AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Skin Care Tips: ত্বকের যত্নের ক্ষেত্রে আপনিও এই ভুল ধারণাগুলো পুষে রাখেননি তো?

Myth about Skin Care: মানুষের মধ্যে ত্বক নিয়ে এমন অনেক ভুল ধারণা রয়েছে, যার সত্যতা অনেকেই জানেন না এবং তাঁরা সেগুলি প্রতিনিয়ত অনুসরণ করে চলেছেন।

Skin Care Tips: ত্বকের যত্নের ক্ষেত্রে আপনিও এই ভুল ধারণাগুলো পুষে রাখেননি তো?
অনেকেই এই মিথের উপর ভিত্তি করে ত্বকের যত্নের রুটিন অনুসরণ করেন এবং সমস্যার শিকারও হন। Image Credit: istockphoto.com
| Edited By: | Updated on: Mar 14, 2022 | 1:48 PM
Share

মুখের সৌন্দর্য বাড়াতে গেলে প্রথমেই যে বিষয়টি মাথায় আসে তা হল ত্বকের যত্নের (Skin Care) কথা। ত্বকের যত্নের ক্ষেত্রে অনেকেই বিভিন্ন স্কিন কেয়ার পদ্ধতি ব্যবহার করে, যার মধ্যে সবচেয়ে সাধারণ পণ্য হিসাবে রয়েছে ঘরোয়া প্রতিকার (Home Remedies)। বাজারে ত্বকের যত্নের জন্য অনেক পণ্য রয়েছে, যেগুলি ত্বকের উজ্জ্বল বাড়াতে কার্যকর বলে দাবি করা হয়। যেখানে রাসায়নিক পদার্থে তৈরি হওয়ার কারণে অনেক সময় এগুলো মুখের ক্ষতিও করতে পারে। শুধু তাই নয়, মানুষের মধ্যে ত্বক নিয়ে এমন অনেক ভুল ধারণা (Myth about Skin Care) রয়েছে, যার সত্যতা অনেকেই জানেন না এবং তাঁরা সেগুলি প্রতিনিয়ত অনুসরণ করে চলেছেন। এমনকি অনেকেই প্রায়শই এই মিথের উপর ভিত্তি করে ত্বকের যত্নের রুটিন অনুসরণ করেন এবং সমস্যার শিকারও হন।

মিথ ১: শুধু গরমকালে সানস্ক্রিন ব্যবহার করা দরকার

এটি মানুষের মধ্যে ব্যাপকভাবে ছড়িয়ে রয়েছে যে সানস্ক্রিন শুধুমাত্র গ্রীষ্মে ব্যবহার করা উচিত, যদিও এটি একেবারেই নয়। গ্রীষ্মকালের তুলনায় শীত ও বর্ষার আবহাওয়া তুলনামূলকভাবে ভালো থাকে, কিন্তু এর মানে এই নয় যে সূর্যের ক্ষতিকারক রশ্মি আপনার ত্বকের ওপর প্রভাব ফেলে না। ঋতু নির্বিশেষে সানস্ক্রিন ব্যবহার করা উচিত। সানস্ক্রিন সূর্যের ক্ষতিকারক ইউভি রশ্মি থেকে রক্ষা করে। এটি সূর্যের এই ক্ষতিকারক রশ্মি ক্যান্সারের মত মারণ রোগের কোষও তৈরি করতে পারে। তাই বাইরে বের হন কিংবা বাড়ির ভিতরে থাকুন, সকালের স্কিন কেয়ার রুটিনের সানস্ক্রিন অবশ্যই রাখুন।

মিথ ২: অল্প পরিমাণে পণ্য ব্যবহার করা উচিত

এই মিথটিও মানুষের মধ্যে রয়েছে যে ত্বকের যত্নের পণ্যগুলি অল্প পরিমাণে মুখে প্রয়োগ করা উচিত। বিশেষজ্ঞরা বলছেন, সবার মুখের মাপ যে একই রকম তা নয়। অনেক সময় মানুষ বিজ্ঞাপনে অল্প পরিমাণে পণ্য ব্যবহার করে দেখে একই জিনিস অনুসরণ করা শুরু করে। তাঁরা মনে করেন, এটি করলে ত্বকের বর্ণ ভালো হবে। প্রথমত এটা হয় না। ত্বকের বিবর্ণ হওয়ার চেয়েও বড় কথা আপনি নির্ধারিত পরিমাণের চেয়ে একটু বেশি পণ্য ব্যবহার করতে পারেন। এতে সেভাবে কোনও ক্ষতি হয় না।

মিথ ৩: ওয়াইপস ব্যবহার করে মেকআপ অপসারণ

অনেকেই মনে করেন যে ওয়াইপস দিয়ে মেকআপ অপসারণ করা ভাল। যাঁদের পিগমেন্টেশনের সমস্যা রয়েছে, তাঁদের কম পরিমাণে মেকআপ ওয়াইপ ব্যবহার করা উচিত। বিশেষজ্ঞদের মতে, এমনটা করলে ত্বকের আরও ক্ষতি হতে পারে। বিজ্ঞাপনে দেওয়া তথ্যকে সত্য বলে বিবেচনা করে মানুষেরা বেশি পরিমাণে ওয়াইপ ব্যবহার করেন। এমনকি তাঁরা তাঁদের ত্বকের ধরন সম্পর্কেও চিন্তা করেন না।  পিগমেন্টেশনের সমস্যা হলে ওয়াইপসের পরিবর্তে অন্য পদ্ধতিতে মেকআপ অপসারণ করার চেষ্টা করা উচিত।

আরও পড়ুন: উজ্জ্বল ত্বকে পেতে চান? ঘরে তৈরি ফেস স্ক্রাব ব্যবহার করে দেখুন, ফল পাবেন হাতে-নাতে