Bolpur Lok Sabha Constituency: একসময়ের বামদুর্গে এবার পালাবদল হবে? নাকি ফের ফুটবে ঘাসফুল?

Bolpur Lok Sabha Constituency: পাঁচ বছর আগে লোকসভা ভোটে এই আসনে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিজেপির রামপ্রসাদ দাসকে প্রায় ১ লক্ষ ৭ হাজার ভোটে হারান। সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম তৃতীয় হয়েছিলেন।

Bolpur Lok Sabha Constituency: একসময়ের বামদুর্গে এবার পালাবদল হবে? নাকি ফের ফুটবে ঘাসফুল?
বোলপুরে কে জিতবেন? ১৩ মে ব্যালটবন্দি হবে প্রার্থীদের ভাগ্য
Follow Us:
| Updated on: May 28, 2024 | 1:46 AM

বোলপুর: দীর্ঘদিন ছিল বামদুর্গ। প্রায় ২৫ বছর এই কেন্দ্রের সাংসদ ছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। ২০১৪ সাল থেকে আসনটি তৃণমূলের দখলে। একুশের বিধানসভা নির্বাচনে এই কেন্দ্রের সাতটি আসনেই জয়লাভ করে তৃণমূল। তবে জোর টক্কর দিয়েছিল বিজেপি। ২০২২-র অগস্টে গরু পাচার মামলায় সিবিআইয়ের হাতে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। কেষ্টহীন বীরভূমের এই আসনে এবার দুই ফুলে টক্কর হতে চলেছে। দেখে নেওয়া যাক কার কত জমি আছে বোলপুরে।

বোলপুর লোকসভা কেন্দ্রের অন্তর্গত ৭টি বিধানসভা। কেন্দ্রগুলি হল কেতুগ্রাম, মঙ্গলকোট, আউশগ্রাম, বোলপুর, নানুর, লাভপুর, ময়ূরেশ্বর। ২০১৯ লোকসভা নির্বাচন অনুযায়ী এই কেন্দ্রের মোট ভোটার ১৭,০২,৩৬৬। ২০১১ জনগণনা অনুযায়ী তফসিলি জাতি ভোটার ৩১.৪ শতাংশ। তফসিলি উপজাতি ভোটার ৭ শতাংশ। সংখ্যালঘু ভোটার ২৯.৩ শতাংশ। গ্রামীণ ভোটার ৯২.৪ শতাংশ। শহুরে ভোটার ৭.৬ শতাংশ।

পাঁচ বছর আগে লোকসভা ভোটে এই আসনে মূল লড়াই ছিল দুই ফুলের মধ্যে। সেই লড়াইয়ে তৃণমূল প্রার্থী অসিত কুমার মাল বিজেপির রামপ্রসাদ দাসকে প্রায় ১ লক্ষ ৭ হাজার ভোটে হারান। সিপিএম প্রার্থী রামচন্দ্র ডোম তৃতীয় হয়েছিলেন। তিনি প্রায় ৯১ হাজার ভোট পেয়েছিলেন। একুশের নির্বাচনে সাতটি বিধানসভা আসনেই ফোটে ঘাসফুল।

উনিশের লোকসভা এবং একুশের বিধানসভা নির্বাচনে বিধানসভা কেন্দ্র অনুযায়ী কোন দল কত ভোট পেয়েছিল?

নির্বাচন বিধানসভা কেন্দ্র সিপিএম বিজেপি তৃণমূল
২০১৯ কেতুগ্রাম ১৪,০৩৪ ৭৫,১৬৫ ১,০২,৬৭৯
২০২১ কেতুগ্রাম ২০,০৯২ ৮৭,৫৪৩  ১,০০,২২৬
২০১৯ মঙ্গলকোট ১৩,২১১ ৭৬,১৭০ ১,০৫,৩৯৭
২০২১ মঙ্গলকোট ১৬,৭৮৩ ৮৫,২৫৯ ১,০৭,৫৯৬
২০১৯ আউশগ্রাম ১৮,৩৯১ ৮০,৫৯২ ৯৫,৪৬০
২০২১ আউশগ্রাম ২০,৩৯৯ ৮৮,৫৭৭ ১,০০,৩৯২
২০১৯ বোলপুর ১৪,০৭৬ ৯০,৫৬০ ১,০৬,১৭২
২০২১ বোলপুর ৯,৯৬৫ (RSP) ৯৪,১৬৩  ১,১৬,৪৪৩
২০১৯ নানুর ১৪,১২৯ ৯০,৯৮৬ ১,০৮,৭১৭
২০২১ নানুর ১২,৮৭৮ ১,০৫,৪৪৬ ১,১২,১১৬
২০১৯ লাভপুর ৮,২১৭ ৯০,৭১২ ৯৪,৫১৫
২০২১ লাভপুর ৬,৪৭৯ ৯০,৪৪৮ ১,০৮,৪২৩
২০১৯ ময়ূরেশ্বর  ৯,৭৭৩ ৮৭,২৬০ ৮৫,৫০১
২০২১ ময়ূরেশ্বর প্রার্থী দেয়নি ৮৮,৩৫০ ১,০০,৪২৫

একুশের বিধানসভা নির্বাচনে কোন আসনে কে জিতেছিলেন?

কেতুগ্রামে জিতেছিলেন তৃণমূলের শেখ শাহনওয়াজ। মঙ্গলকোটে জয়ী হন তৃণমূলের অপূর্ব চৌধুরী। ঘাসফুল প্রার্থী অভেদানন্দ থান্ডার জয়ী হন আউশগ্রাম আসনে। বোলপুরে জেতেন তৃণমূলের চন্দ্রনাথ সিনহা। নানুরে জয়ী হন তৃণমূলের বিধানচন্দ্র মাঝি। লাভপুরে জেতেন ঘাসফুল প্রার্থী অভিজিৎ সিনহা। আর ময়ূরেশ্বরে জয়ী হন তৃণমূলের অভিজিৎ রায়।

২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি পায় ৪০.৯ শতাংশ ভোট। তৃণমূল ৪৮.৩ শতাংশ, সিপিএম ৬.৩ শতাংশ ভোট পায়। একুশের বিধানসভা নির্বাচনে বিজেপি পায় ৪১.৯ শতাংশ ভোট। তৃণমূল ৪৮.৮ শতাংশ, সিপিএম ৫ শতাংশ ভোট পায়।

চব্বিশের নির্বাচনে প্রার্থী কারা?

চব্বিশের নির্বাচনে বিদায়ী সাংসদ অসিত কুমার মালকেই এই কেন্দ্রে প্রার্থী করেছে তৃণমূল। বিজেপির টিকিটে প্রতিদ্বন্দ্বিতা করছেন পিয়া সাহা। এই কেন্দ্রে সিপিএমের প্রার্থী শ্যামলী প্রধান।