Hair Conditioner: চুল ভাল রাখতে কন্ডিশনারের ব্যবহার আবশ্যক, বাড়িতে বসেই তৈরি করে নিন রকমারি কন্ডিশনার…
কন্ডিশনার চুলকে সফট ও শাইনি রাখতে সাহায্য করে। আর সেটা যদি বাড়ির তৈরি খাঁটি উপাদান হয়, তাহলে তো অসাধারণ। রান্নাঘরের খুব সহজ কিছু উপাদান আপনার চুলকে অসাধারণ কন্ডিশনিং করতে পারে।
শ্যাম্পু করার পর কন্ডিশনার অবশ্যই করতে হয়। কন্ডিশনার চুলের পি এইচ ব্যাল্যান্সকে ঠিক রাখে। কন্ডিশনার চুলকে সফট ও শাইনি রাখতে সাহায্য করে। আর সেটা যদি বাড়ির তৈরি খাঁটি উপাদান হয়, তাহলে তো অসাধারণ। রান্নাঘরের খুব সহজ কিছু উপাদান আপনার চুলকে অসাধারণ কন্ডিশনিং করতে পারে। কীভাবে বানাবেন জেনে নিন…
দই ও ডিমের কন্ডিশনার:
উপকরণ:
• একটা ডিম • ৫ থেকে ৬ চামচ দই
পদ্ধতি:
• একটা ডিমের সাদা অংশ নিন। কুসুমটা আলাদা রেখে দিন। • ভাল করে ফেটিয়ে নিন ডিমের সাদা অংশ এবার এতে দই মেশান। ভাল করে মেশান যাতে একটা স্মুদ মিশ্রণ তৈরি হয়। • এটা চুলে হালকা ম্যাসাজ করে করে লাগান। • শ্যাম্পু করার ঠিক ১৫ মিনিট আগে এই কন্ডিশনার লাগান। • ১৫ মিনিট পর চুল ধুয়ে শ্যাম্পু করে নিন। • সপ্তাহে দু’দিন করুন টানা একমাস।
ডিম ও অলিভ তেল:
এই কন্ডিশনার চুলকে কন্ডিশনিং তো করবেই সাথে, চুলের ময়েশ্চারকেও ধরে রাখবে। চুলকে সাইনি রাখতে সাহায্য করবে।
উপকরণ:
• একটা ডিমের কুসুম • ২ চামচ অলিভ তেল • কিছুটা জল
পদ্ধতি:
• ডিমের কুসুম ভাল করে ফেটিয়ে নিন। • এবার দিন অলিভ তেল। একটু জল দিন। এতে ব্লেন্ড করতে সুবিধা হবে। • এবার এই স্মুদ মিশ্রণটা পুরো চুলে লাগান। • গোসলের আধ ঘণ্টা আগে এ মিশ্রণটা লাগান তারপর কোনও মাইলড শ্যাম্পু দিয়ে চুল ধুয়ে ফেলুন। তবে গরম জলে চুলে ব্যবহার করবেন না।
সিয়া বাটার,অ্যালোভেরা ও অলিভ তেল কন্ডিশনার:
সিয়া বাটারে আছে গুরুত্বপূর্ণ ফ্যাটি অ্যাসিড। যেটা চুলে পুষ্টি যোগায়, তার সাথে চুলকে অসাধারণ কন্ডিশনিং করে। নয়তো ব্যবহার করুণ সিয়া বাটার না হলে ব্যবহার করুণ অ্যালোভেরা। যেকোনো একটির সঙ্গে অলিভ তেল। অ্যালোভেরাও চুলকে কন্ডিশনিং করে। সাথে স্কাল্পের ফাঙ্গাল ইনফেকশন রোধ করতেও সাহায্য করে।
উপকরণ:
• ১ চামচ সিয়া বাটার • অথবা ১ চামচ অ্যালোভেরা জেল • ২ চামচ অলিভ তেল
পদ্ধতি:
• সিয়া বাটার একটু গরম করে নিন। যাতে একটা সুন্দর স্মুদ পেস্ট আসে। • এরপর এতে মেশান অলিভ তেল। • এবার এই পেস্টটা চুলে লাগান। • এটা শ্যাম্পুর পরও লাগাতে পারেন। • ২০ থেকে ২৫ মিনিট রাখুন। তারপর ধুয়ে ফেলুন।
আরও পড়ুন: Post-Covid Hair Fall: করোনা হওয়ার পর অঝোরে চুল ঝরছে! চুল পড়া রোধ করার সহজ ও ঘরোয়া টিপস দেওয়া রইল…
আরও পড়ুন: Coconut Oil: শীতে আপনার ত্বকের কোমলতা বজায় রাখবে এই একটি মাত্র উপাদান! দেখে নিন কীভাবে ব্যবহার করবেন