২০২১ এমন একটি বছর, যার বেশির ভাগ সময়টা আমরা গৃহবন্দি হয়ে কাটিয়েছি। করোনা ভাইরাসের প্রকোপ আমাদের রূপচর্চাতেও থাবা বসিয়েছিল এ কথা বলাবাহুল্য। এমন পরিস্থিতিতে আমরা ঘরোয়া প্রতিকারগুলিকেই বেশি প্রাধান্য দিয়েছি।তাছাড়া এই সব ঘরোয়া প্রতিকারগুলো আমাদের ত্বক ও চুলে কোনও রূপ পার্শ্বপ্রতিক্রিয়া ফেলে না সহজে।
আগামী বছরেও এই ঘরোয়া প্রতিকারের প্রভাব হয়তো কমবে না। কিন্তু সুন্দর ও উজ্জ্বল ত্বক পেতে এমন কিছু পদ্ধতি মানুষ বেছে নেবে তা হয়তো সত্যিই ফল আনবে। আমরা যদি তারকাদের স্কিন কেয়ার রুটিন লক্ষ্য করি, তাহলে তাঁদের ইনস্টাগ্রাম থেকে জানা যাবে যে চলতি বছরে তাঁরাও ঘরোয়া প্রতিকারকেই বেশি ব্যবহার করেছেন। তবুও চলতি বছরে কোরিয়ান বিউটির জনপ্রিয়তা বেশ বেড়েছে। আর তার সঙ্গে বেড়েছে বিভিন্ন ফেসিয়াল সরঞ্জামের ব্যবহার। তাই এখন প্রশ্ন উঠছে তাহলে ২০২২ সালে কীরূপ পরিবর্তন আসতে চলেছে স্কিন কেয়ারে…
ফেসিয়াল টুলস
জেড রোলার এবং গুয়া শা স্টোনসের মতো মুখের ম্যাসেজের সরঞ্জামগুলি এই বছর বাড়িতে ত্বকের যত্নের করার ক্ষেত্রে বেশ জনপ্রিয়তা পেয়েছে। এগুলি কেবল ফোলাভাব কমাতেই সাহায্য করে না বরং মুখের রক্ত সঞ্চালনকে উন্নত করে।
নীল আলো
এখন যেহেতু বাইরের চেয়ে বেশি মানুষ ল্যাপটপ, মোবাইল স্ক্রিনের সামনে সময় কাটাচ্ছেন, ত্বক বিশেষজ্ঞরা মনে করেন যে স্ক্রিন থেকে নির্গত নীল আলো ত্বকের ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। যদিও সানস্ক্রিন এখনও প্রধান অগ্রাধিকার, তবুও মনে করা হচ্ছে যে, আগামী বছরে এই নীল আলো প্রতিরক্ষক শীর্ষ অগ্রাধিকার পাবে।
অ্যাসিড
ল্যাকটিক অ্যাসিড, গ্লাইকোলিক অ্যাসিড ইত্যাদির মতো হালকা রাসায়নিক পিলস জনপ্রিয়তা অর্জন করেছে এবং স্কিন কেয়ার বিশেষজ্ঞরা তাদের ত্বকের গঠন উন্নত করতে এবং ত্বককে হাইড্রেটেড রাখার ক্ষেত্রে এই অ্যাসিডের ব্যবহারকে নিশ্চিত করেছেন এবং তাদের বেছে নিয়েছেন। রেটিনল এবং এএইচএগুলি পরের বছর আরও জনপ্রিয়তা অর্জন করবে বলে ধারণা করা হচ্ছে।
ত্বকের যত্নে হাইড্রেশন
মানুষ হাইড্রেশনের গুরুত্ব বুঝতে শুরু করেছে এবং নিশ্চিত করেছে যে ত্বককে সুন্দর রাখার জন্য জল খাওয়া যথেষ্ট নয়। হাইড্রেশন বাড়ানোর জন্য হায়ালুরোনিক অ্যাসিড ব্যবহার করা, উপরের স্তরে ক্ষতিগ্রস্থ ত্বকের কোষগুলিকে পুনর্নির্মাণ করতে কোলাজেন না তৈরি করা এবং অতিরিক্ত এক্সফোলিয়েশনের কারণে ত্বকের বাধা সৃষ্টি হওয়া এই সব ধরনের সমস্যাকে দূর করা হয়েছে।
ঘরোয়া প্রতিকার
মহামারী চলাকালীন ত্বকের যত্নের একটি প্রধান প্রবণতা ছিল রান্নাঘরে উপাদানগুলিকে ত্বকের যত্নে ব্যবহার করা, যেমনটা আমাদের মা এবং ঠাকুমারা আগেকার দিনে করে থাকতেন। ভিটামিন সি-এর জন্য লেবু হোক, এক্সফোলিয়েশনের জন্য মুলতানি মাটি বা উজ্জ্বলতা বাড়াতে হলুদ ইত্যাদি ব্যবহার করা হয়েছে এবং আগামী বছরেও এই সব উপাদানগুলি ব্যবহার আরও বৃদ্ধি পাবে।
আরও পড়ুন: শীতকালে গ্লিসারিন তো ব্যবহার করেন, কিন্তু এই নিয়মগুলো জানা আছে কি!
আরও পড়ুন: শীতের সময় ত্বককে হাইড্রেট রাখা জরুরি! তার জন্য কী কী করণীয়, রইল কিছু টিপস
আরও পড়ুন: হলুদের ফেসপ্যাক ব্যবহার করার সময় কোন কোন বিষয়ের ওপর খেয়াল রাখা জরুরি, সবিস্তারে জেনে নিন…