Madhya Pradesh Government: মেধাবী পড়ুয়াদের উপহার, স্কুটি কেনার টাকা তুলে দিলেন শিবরাজ সিং চৌহান
Madhya Pradesh: গোটা রাজ্য়ের যে সব পড়ুয়াদের স্কুটি প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছিল, তাঁরা এদিন উপস্থিত হন ওই অনুষ্ঠানে।
মধ্য প্রদেশ: প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল আগেই। এবার পড়ুয়াদের হাতে তুলে দেওয়া হল স্কুটির কেনার জন্য অর্থ। পড়াশোনার ক্ষেত্রে উৎসাহ দিতে এক অভিনব উদ্যোগ নিয়েছিল মধ্য প্রদেশ সরকার। আজ বুধবার, এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করে ৭৮০০ পড়ুয়াকে স্কুটি প্রদান করেছেন মধ্য প্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। দ্বাদশ শ্রেনি উত্তীর্ণ হয়েছেন, এমন পড়ুয়াদেরকেই স্কুটি উপহার দেওয়া হচ্ছে। মেধাবী অর্থাৎ ভাল ফলাফল করেছেন, এমন পড়ুয়াদের বেছে নেওয়া হয়েছে।
এদিন মধ্য প্রদেশের শাহদলে পলিটেকনিক ময়দানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। গোটা রাজ্য়ের যে সব পড়ুয়াদের স্কুটি প্রদানের জন্য বেছে নেওয়া হয়েছিল, তাঁরা এদিন উপস্থিত হন ওই অনুষ্ঠানে। জামুই হেলিপ্যাডে নেমে সেখানে পৌঁছন শিবরাজ সিং। শাহদলের গান্ধী চক থেকে এদিন একটি রোড শো-র আয়োজন করা হয়েছিল। সেখানে হাজার হাজার মানুষ অংশ নিয়েছিলেন। সেই রোড শো-তে যোগ দেন মুখ্যমন্ত্রী।
তিনি অনুষ্ঠানস্থলে পৌঁছনোর পর ৭৮০০ পড়ুয়ার অ্যাকাউন্টে স্কুটি কেনার টাকা পাঠানো হয়। স্কুটি উপহার দেওয়ার কথা সরকারের তরফ থেকে আগেই জানানো হয়েছিল। মূলত ই-স্কুটি কেনার জন্য টাকা দেওয়া হয়েছে। যেখানে ই স্কুটি পাওয়া যায় না, সেখানে সাধারণ স্কুটি দেওয়ার কথা বলা হয়েছিল।
अब विकास की दौड़ में अपना शहडोल भी लगातार आगे बढ़ता जाएगा। हम शहडोल में एक और महाविद्यालय खोलने जा रहे हैं। pic.twitter.com/HCBz7dRrLe
— Shivraj Singh Chouhan (@ChouhanShivraj) August 23, 2023