Summer Cool Face: দগ্ধ দিনে ত্বকে সতেজতা আনবে শসা ও অ্যালোভেরার রস, বানিয়ে নিন টোনার ও ফেসপ্যাক
Cucumber and Aloe Vera: সাধারণত শসা ও অ্যালোভেরা জেল দুটোই আপনি সরাসরি ত্বকের উপর লাগাতে পারেন। একসঙ্গে ব্যবহার করতে হলে শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক, টোনার ও আইস কিউব বানিয়ে নিতে পারেন। এগুলো দিনের বিভিন্ন সময় ব্যবহার করলেই গরমে ত্বক থাকবে একদম 'কুল'।

৪০ ডিগ্রি তাপমাত্রায় ত্বকও চায় শীতলতা। কাঠফাটা রোদে বেরিয়ে মুখ ঝলসে যায়। গরমে মুখ ম্লান দেখায়। ত্বকে সতেজতা ভাব ফিরিয়ে আনা জরুরি। কিন্তু ব্যস্ততার মাঝে পার্লারে যাওয়ার সময় নেই। আর প্রতিমাসে হাজার-হাজার টাকা খরচ করে ফেসিয়াল করানোও যায় না। কিন্তু তা বলে নিজের খেয়াল রাখবেন না, তা হয় নাকি। বরং বাড়িতেই খুঁজে নিতে হবে বিকল্প উপায়। আর এই গরমে মরশুমি ফলের চাইতে আর ভাল কী হবে। তাই এই গরমে রূপচর্চা সারুন শসা দিয়ে। আর তার সঙ্গে রাখুন অ্যালোভেরাকে।
আবহাওয়া যেমনই হোক ত্বকের যত্ন নেওয়ার ক্ষেত্রে অ্যালোভেরার বিকল্প খুঁজে পাওয়া কঠিন। রোদে বেরোলে ত্বকে জ্বালাভাব, লালচে ভাবের সমস্যা দেখা দেয়। তার উপর ত্বকে বাড়তে থাকে তেলতেলে ভাব। এই অবস্থায় শসা ও অ্যালোভেরা মাখলে ত্বক ভাল থাকবে। কিন্তু অনেকেরই প্রশ্ন থাকে যে, এই দুই উপাদানকে একসঙ্গে কীভাবে ব্যবহার করব। সেই টিপসই আজকে আমরা শেয়ার করব আপনাদের সঙ্গে।
সাধারণত শসা ও অ্যালোভেরা জেল দুটোই আপনি সরাসরি ত্বকের উপর লাগাতে পারেন। একসঙ্গে ব্যবহার করতে হলে শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক, টোনার ও আইস কিউব বানিয়ে নিতে পারেন। এগুলো দিনের বিভিন্ন সময় ব্যবহার করলেই গরমে ত্বক থাকবে একদম ‘কুল’।
শসা ও অ্যালোভেরার আইস কিউব
অর্ধেক শসা মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। শসার শস ছেঁকে নিন। অ্যালোভেরার পাতা থেকে তার নির্যাস বের করে পেস্ট করে নিন। সুতির কাপড়ে অ্যালোভেরা জেল ছেঁকে নিন। অ্যালোভেরা জেলের সঙ্গে শসার রস মিশিয়ে দিন। এবার বরফ তৈরির ছাঁচে মিশ্রণটি ঢেলে আইস কিউব বানিয়ে নিন। রোদে থেকে বাড়ি ফিরে আপনি এই আইস কিউব ত্বকের উপর ঘষে নিতে পারেন। এতে সান বার্ন থেকে রেহাই পাবেন এবং ত্বকের রক্ত সঞ্চালন উন্নত হবে।
শসা ও অ্যালোভেরার টোনার
শসার শসের সঙ্গে অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিন। তারপর সেটা স্প্রে বোতলে ভরে ২ ঘণ্টা ফ্রিজে রাখে দিন। প্রতিবার মুখ ধোয়ার পর স্প্রে করে নিতে পারেন এই টোনার। গরমে ত্বকে সতেজতা এনে দেবে এই টোনার
শসা ও অ্যালোভেরার ফেসপ্যাক
অর্ধেক শসা কুড়ে নিন। এতে ২ চামচ অ্যালোভেরা জেল খুব ভাল করে মিশিয়ে নিন। এবার এতে ১ চামচ মধু মিশিয়ে দিন। এই ফেসপ্যাকটি পরিষ্কার ত্বকে ভাল করে লাগিয়ে নিন। ৩০ মিনিট রাখার পর মুখ ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক আপনার ত্বককে চুলকানি, র্যাশ ইত্যাদি সমস্যা থেকে রেহাই করবে। পাশাপাশি হাইড্রেটেড রাখবে আপনার ত্বককে।
