AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

প্যান্ডেমিকের পরেই গাড়ি চেপে নিরুদ্দেশ হওয়ার জন্য রইল ৯টা ঠিকানা

প্যান্ডেমিকের পর গাড়ি নিয়ে এই ৯টা জায়গায় চলে যান। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে যাওয়ার হদিশ দিচ্ছে আপনাকে TV9 বাংলা।

প্যান্ডেমিকের পরেই গাড়ি চেপে নিরুদ্দেশ হওয়ার জন্য রইল ৯টা ঠিকানা
| Updated on: May 22, 2021 | 10:56 PM
Share

চার দেওয়ালের বদ্ধ ঘরে থেকে রোজ প্ল্যন করছেন তো? প্যান্ডেমিক কাটলেই বেরিয়ে পড়বেন কোথাও? কোনও অজানার দেশে নিরুদ্দেশ হয়ে যেতে ইচ্ছে করছে সবার। প্যান্ডেমিকের পর গাড়ি নিয়ে এই ৯টা জায়গায় চলে যান। প্রাণ ভরে নিঃশ্বাস নিতে যাওয়ার হদিশ দিচ্ছে আপনাকে TV9 বাংলা।

১) ডায়মন্ড হারবার: কলকাতা থেকে মাত্র ৫০কিমি দূরত্বেই নদীর পারের ঘোরার জায়গা- ডায়মন্ড হারবার। গাড়িতে ১ ঘন্টা ২০মিনিটের বেশি লাগবে না। প্রকৃতির কোলে ফ্রেস হাওয়া নিয়ে আসুন প্যান্ডেমিকের পরেই।

২) রায়চক: ডায়মন্ড হারবারেই পাশেই এই রায়চক। এখানে সবুজে মোড়া প্রকৃতির কোলে অবস্থিত ঐতিহ্যবাহী ফোর্ট। এই ফোর্টে গিয়ে রাজকীয় আপ্যায়ণ উপভোগ করে আসত পারেন।

৩) হলদিয়া: কলকাতা থেকে ১১৯কিমি দূরে আছে হলদিয়া বন্দর। পুরোনো বন্দরের গন্ধ আর ইতিহাস ছুঁয়ে দেখে আসুন সেখানে।

৪) চন্দননগর: মাত্র ৪৮কিমি গাড়ি চালালেই পৌঁছবেন চন্দননগরে। এখানকার মিষ্টি বিখ্যাত। ফ্রেঞ্চ এবং ব্রিটিশ কলোনির ভগ্নাবশেষে একান্তে সময় কাটিয়ে আসতে পারেন।

৫) বর্ধমান: কলকাতা থেকে ১০২ কিমি দূরে। আপনি ২ঘন্টা গাড়ি চালিয়ে দামোদর নদের ধারে মুঘল সাম্রাজ্যের স্বাদ নিয়ে আসুন প্যান্ডেমিকের পর।

৬) সুন্দরবন: জঙ্গল ভালবাসেন? কলকাতা থেকে মাত্র ২ঘন্টা দূরেই সেই সন্ধান পাবেন। সবুজের সমারহে একটু ঘুরে এলেই দেখবেন মনটা কেমন ফুরফুরে হয়ে যাবে।

৭) বেলুড় মঠ: প্যান্ডেমিকের পর হঠাৎ একদিন বিকেলে চলে যান বেলুড় মঠে। নদীর ধারে মঠে বসে মনও শান্ত হবে, নিজের মনের অনেক উত্তর খুঁজে পাবেন।

আরও পরুন: লকডাউনেও রোমাঞ্চের হাতছানি, প্রবেশদ্বার খোলা ‘আনলক’ দেশগুলির

৮) ব্যারাকপুর: কলকাতা থেকে মাত্র ২৭কিমি দূরেই ব্যারাকপুর। গান্ধি ঘাট, নদীর ধার, ঐতিহাসিক ভূমি অনেক কিছু পাবেন দেখার জন্য। হুট করে চলে যান একদিন বিটি রোড ধরে।

৯) কামারপুকুর: কলকাতা থেকে ৩.৩০ ঘন্টা লম্বা রোড ট্রিপ করে চলে যান রামকৃষ্ণের ভিটেতে। কামারপুকুর। এছাড়াও এখানে বেশ কিছু মন্দির আছে, পরিবারের সঙ্গে ঘুরে আসুন একদিন পরিবারের সঙ্গে।