Mamata Banerjee : বছর তিনেক পর ঈদের দিনে অভিষেককে নিয়ে রিজ়ওয়ানুরের বাড়িতে মমতা

Mamata Banerjee : রিজ়ওয়ানুরের দাদা রুকবানুর রহমান বলেন, করোনার জন্যই ২০২০ ও ২০২১ সালে তাঁদের বাড়িতে আসতে পারেননি মমতা।

Mamata Banerjee : বছর তিনেক পর ঈদের দিনে অভিষেককে নিয়ে রিজ়ওয়ানুরের বাড়িতে মমতা
রিজ়ওয়ানুরের বাড়িতে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়
Follow Us:
| Edited By: | Updated on: May 03, 2022 | 5:13 PM

কলকাতা : প্রায় বছর তিনেক পর রিজ়ওয়ানুর রহমানের বাড়িতে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। আজ রেড রোডে ঈদের অনুষ্ঠানে অংশ নেওয়ার পর পার্ক সার্কাসে রিজ়ওয়ানুরের বাড়িতে যান মমতা। রিজ়ওয়ানুরের বাড়িতে ঢোকার আগে তাঁর স্মৃতিতে তৈরি বেদিতে মালা দেন তৃণমূল সুপ্রিমো। সেখানে প্রায় আধ ঘণ্টাখানেক ছিলেন তিনি ও অভিষেক। রিজ়ওয়ানুরের মা কিশওয়ার জাহানের সঙ্গে কথা বলেন মমতা। সকলকে ঈদের শুভেচ্ছা জানান।

বছর তিনেক পর তাঁদের বাড়িতে মমতার আসা নিয়ে রিজ়ওয়ানুরের দাদা তথা তৃণমূল বিধায়ক রুকবানুর রহমান বলেন, ২০২০ ও ২০২১ সালে করোনা সংক্রমণের জেরে তৃণমূল সুপ্রিমো তাঁদের বাড়িতে আসেননি। তার আগে তাঁদের বাড়িতে একাধিকবার এসেছেন মমতা। তাঁর মায়ের খোঁজ খবর নিতে বিভিন্ন সময় এসেছেন। ২০১৯ সালে শেষবার মমতা তাঁদের বাড়িতে এসেছিলেন। রুকবানুর বলেন, করোনার জন্যই ২০২০ ও ২০২১ সালে তাঁদের বাড়িতে আসতে পারেননি মমতা।

Rizwanur-mamata flower

রিজ়ওয়ানুরের স্মৃতিতে তৈরি বেদিতে মালা দেন মমতা বন্দ্যোপাধ্যায়

২০০৭ সালের ২১ সেপ্টেম্বর। পাতিপুকুরে রেললাইনের ধার থেকে উদ্ধার হয়েছিল বছ তিরিশের রিজ়ওয়ানুর রহমানের দেহ। শিল্পপতি অশোক তোদির মেয়ের প্রিয়াঙ্কা তোদির সঙ্গে প্রেম করে বিয়ে হয়েছিল রিজ়ওয়ানুরের। অভিযোগ ওঠে, তার জেরেই রিজ়ওয়ানুর খুন হন। এই চক্রান্তে সামিল থাকার অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। কাঠগড়ায় তোলা হয় কলকাতা পুলিশের তৎকালীন কমিশনার প্রসূন বন্দ্যোপাধ্যায়কে। রিজ়ওয়ানুরের মা কিশওয়ার জাহান ‘ইনসাফ’-এর দাবি জানান। বিচারের দাবিতে আন্দোলনে সামিল হন তৎকালীন বিরোধী নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সিবিআই তদন্তের দাবিও তুলেছিলেন। এই ঘটনায় বিড়ম্বনায় পড়তে হয় তৎকালীন বামফ্রন্ট সরকারকে।

রাজনীতির কারবারিরা বলছেন, রিজ়ওয়ানুরকাণ্ডের পর বামেদের সংখ্যালঘু ভোটব্যাঙ্কে ধস নেমেছিল অনেকটাই। সংখ্যালঘুদের আস্থা অর্জন করেন মমতা। রিজ়ওয়ানুরের দাদা রুকবানুর রহমানকে বিধানসভা ভোটে প্রার্থী করেন। তিনি এখন শাসকদলের বিধায়ক।

Rizwanur-mamata

রিজ়ওয়ানুরের বাড়িতে আধ ঘণ্টার মতো ছিলেন মমতা ও অভিষেক

বগটুইকাণ্ড, আনিসের মৃত্যু মামলা-সহ একাধিক ঘটনায় শাসকদলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। আবার সদ্য সমাপ্ত বালিগঞ্জ বিধানসভা নির্বাচনে দুটি ওয়ার্ডে বামেদের চেয়ে কম ভোট পেয়েছে তৃণমূল। ওই দুটি ওয়ার্ড সংখ্যালঘু অধ্যুষিত। সংখ্যালঘু ভোটব্যাঙ্কে আবার বামেদের দিকে ঝুঁকছে কি না, সেই প্রশ্ন উঠতে শুরু করেছে। এই পরিস্থিতিতে আজ রেড রোডে গিয়ে মমতা বার্তা দিলেন, “যতদিন বেঁচে থাকব, মানুষের জন্য, মানবিকতার জন্য, ন্যায়ের জন্য লড়ে যাবে। সে যে ধর্মই হোক না কেন। আমি মাথা ঝোঁকাতে রাজি নই। আমাদের বাংলা শান্তির পথ দেখাবে, সংহতির পথ দেখাবে। তবে দেশে যা চলছে তা ঠিক নয়। বিভাজনের রাজনীতি ঠিক নয়।” রেড রোড় থেকেই রিজ়ওয়ানুরের বাড়িতে যান মমতা। বর্তমান পরিস্থিতি সাপেক্ষে মমতার রিজ়ওয়ানুরের বাড়িতে যাওয়া যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনীতির কারবারিরা।