Atta Face packs: আটা দিয়েই বানিয়ে ফেলুন বিশেষ এই ফেসপ্যাক, ফিরবে ত্বকের লাবণ্য
Skin care: চালগুড়ি, বেসন, ময়দার মত এবার রূপচর্চার কাজেও ব্যবহার করুন আটা। আটা, দুধ আর মধু একসঙ্গে মিশিয়ে নিন। নিয়মিত এই প্যাক ব্যবহার করলে যাবতীয় ময়লা দূর হয়ে যাবে
রুটি, পরোটার পাশাপাশি আটা দিয়েই কিন্তু বানিয়ে নিতে পারেন ফেসপ্যাক। চালগুঁড়ো, ময়দা যেমন রূপচর্চার কাজে ব্যবহার করা হয় তেমনই আটাও কিন্তু দারুণ উপকারী। করিনা কাপুরেরও ভরসা রান্নাঘরে থাকা এই আটা। কিছুদিন আগেই করিনা তাঁর রূপচর্চার টিপস শেয়ার করেছিলেন। সেখানেই তিনি জানান তাঁর আটা দিয়ে রূপচর্চার কথা।
আটার মধ্যে থাকে ভিটামিন বি, ভিটামিন ই, সিলিকল, ক্লোরিন, সালফার, পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, কপার আয়োডিন। এছাড়াও থাকে বেশ কিছু খনিজ লবণ। এছাড়াও আটার মধ্যে প্রচুর পরিমাণ শর্করা, প্রোটিন ইত্যাদি থাকে। নিয়মিত এই প্যাক ব্যবহার করতে পারলে ত্বকের মরা চামড়া উঠে যাবে। ফলে ফিরবে প্রাকৃতিক ঔজ্জ্বল্য়। দেখে নিন আটা দিয়ে কী কী ফেসপ্যাক বানাবেন।
যাঁদের ত্বক তৈলাক্ত প্রকৃতির
তিন চামচ আটা, তিন চামচ গরম দুধ, দু চামচ মধু আর ২ চামচ গোলাপ জল একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এমন ভাবে গুলবেন যাতে ঢেলা না পাকিয়ে না যায়। এবার এই মিশ্রণ ঠান্ডা হলে ভাল করে লাগিয়ে নিন মুখে। শুকিয়ে গেলে ঠান্ডা জলে মুখ ধুয়ে নিন। এতে কিন্তু মুখ থেকে অতিরিক্ত তেল বেরিয়ে যায়। ত্বক ভাল থাকে।
এছাড়াও প্রতিদিন আটা আর দুধ একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে পুরো শরীরে লাগান। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে কিন্তু যাবতীয় ময়লা পরিষ্কার হয়ে যাবে।
যাঁদের ত্বক শুকনো
আটা, মধু, টক দই, কাঁচা হলুদ আর কফি একসঙ্গে মিশিয়ে নিয়ে এই প্যাক বানান। এবার তা মুখে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে ধুয়ে নিন। এতে কিন্তু মুখ ভেতর থেকে ফ্রেশ লাগে। সারাদিন তরতাজা ভাব বজায় থাকে।
যাঁদের ত্বক মিশ্র প্রকৃতির
গোলাপের পাপড়ি আর কমলালেবুর খোসা জলে ভাল করে ফুটিয়ে নিন। এবার গরম চার চামচ দুধের সঙ্গে দু চামচ মধু মিশিয়ে নিন। এবার ওর সঙ্গে গোলাপ আর কমলালেবুর এই মিশ্রণ মিশিয়ে নিন। চার চামচ আটা মেশান। এবার তা মুখে লাগিয়ে রাখুন ২০ মিনিট। শুকিয়ে গেলে ধুয়ে দিন। এতে কিন্তু ত্বক লখুব ভাল থাকে।
এছাড়াও যাঁদের ডার্ক সার্কলের সমস্যা রয়েছে তাঁরা যদি আটা আর ক্যাস্টর অয়েল মিশিয়ে চোখের তলায় লাগাতে পারেন তাহলে কিন্তু ভাল ফল পাবেন।
ফেস পাউডার হিসেবে সহজেই ব্যবহার করতে পারেন আটা। যাঁদের অয়েলি স্কিন তাঁদের জন্য খুব ভালো। দীর্ঘক্ষণ মুখে কোনও অয়েলি ভাব থাকবে না।
মরা চামড়া জমে ত্বক বিবর্ণ হয়ে পড়ে। আর এই সমস্যা থেকে মুক্তি পেতে আটার সাহায্যে বানিয়ে নিতে পারেন স্ক্রাব। মধু অথবা অলিভ অয়েলের সঙ্গে আটা মিশিয়ে তৈরি করে নিন স্ক্রাব। সপ্তাহে দুদিন ব্যবহার করলেই হবে
আরও পড়ুন: Winter hair care: শীতেও চুল অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে? রইল ঘরোয়া কিছু সমাধান…