Winter Skin care: শীতকালে গ্লিসারিন তো ব্যবহার করেন, কিন্তু এই নিয়মগুলো জানা আছে কি!
Glycerin: সরাসরি গ্লিসারিন মুখে মাখলে ট্যান পড়ার সম্ভাবনা থাকে। এছাড়াও গ্লিসারিন মেখে রোদে না বেরনোই ভাল। কী ভাবে গ্লিসারিন ব্যবহার করবেন মুখে, রইল টিপস...
শীতের হাওয়া গায়ে লাগতে শুরু করলেই জাঁকিয়ে বসে নানা সমস্যা। এই শীতে আরও বেশি সক্রিয় হয়ে ওঠে ভাইরাস-ব্যাকটেরিয়া। সেই সঙ্গে ত্বকের (Winter Skin Care) সমস্যাও জাঁকিয়ে বসে। ত্বক শুকনো হয়ে যাওয়া, খসখসে হয়ে যাওয়া, চামড়া ওঠা নানা রকম সমস্যা দেখা দেয়। সেই সঙ্গে ত্বকের জৌলুসও যেন এক ধাক্কায় অনেকখানি কমে যায়। খুশকি থেকে ব্রণ এই সমস্যাও অনেকটা বেড়ে যায় শীত আসলেই। প্রাণহীন ত্বক দেখতে মোটেই ভালো লাগে না। আর যাবতীয় অনুষ্ঠান, বিয়েবাড়র আমন্ত্রঅণ এই শীতেই বেশি থাকে। ফলে দেখতে সুন্দর লাগা জরুরি।
শীত পড়ার সঙ্গে সঙ্গেই তেল, ক্রিম, ময়েশ্চারাইজার হয়ে যায় নিত্যসঙ্গী। সেই সঙ্গে প্রায় প্রত্যেকেরই স্নানঘরে ঠাঁই পায় গ্লিসারিন। শীতে গ্লিসারিনের প্রয়োজনীয়তা যে কতখানি তা সব বাঙঘালিই বোঝেন। বাজারচলতি যে কোনও ময়েশ্চারাইজারের থেকে ভালো হল গ্লিসারিন। গ্লিসারিন যেমন বিভিন্ন প্রাকৃতিক উপাদানে সমৃদ্ধ তেমনই ত্বকের আর্দ্রতা বজায় রাখে দীর্ঘক্ষণ। গ্লিসারিন তৈরিতে কোনও রকম কেমিক্যাল ব্যবহার করা হয় না। ফলে তা ত্বকের জন্যও খুব সুরক্ষিত।
গ্লিসারিনের (Glycerin) উৎসব হল উদ্ভিজ। উদ্ভিজ উৎস থেকে প্রাপ্ত এই বর্ণহীন আর গন্ধীনি তরল যেমন ত্বক নরম রাখে তেমনই যাঁদের ত্বক তৈলাক্ত বলে সমস্যা হয় তাঁদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো কাজ করে। গ্লিসারিনের মধ্যে থাকা ট্রাই হাইড্রক্সি অ্যালকোহলই এর জন্য দায়ী। সেই সঙ্গে ত্বক ভালো রাখতে, ত্বক পরিষ্কার রাখতেও ভালো কাজ করে। তাই মেকআপ রিমুভার হিসেবেও ব্যবহার রয়েছে গ্লিসারিনের।
যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির তাঁদের ক্ষেত্রেও ভালো কাজ করে গ্লিসারিন। তবে গ্লিসারিন সরাসরি ব্যবহহার না করাই ভালো। জল কিংবা গোলাপ জলের সঙ্গে মিশিয়ে ব্যবহার করুন। এছাড়াও গ্লিসারিন মেখে সরাসরি রোদে বেরোলে ট্যানও বেশি পড়ে। বিশেষত মুখে। আর তাই জেনে নিন গ্লিসারিন কী ভাবে ব্যবহার করবেন।
*গ্লিসারিন ব্যবহার করার আগে মুখ ভালো করে ফেস ওয়াশ দিয়ে ধুয়ে শুকিয়ে নিন। এবার হাফ কাপ গোলাপ জলের সঙ্গে এক চামচ বা এক ছিপি গ্লিসারিন মিশিয়ে নিন। এবার তুলো দিয়ে মুখে লাগান। ব্ল্যাক হেডস তুলতেও খুব ভাল কাজ করে এই টোটকা।
*গ্লিসারিন এক চামচ, গোলাপ জল এক চামচ এক চামচ আমন্ড পাউডার একসঙ্গে মিশিয়ে নিন। এবার তা মুখে ভালো করে লাগিয়ে রাখুন ১০ মিনিট। এরপর ইষদুষ্ণ গরম জলে ধুয়ে ফেলুন। তফাত নিজের চোখেই দেখতে পাবেন।
*একচামচ গ্লিসারিন আর একচামচ কাঁচা দুধ মিশিয়ে নিন ভালো করে। বাইরে থেকে ফিরলে এই মিশ্রণই ক্লিনজার হিসেবে ব্যবহার করুন। প্রতিদিন রাতে এই মিশ্রণ দিয়ে মুখ পরিষ্কার করতে পারলেও খুব ভালো।
*শীতকালে সকলেই ইষদুষ্ণ জলে স্নান করেন। এই স্নানের জলে বাড় দু চামচ গ্লিসারিন আর তিন চামচ গোলাপ জল মিশিয়ে নিন। এক চামচ দুধ দিন। প্রয়োজনে কিছু তুলসিপাতা ফেলে দিতে পারেন। এবার এই জল দিয়ে স্নান করুন। ত্বক থাকবে নরম। সারাদিন বজায় থাকবে ফ্রেশনেসও।
আরও পড়ুন: Lipstick: সামনেই পার্টি-বিয়েবাড়ির মরশুম, কোন কোন শেডের লিপস্টিক রাখবেন ঝুলিতে! রইল টিপস