AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uluberia: হঠাৎ খাল-বিল সব লাল হয়ে যাচ্ছে, পা দিলেই জ্বলে যাচ্ছে শরীর

Uluberia: গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। একাধিকবার জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।

Uluberia: হঠাৎ খাল-বিল সব লাল হয়ে যাচ্ছে, পা দিলেই জ্বলে যাচ্ছে শরীর
এভাবেই লাল হয়ে যাচ্ছে জলImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Dec 27, 2024 | 4:11 PM
Share

উলুবেড়িয়া: এলাকার খাল, পুকুর সব একে একে লাল হয়ে যাচ্ছে। বদলে যাচ্ছে দলের রঙ। আর তাতে স্পর্শ করলেই জ্বলে যাচ্ছে শরীর, দেখা দিচ্ছে ঘা। সেই ঘা সারছেও না সহজে। গ্রামের এই পরিস্থিতিতে রীতিমতো আতঙ্কিত এলাকাবাসী। এই অবস্থা থেকে যাতে দ্রুত মুক্তি পাওয়া যায়, সেই আবেদনই করছেন তাঁরা। উলুবেড়িয়ার আমড়াবেড়িয়া গ্রামের ঘটনা।

অভিযোগ, রাতের অন্ধকারে ট্যাঙ্কার থেকে কেমিক্যাল মিশ্রিত জল ফেলা হচ্ছে বলে এলাকার জলে। উলুবেড়িয়া শিল্প তালুকের জাতীয় সড়কের ধারে নয়নজুলিতে সেই রাসায়নিক মিশে যাচ্ছে বলে অভিযোগ। সেই জল ছড়িয়ে পড়েছে উলুবেড়িয়া আমড়াবেড়িয়া গ্রামের খাল পুকুর সহ চাষের জমিতে। ফলে চাষের জমি মাঠ পুকুর ও খালের জল লাল হয়ে যাচ্ছে।

এমনকী গ্রামের টিউবওয়লের জলেও মিশছে এই কেমিক্যাল। ফলে মিষ্টি জলের পরিমাণ কমছে। পানীয় জলই বা কোথায় পাবেন গ্রামবাসীরা! এই কেমিক্যাল মিশ্রিত জলের ফলে যেমন পুকুরের মাছ মারা যাচ্ছে, তেমনই মানুষের শরীরে দেখা দিচ্ছে চর্ম রোগ।

গ্রামবাসীদের অভিযোগ, বারবার প্রশাসনকে বিষয়টি জানানো হলেও কোনও লাভ হয়নি। একাধিকবার জল পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। যদিও জোয়ারগড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শম্পা দাস জানান, গ্রামবাসীদের তরফ থেকে লিখিত কোনও অভিযোগ জানানো হয়নি, তবে তিনি শুনেছেন এই কেমিক্যালের সঙ্গে জল মিশে এলাকায় ক্ষতি হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে ব্যবস্থা নেওয়া হবে বলে উল্লেখ করেছেন তিনি। তবে আপাতত গ্রামবাসীরা রীতিমতো আতঙ্কে।