পদবীর ইতিহাস: কোন ৯ গুণ থাকলে হওয়া যায় গঙ্গোপাধ্যায়? গাঙ্গুলি পদবীর জন্ম কী ভাবে?
বাঙালি হিন্দু মতে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা যে সব পদবী ধারণ করেন তার মধ্যে একটি হল গঙ্গোপাধ্যায়। কেউ কেউ আবার গাঙ্গুলিও লিখে থাকেন। বাঙালিদের মধ্যে যেসব পদবীর আধিক্য় বেশি তার মধ্যে একটি এই গঙ্গোপাধ্যায়।

বাঙালি হিন্দু মতে উচ্চ বর্ণের ব্রাহ্মণরা যে সব পদবী ধারণ করেন তার মধ্যে একটি হল গঙ্গোপাধ্যায়। কেউ কেউ আবার গাঙ্গুলিও লিখে থাকেন। বাঙালিদের মধ্যে যেসব পদবীর আধিক্য় বেশি তার মধ্যে একটি এই গঙ্গোপাধ্যায়। বিশ্ব মঞ্চে বাঙালির নাম উজ্বল করেছেন এক গঙ্গোপাধ্যায়। তিনি হলেন সৌরভ গঙ্গোপাধ্যায়। আবার এই তালিকায় আছেন সাহিত্যিক সুনীল, নারায়ণ থেকে অভিনেতা কৌশিক, রূপা। এঁরাও প্রত্যেকেই গঙ্গোপাধ্যায় বা গাঙ্গুলি পদবীর অধিকারী। এত এত প্রতিভার জন্ম দিয়েছে যে পদবী, তার নিজের জন্ম কী ভাবে জানেন? কোথা থেকে এল গঙ্গোপাধ্যায় পদবী? জানুন ইতিহাস।
খগেন্দ্রনাথ ভৌমিকের লেখা পদবীর উৎপত্তি ও ক্রমবিকাশের ইতিহাস বইতে উল্লেখ আছে, উপাধ্যায় থেকে এসেছে গঙ্গোপাধ্যায় পদবী। এই পদবীর উৎপত্তি গ্রামের নাম থেকে।
আচার, বিদ্যা, বিনয়, প্রাতিষ্ঠা, তীর্ঘদর্শন, নিষ্ঠা, আবৃতি, তপঃ ও দান! এই নয়টি গুণে বিভাষিত ব্রাহ্মণগণের মূল উপাধ্যায়’ উপাধির প্রথমে গঙ্গ, চট্রো, বন্দ্যো, মুখ ইত্যাদি যুক্ত হয়ে তৈরি হয়েছে গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, বন্দ্যোপাধ্যায় ও মুখোপাধ্যায় পদবী।
এর মধ্যে গঙ্গ শব্দ এসেছে বর্ধমান জেলায় বাঁকানদের নিকট একটি গ্রাম থেকে। মনে করা হয় সেই গ্রামের নাম ছিল গাঙ্গুর বা গঙ্গ গ্রাম থেকে। এই গ্রামের বাসিন্দারাই গঙ্গোপাধ্যায় নামে পরিচিত। আরও ভাল ভাবে বললে এই গ্রামের উপাধ্যায়রা গঙ্গোপাধ্যায় নামে পরিচিত। এঁদের আদি পদবী গাঙ্গুর।
গাঙ্গুলি পদবীর উৎপত্তিও হয়েছে জায়গার নাম থেকেই। তবে মনে রাখবেন, এই পদবী কিন্তু কোনও একটি নির্দিষ্ট গ্রাম বা জায়গা থেকে আসেনি। বরং মনে করা হয় গাঙ্গুলি পদবী তাঁরাই পেয়েছেন যারা গঙ্গার তীরে বসবাস করতেন। ‘গঙ্গাকুলিক’ থেকে উৎপত্তি হয়েছে গাঙ্গুলির।
