Lipstick: সামনেই পার্টি-বিয়েবাড়ির মরশুম, কোন কোন শেডের লিপস্টিক রাখবেন ঝুলিতে! রইল টিপস

Make up Box: বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতেই অনুষ্ঠান-উদযাপন বেশি হয়। বিয়েবাড়ি, পিকনিক, পার্টি থেকে গেটটুগেদার-তালিকায় থাকে সবকিছুই...

| Edited By: | Updated on: Nov 20, 2021 | 4:19 PM
বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতেই অনুষ্ঠান-উদযাপন বেশি হয়। বিয়েবাড়ি, পিকনিক, পার্টি থেকে গেটটুগেদার-তালিকায় থাকে সবকিছুই। অনুষ্ঠান মানেই সেখানে আড্ডা, খাওয়া-দাওয়া এসব তো থাকবেই। তার সঙ্গে সাজগোজ কিন্তু মাস্ট। পোশাকের ক্ষেত্রে বিভিন্ন রকম জ্যাকেট, শাল, সোয়েটার যেমন থাকে তেমনই নজরকাড়া মেকআপের জন্য থাকে লিপস্টিক।

বছরের অন্যান্য সময়ের তুলনায় এই সময়টাতেই অনুষ্ঠান-উদযাপন বেশি হয়। বিয়েবাড়ি, পিকনিক, পার্টি থেকে গেটটুগেদার-তালিকায় থাকে সবকিছুই। অনুষ্ঠান মানেই সেখানে আড্ডা, খাওয়া-দাওয়া এসব তো থাকবেই। তার সঙ্গে সাজগোজ কিন্তু মাস্ট। পোশাকের ক্ষেত্রে বিভিন্ন রকম জ্যাকেট, শাল, সোয়েটার যেমন থাকে তেমনই নজরকাড়া মেকআপের জন্য থাকে লিপস্টিক।

1 / 6
পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক পরলে দেখতে ভালো লাগে, ফ্যাশনেবলও লাগে। মেয়েদের লিপস্টিকের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে। আর তাই দেখে নিন কী কী শেডের লিপস্টিক অবশ্যই রাখবেন স্টকে।

পোশাকের সঙ্গে মানানসই লিপস্টিক পরলে দেখতে ভালো লাগে, ফ্যাশনেবলও লাগে। মেয়েদের লিপস্টিকের প্রতি একটা অন্যরকম আকর্ষণ থাকে। আর তাই দেখে নিন কী কী শেডের লিপস্টিক অবশ্যই রাখবেন স্টকে।

2 / 6
শীতকালে যে কোনও পোশাকের সঙ্গেই গাঢ় রং বেশ মানানসই। ডেনিম জ্যাকেট হোক কিংবা সাদা শার্ট ঠোঁটে লাল লিপস্টিক থাকলেই আপনার ফ্যাশন হিট।

শীতকালে যে কোনও পোশাকের সঙ্গেই গাঢ় রং বেশ মানানসই। ডেনিম জ্যাকেট হোক কিংবা সাদা শার্ট ঠোঁটে লাল লিপস্টিক থাকলেই আপনার ফ্যাশন হিট।

3 / 6
কমলা, গোলাপি, ওয়াইন-সহ লালের কিছু শেডস এখন ইন। এমন কিছু লিপস্টিক আগে ভাগেই রাখুন স্টকে।

কমলা, গোলাপি, ওয়াইন-সহ লালের কিছু শেডস এখন ইন। এমন কিছু লিপস্টিক আগে ভাগেই রাখুন স্টকে।

4 / 6
ঠোঁটের রঙে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন? হলুদ, গাঢ় নীল, সোনালি এসব রং এখন ফ্যাশন ইন। ম্যানেজ করতে পারলে অবশ্যই রাখুন ব্যাগে।

ঠোঁটের রঙে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন? হলুদ, গাঢ় নীল, সোনালি এসব রং এখন ফ্যাশন ইন। ম্যানেজ করতে পারলে অবশ্যই রাখুন ব্যাগে।

5 / 6
লিক্যুইড ম্যাট লিপস্টিকও দেখতে বেশ লাগে। সেই সঙ্গে এর স্থায়িত্বও বেশি। তবে এই লিপস্টিক একটু সাবধানে পরতে হয়। সুন্দর করে ঠোঁটে এঁকে নিতে পারলে আপনিই হয়ে উঠবেন অনুষ্ঠানের মধ্যমণি।

লিক্যুইড ম্যাট লিপস্টিকও দেখতে বেশ লাগে। সেই সঙ্গে এর স্থায়িত্বও বেশি। তবে এই লিপস্টিক একটু সাবধানে পরতে হয়। সুন্দর করে ঠোঁটে এঁকে নিতে পারলে আপনিই হয়ে উঠবেন অনুষ্ঠানের মধ্যমণি।

6 / 6
Follow Us: