Vande Bharat Express: ট্র্যাকে নামছে আরও বন্দে ভারত, নতুন কী পরিকল্পনা করছে রেল?

Vande Bharat Express: রাজস্থান, মধ্য প্রদেশ ও ওড়িশায় নতুন কয়েকটি বন্দে ভারত দেওয়া হচ্ছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে উদয়পুর গিয়েছিলেন। লাইন নিজে দেখেও এসেছেন তিনি।

Vande Bharat Express: ট্র্যাকে নামছে আরও বন্দে ভারত, নতুন কী পরিকল্পনা করছে রেল?
ফাইল ছবিImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Sep 10, 2023 | 7:27 AM

নয়া দিল্লি: সেমি বুলেট ট্রেন বন্দে ভারত চালু হওয়ার পর থেকেই যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে। দেশের একাধিক রুটে চালু হয়েছে বন্দে ভারত। আরও কয়েকটি রুটে চালু করার পরিকল্পনাও রয়েছে ভারতীয় রেলের। তাই এবার বন্দে ভারতের জন্য নতুন কিছু পরিকল্পনা করতে চলেছে রেল।

বর্তমানে গোটা দেশে মোট ২৫টি বন্দে ভারত ট্রেন চলে। আরও নতুন ৯ টি বন্দে ভারত চালানো হবে বলেও সূত্রের খবর। এই ট্রেনগুলি চালানোর জন্য প্রশিক্ষণপ্রাপ্ত কর্মী নিয়োগ করার কথাও ভাবছে রেল। তবে নিয়মিত বন্দে ভারতের স্বাস্থ্য পরীক্ষা করা যাবে। বিশেষত ব্রেক, আর্থিং সিস্টেম, দরজা, ইলেকট্রিক সব ঠিকভাবে চলছে কি না, তা দেখে রাখা জরুরি।

রেলের তরফে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরির কাছে আবেদন জানানো হয়েছে যাতে কর্মীদের ট্রেনিং দেওয়ার ব্যবস্থা করা যায়। ওই ট্রেনিং -এ ট্রেন মেনটেন্যান্সের বিষয়ে শেখানো হবে। শুধু থিওরি নয়, হাতে কলমেও শেখানো হবে সবকিছু। সুরক্ষা সংক্রান্ত বিষয়ে বেশি জোর দেওয়া হবে। রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, এই ট্রেনিং যত শীঘ্র সম্ভব দিতে হবে।

উল্লেখ্য, রাজস্থান, মধ্য প্রদেশ ও ওড়িশায় নতুন কয়েকটি বন্দে ভারত দেওয়া হচ্ছে। সম্প্রতি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব নিজে উদয়পুর গিয়েছিলেন। মধ্যপ্রদেশেও লাইন পরিদর্শন করে এসেছেন তিনি। মোটামুটিভাবে প্রায় সব রাজ্যেই এবার থেকে অন্তত একটি করে বন্দে ভারত ট্রেন চলবে।