নাইকে। আর সেই কারণেই রাজবর্ধন হাঙ্গারগেকারকে খেলানো হতে পারে। তরুণ ক্রিকেটারের প্রতিভায় উচ্ছ্বসিত ধোনি। অ্যাডাম মিলনে ক্রিস জর্ডনের পাশাপাশি জাডেজার মতো অভিজ্ঞ বোলারকে ব্যবহার করবেন মাহি।

আইপিএল ২০২২ মেগা নিলামের আগে ৪ ক্রিকেটারকে রিটেইন করে রেখেছিল সিএসকে। নিলামশেষে ২৫ জনের দল গড়েছে চেন্নাই।

সিএসকে স্কোয়াড: রবীন্দ্র জাডেজা, মহেন্দ্র সিং ধোনি, মইন আলি, ঋতুরাজ গায়কোয়াড়, দীপক চাহার, ডোয়েন ব্র্যাভো, অম্বাতি রায়ডু, রবীন উথাপ্পা, কেএম আসিফ, তুষার দেশপান্ডে, শিবম দুবে, মহেশ থেকশানা, রাজবর্ধন হাঙ্গারগেকর, সিমরনজিৎ সিং, ডেভন কনওয়ে, ডোয়েইন প্রিটোরিয়াস, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলনে, সুভ্রাংশু সেনাপতি, প্রশান্ত সোলাঙ্কি, সি হরি নিশান্থ, ক্রিস জর্ডান, এন জগদীশান, মুকেশ চৌধুরি, কে ভগত ভর্মা।

আরও পড়ুন: ICC Women’s World Cup 2022: কোন অঙ্কে বিশ্বকাপের সেমিফাইনালে যেতে পারে ভারত?