Chanakya Niti: একজন মেয়ের বাবার কখনই এই কাজগুলি করা উচিত নয়, বলে গিয়েছেন চাণক্য
আচার্য চাণক্যের নীতিশাস্ত্রে, তিনি কেবল সামাজিক ও রাজনৈতিক জীবন নিয়েই কথা বলেননি, বরং সাফল্য, ব্যক্তিগত জীবন ও পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করার বিষয়েও কথা বলেছেন। একইভাবে চাণক্য একজন বাবা এবং একজন মেয়ের মধ্যে সম্পর্ক নিয়ে বেশ কিছু নীতির কথাও বলে গিয়েছেন।

আচার্য চাণক্য তাঁর নীতিশাস্ত্রে আমাদের জীবনের প্রতিটি দিক সুনিপুনভাবে ব্যাখ্যা করেছেন। এই নীতিমালা এবং নীতিশাস্ত্র আমাদের জীবনকে উন্নত করতে এবং পারিবারিক সম্পর্ককে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আচার্য চাণক্য যেমন সাফল্য, বৈবাহিক জীবন ও কেরিয়ার সম্পর্কিত পরামর্শ দিয়েছেন, তেমনই তিনি বাবা-মেয়ের সম্পর্কের বিষয়েও কিছু পরামর্শ দিয়েছেন। বাবা-মেয়ের সম্পর্ক অত্যন্ত পবিত্র ও প্রেমময়। এই ক্ষেত্রে চাণক্য বলে গিয়েছেন, একজন কন্যা সন্তানের বাবার কীভাবে আচরণ করা উচিত এবং তাঁর কী করা উচিত নয়, যাতে তাঁর মেয়ের ভবিষ্যত ও পরিবারের মর্যাদার উপর প্রভাব না ফেলে।
একজন কন্যা সন্তানের বাবার যে কাজগুলো করা উচিত নয়, সেগুলো নিয়ে নিম্নে আলোচনা করা হল —
মেয়ের ইচ্ছেকে অসম্মান করা
আচার্য চাণক্য বলে গিয়েছেন যে, একজন বাবার উচিত তার মেয়ের ইচ্ছেকে সম্মান জানানো। কোনওরকমভাবে অসম্মান করা উচিত নয়। একজন বাবার প্রাথমিক কর্তব্য হল তার মেয়ের অনুভূতি, স্বপ্ন ও আকাঙ্ক্ষাগুলো বোঝা। তার শিক্ষা, কেরিয়ার বা বিয়ের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে তার মতামত উপেক্ষা করা ঠিক নয়। এমনটা করলে তাঁর মেয়ের আত্মবিশ্বাস নষ্ট হতে পারে। তাই তার ইচ্ছেকেও সম্মান করতে হবে ও অনুভূতিকেও মূল্য দিতে হবে।
মেয়ের উপর অপ্রয়োজনীয় নিয়ন্ত্রণ
চাণক্য জানিয়েছেন যে, একজন বাবার তার কন্যার উপর অতিরিক্ত নিয়ন্ত্রণ চাপিয়ে দেওয়া উচিত নয়। নিজের মেয়েকে স্বাধীনতা দিতে হবে এবং আত্মনির্ভরশীল হতে শেখানো গুরুত্বপূর্ণ। তাছাড়া, বন্ধুদের সঙ্গে দেখা করা বা তার পছন্দের কেরিয়ার বেছে নেওয়ার মতো প্রতিটি কার্যকলাপে বাধা দেওয়া ঠিক নয়। এমনটা করলে মেয়ের খুব একটা বৃদ্ধিও হয় না।
মেয়ের সামনে অনুপযুক্ত আচরণ করা
আচার্য চাণক্য বলেছেন যে, কোনও কারণেই একজন বাবার তার মেয়ের সামনে অনুপযুক্ত আচরণ করা উচিত নয়। কারণ কমবেশি প্রতিটি মেয়ের কাছে তার বাবা হিরো। তাই বাবা অনৈতিক কাজে লিপ্ত হলে, অসম্মানজনক আচরণ করলে মেয়ের মনে নেতিবাচক প্রভাব পড়বে এবং এটি পুরো পরিবারের মর্যাদাও নষ্ট করবে। শুধু তাই নয়, এমনটা করলে বাবার প্রতি মেয়ের আস্থাও নষ্ট হতে পারে।
মেয়ের বিয়েতে তাড়াহুড়ো বা অবহেলা
চাণক্য বলেছেন যে, একজন বাবার উচিত তার মেয়েকে তাড়াহুড়ো করে বা অসাবধানতার সঙ্গে বিয়ে দেওয়া নয়। বরং ভেবেচিন্তে বিয়ে দেওয়া। একজন বাবার উচিত তার মেয়ের জন্য উপযুক্ত পাত্র নির্বাচন করার সময় সতর্কতা অবলম্বন করা। তার শিক্ষা, মূল্যবোধ এবং ভবিষ্যতের কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। সামাজিক চাপ বা তাড়াহুড়োর কারণে যদি ভুল পাত্র বেছে নেওয়া হয়, তা হলে মেয়ের জীবন পরবর্তীতে নরকে পরিণত হতে পারে। তাই, যে কোনও বাবার তার মেয়ের বিয়ের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সাবধানে চিন্তা করা উচিত।
মেয়ের নিরাপত্তার প্রতি অবহেলা
আচার্য চাণক্য জানিয়েছেন যে, একজন বাবার অন্যতম মূল কর্তব্য হল তার মেয়েকে রক্ষা করা। এবং এই ক্ষেত্রে অবহেলা করা পাপের সমান। একজন বাবার কর্তব্য নিজের মেয়ের নিরাপত্তা নিশ্চিত করা। তার শিক্ষা, সামাজিক পরিবেশ বা মানসিক চাহিদা যাই হোক না কেন, একজন বাবার উচিত তার মেয়ের নিরাপত্তার ব্যাপারে সর্বদা সজাগ থাকা। যদি সে এই বিষয়ে অবহেলা করে, তা হলে তার মেয়ের ভবিষ্যৎ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে।
বিশেষ দ্রষ্টব্য – এই প্রতিবেদনে যে বক্তব্য তুলে ধরা হয়েছে, তা তাঁদের ব্যক্তিগত মতামত। এই বিষয়ে কোনও দায় নেই TV9 Bangla-র।
