Uttarpara Assembly Election result 2021: উত্তরপাড়া বিধানসভা আসনে কড়া টক্কর বিজেপি ও তৃণমূলে, লাইভ আপডেটস
Uttarpara Assembly Election result 2021: উত্তরপাড়া বিধানসভা আসনে কড়া টক্কর বিজেপি ও তৃণমূলে, লাইভ আপডেটস

পশ্চিমবঙ্গে এই প্রথমবার আট দফায় বিধানসভা নির্বাচন হচ্ছে। ফের একবার ক্ষমতায় ফিরতে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে জয়ের জন্য মরিয়া বিজেপিও। ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনে উত্তরপাড়া থেকে এ বার তৃণমূল প্রার্থী হিসাবে দাঁড়িয়েছেন কাঞ্জন মল্লিক। তাঁর প্রতিপক্ষ হিসাবে বিজেপির প্রার্থী হয়েছেন প্রবীর কুমার ঘোষাল।
প্রবীর কুমার ২০১৬ সালে এই আসন থেকেই তৃণমূলের টিকিটে বিধায়ক হয়েছিলেন। কমিউনিস্ট পার্টি অব ইন্ডিয়া (মার্কিস্ট)-র তরফে এ বার রজত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করা হয়েছে। এই আসনে মোট পাঁচজন প্রার্থী নিজেদের ভাগ্য নির্ধারণ করতে লড়াইয়ের ময়দানে নেমেছেন।
এক নজরে দেখে নেওয়া যাক উত্তরপাড়ার আপডেট:
উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক জয়ী।
দশম রাউন্ড শেষে উত্তরপাড়ার তৃণমূল প্রার্থী কাঞ্চন মল্লিক ৮৯৭০ ভোটে এগিয়ে।
২০১৬ সালের নির্বাচন পরিসংখ্যান
হুগলি জেলায় অবস্থিত উত্তরপাড়া বিধানসভা আসন বিগত ১০ বছর ধরে তৃণমূলের দখলে রয়েছে। ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে তৃণমূলের প্রার্থী প্রবীর কুমার ঘোষাল সিপিআইএমের শ্রুতিনাথ প্রহরাজকে ১২ হাজার ভোটে হারায়। গত নির্বাচনে প্রবীর কুমার ঘোষাল মোট ৮৪ হাজার ৯১৮টি ভোট পেয়েছিলেন। প্রহরাজ পেয়েছিলেন ৭২ হাজার ৯১৮টি ভোট। ২৩ হাজার ভোট পেয়ে বিজেপি এই আসনে তৃতীয় স্থান দখল করেছিল।
মোট ভোটারের সংখ্যা
২০১৬ সালের বিধানসভা ভোটের নিরিখে এই আসনে মোট ভোটারের সংখ্যা ২ লাখ ৪২ হাজার ১৬৫। এরমধ্যে ১ লাখ ৮৯ হাজার ২৩০ জন ভোটার নিজেদের মতদান করেছিলেন। সুষ্ঠ নির্বাচনের জন্য মোট ২৮৯ টি পোলিং বুথ তৈরি করা হয়েছিল। মোট ৭৮ শতাংশ ভোট পড়েছিল এই আসনে।
উত্তরপাড়া বিধানসভা আসনে প্রথমবার ১৯৫২ সালে নির্বাচন হয়, সেইবারের ভোটে জয়ী হয়েছিলেন সিপিআইএম প্রার্থী। এরপরও দীর্ঘ সময় অবধি এই আসনে সিপিআইএমেরই প্রতিপত্তি ছিল। তারা একটানা নয়বার এই আসন থেকে জয়ী হয়েছিলেন। ২০০১ সালে টিএমপি প্রথমবার এই আসনে জয়লাভ করে।
বিগত নির্বাচনের পরিসংখ্যান
বর্তমান বিধায়ক: প্রবীর কুমার ঘোষাল মোট প্রাপ্ত ভোট: ৮৪,৯১৮ মোট ভোটার: ২,৪২,১৬৫ ভোট শতাংশ:৭৮.১৪ শতাংশ মোট প্রার্থী: ৫
