AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Madras High Court: স্বামীর সম্পত্তিতে ‘গৃহবধূ’ স্ত্রীর অবদান সমান, অধিকারও সমান: মাদ্রাজ হাইকোর্ট

Madras High Court: মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ, 'সন্তান ও পরিবারের দায়িত্ব ৮ ঘণ্টার চাকরির মতো নয়। এটা ২৪ ঘণ্টার কাজ।'

Madras High Court: স্বামীর সম্পত্তিতে 'গৃহবধূ' স্ত্রীর অবদান সমান, অধিকারও সমান: মাদ্রাজ হাইকোর্ট
প্রতীকী ছবিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 25, 2023 | 4:15 PM
Share

চেন্নাই: নিজের রোজগারের টাকা দিয়ে সম্পত্তি কিনেছেন স্বামী। স্ত্রী তো নেহাতই গৃহবধূ। তার আবার অধিকার কিসের! এমনই প্রশ্ন তুলে মামলা হয় চেন্নাইতে। সম্পত্তি সংক্রান্ত সেই মামলায় মাদ্রাজ হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে যে, ঘর সামনালোর দায়িত্বে থাকা স্ত্রীরও সম্পত্তিতে অবদান সমান, অধিকারও সমান। স্ত্রী সংসার, সন্তান সামলাচ্ছেন বলেই স্বামী নিশ্চিন্তে উপার্জন করতে পারছেন, তাই স্ত্রী অবদান উপেক্ষা করা যাবে না বলে পর্যবেক্ষণ আদালতের। ওই মামলায় স্ত্রীকে ৫০ শতাংশ সম্পত্তির অধিকার দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিচারপতি কৃষ্ণান রামস্বামী বলেছেন, আইন অনুযায়ী, কারও অবদান অমান্য করতে পারে না আদালত।

স্বামীর টাকায় কেনা সম্পত্তি, কেন ভাগ চাইছেন স্ত্রী?

কান্নাইয়ান নাইডু নামে এক ব্যক্তি ২০০২ সালে একটি মামলা করেন। তিনি দাবি করেছিলেন, তাঁর সম্পত্তি দখল করতে চাইছেন তাঁর স্ত্রী। মামলাকারীর দাবি ছিল, তিনি বিদেশে চাকরি করে টাকা উপার্জন করতেন। সেই টাকা দিয়ে তাঁরই নামে সম্পত্তি কিনেছিলেন তাঁর স্ত্রী। শুধু তাই নয়, স্ত্রী বিপথে চলে যাচ্ছিল বলেই আদালতে দাবি করেছিলেন তিনি।

অন্যদিকে, স্ত্রীর বক্তব্য ছিল, স্বামী বিদেশে থাকাকালীন সন্তান ও সংসারের সব দায়িত্বই ছিল তাঁর ওপর। এমনকী চাকরির সুযোগও ছাড়তে হয়েছিল তাঁকে। মহিলা আরও জানিয়েছিলেন, তাঁর বাপের বাড়ির সম্পত্তি বিক্রি করে স্বামীকে বিদেশে যাওয়ার খরচও দিয়েছিলেন তিনি। এছাড়া, তিনি সেলাই করে টিউশন পড়িয়ে টাকাও রোজগার করতেন। নিম্ন আদালতে মামলার রায় গিয়েছিল স্বামীর পক্ষেই।

ইতিমধ্যেই ওই মামলাকারীর মৃত্যু হয়েছে। তারপর তাঁর দুই সন্তান হাইকোর্টের দ্বারস্থ হয় সম্পত্তির উত্তরাধিকার চেয়ে। হাইকোর্ট সব শুনে স্ত্রীকে ৫০ শতাংশ ভাগ দেওয়ার নির্দেশ দিয়েছে। সেই মামলাতেই আদালতের পর্যবেক্ষণ, সরাসরি টাকা দিয়ে সাহায্য না করলেও বাড়ির সব কাজ করে, স্বামীকে সাহায্য করেছেন স্ত্রীও।

সংসার সামলানো ৮ ঘণ্টার কাজ নয়, ২৪ ঘণ্টার কাজ

মাদ্রাজ হাইকোর্টের পর্যবেক্ষণ, ‘সন্তান ও পরিবারের দায়িত্ব ৮ ঘণ্টার চাকরির মতো নয়। এটা ২৪ ঘণ্টার কাজ। স্বামী বিদেশে ৮ ঘণ্টার চাকরি করে টাকা পাঠাতেন। তিনি ওই চাকরি করতে পারতেন, কারণ ২৪ ঘণ্টা ধরে সংসারের দায়িত্ব নিতেন স্ত্রী। সে কারণেই ওই সম্পত্তি কেনা সম্ভব হয়েছিল।’ আদালতের বক্তব্য, যখন স্ত্রী সব কাজ ছেড়ে পুরো জীবনটা সংসারের কাজে ব্যয় করেন, তখন তাঁরও কিছু প্রাপ্য় থাকে।

স্বামী বা স্ত্রী, সম্পত্তি যাঁর নামেই কেনা হোক না কেন, অবদান দুজনেরই থাকে বলে উল্লেখ করেছে আদালত। তাই এই মামলায় আদালতের নির্দেশ, স্বামীর নামে থাকা ওই সম্পত্তির অর্ধেক ভাগ পাবেন তাঁর স্ত্রী।