Winter hair care: শীতেও চুল অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে? রইল ঘরোয়া কিছু সমাধান…

oily hair remedy: অ্যাপেল সিডার ভিনিগার এই রকম চুলের জন্য খুব ভাল। এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে এক মগ জলে মিশিয়ে নিন। শ্যাম্পু করে এই জলে চুল ধুয়ে নিন। খুশকির সমস্যা দূর হয়ে যাবে

Winter hair care: শীতেও চুল অতিরিক্ত তৈলাক্ত হয়ে যাচ্ছে? রইল ঘরোয়া কিছু সমাধান...
দেখে নিন কী ভাবে বানাবেন হেয়ার মাস্ক
Follow Us:
| Edited By: | Updated on: Dec 07, 2021 | 8:34 PM

শীতকালে ত্বকের পাশাপাশি চুলেরও যত্ন নেওয়া প্রয়োজন। শীতে এমনিই ত্বক শুষ্ক হয়ে যায়। হারিয়ে যায় প্রাকৃতিক আর্দ্রতাও। কিন্তু অনেকেই শীতে তৈলাক্ত চুলের সমস্যায় ভোগেন। চুল এমন ভাবে পেতে বসে যায় যে কোনও ভাবেই তা ম্যানেজ করা যায় না। এছাড়াও শীতে প্রতিদিন শ্যাম্পু করার সময়ও থাকে না। ফলে চুল তেলতেলে হয়ে যায়। তবে চুলের যে কোনও সমস্যায় কিন্তু আগে জোর দিন ডায়েটে। পুষ্টিকর খাবার খেলে কিন্তু চুলের অনেক রকম সমস্যা দূর হয়ে যায়।

তবে অতিরিক্ত চিন্তা, ঘুম না হলে কিন্তু চুল ঝরে যায়। সেই সঙ্গে তেলতেলেও হয়ে যায়। তবে অতিরিক্ত শ্যাম্পু করলেও কিন্তু চুল তেলতেলে হয়ে যায় অনেকসময়। এছাড়াও যাঁদের খুশকির সমস্যা রয়েছে তাঁদেরও কিন্তু চুলে তেলের ভাব বেশি থাকে। আর চুলের অতিরিক্ত তেলতেলে ভাব থেকে আসে নানা রকম ছত্রাকের সংক্রমণ। সেই সঙ্গে মাথায় চুলকানি, অ্যালার্জির মত সমস্যাও আসে। আর তাই এই তেলতেলে ভাব ঠেকাতে ব্যবহার করুন কিছু ঘরোয়া টোটকা

চুলের জন্য নারকেল তেল যেমন ভাল তেমনই নারকেলের দুধও উপকারী। নারকেলের দুধের সঙ্গে লেবুর লরস, পাঁচ ফোঁটা ল্যাভেন্ডার অয়েল মিশিয়ে মাথায় মাখুন। ৫ ঘন্টা রেখে তারপর ধুয়ে ফেলুন।

শ্যাম্পুর পর অবশ্যই কন্ডিশনার ব্যবহার করুন। যে রকমই চুল হোক না কেন কন্ডিশনার কিন্তু সকলেরই ব্যবহার করা উচিত। কখনই মাথার স্ক্যাল্পে কিন্তু কন্ডিশনার লাগাবেন না। এতে সমস্যা আরও বেশি বাড়ে। কেরাটিন শ্যাম্পু এবং মাস্ক কিন্তু চুলের জন্য সবচেয়ে উপকারী। তবে অতিরিক্ত কেমিক্যাল যুক্ত শ্যাম্পু কিন্তু কখনই ব্যবহার করবেন না।

পেয়াঁজ থেঁতো করে চুলে লাগান। চুলের জন্য খুবই ভাল পেঁয়াজ। পেঁয়াজ সিদ্ধ করে চটকে নিন। এবার ওর সঙ্গে কয়েক ফোঁটা নারকেল তেল মিশিয়ে মাথায় মালিশ করুন ৩০ মিনিট রেখে ভাল করে শ্যাম্পু করে নিন। এতেও কিন্তু ভাল কাজ হবে।

জবাফুল, মেথি, নারকেল তেল ভাল করে ফুটিয়ে ছেঁকে নিন। এবার ওই তেল ঠান্ডা করে ওর মধ্যে ইলাং ইলাং তেল মিশিয়ে নিন। এবার এই তেল মাথায় ম্যাসাজ করে ৩০ মিনিট রেখে দিন। এরপর শ্যাম্পু করুন। সপ্তাহে একদিন এই টোটকা ব্যবহার করলে ভাল ফল পাবেন।

এক চামচ মেথি আগের দিন রাতে জলে ভিজিয়ে রাখুন। পরের দিন ওই জল ছেঁকে নিয়ে লেবুর রস মিশিয়ে নিন। পরদিন সকালে মাথায় লাগিয়ে নিয়ে ৪০ মিনিট রাখুন। এরপর শিকাকাই বা হার্বাল শ্যাম্পু দিয়ে মাথা ধুয়ে নিন। সপ্তাহে দুদিন এই টোটকা ব্যবহার করতে পারলে উপকার পাবেন।

এক চামচ জল আর ১০ ফোঁটা টি ট্রি অয়েল একসঙ্গে মিশিয়ে নিন। ভাল করে ম্যাসেজ করুন ৩০ মিনিট। এরপর শ্যাম্পু করে চুল ধুয়ে নিন।

যাঁদের অতিরিক্ত তৈলাক্ত চুল তাঁরা তেলের ব্যবহার থেকে দূরে থাকুন। অ্যাপেল সিডার ভিনিগার এই রকম চুলের জন্য খুব ভাল। এক চামচ অ্যাপেল সিডার ভিনিগার নিয়ে এক মগ জলে মিশিয়ে নিন। শ্যাম্পু করে এই জলে চুল ধুয়ে নিন। নিয়মিত করতে পারলে উপকার পাবেন।