Hair Fall Prevention: চুল পড়া আটকাতে চান? তাহলে চুলকে এই উপায়ে বেঁধে রাখা শুরু করুন…

TV9 Bangla Digital | Edited By: শোভন রায়

Oct 02, 2021 | 1:28 PM

চুলের নিয়মিত যত্ন চুলকে সাময়িক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। চুল বেঁধে রাখলে তা বৃষ্টি বা রোদের সরাসরি তাপ থেকে চুলকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারে।

Hair Fall Prevention: চুল পড়া আটকাতে চান? তাহলে চুলকে এই উপায়ে বেঁধে রাখা শুরু করুন...

Follow Us

আমাদের চুল আমাদের ত্বকের মতোই সংবেদনশীল। তাই, চুলের জন্য লাগাতার যত্ন এবং সুরক্ষা প্রয়োজন। চুলের যত্নের জন্য সর্বোত্তম উপায় হল তাদের বেঁধে রাখা, যা পরে গিয়ে চুল পড়া রোধে সাহায্য করে। শুধুমাত্র চুলের যত্নের প্রোডাক্ট নয়, রাবার ব্যান্ডের উপরও গুরুত্ব দিন। এটা আপনার চুলের অবস্থার উপর একটি বিশাল প্রভাব ফেলে। বেঁধে রাখার সময়, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে নিয়মিত ইলাস্টিক রাবার দিয়ে চুল বাঁধলে তা চুলের ক্ষতি করে। এত চুলের বৃদ্ধিও ক্ষতিগ্রস্ত হয়। এই ক্ষতিকারক রাবারের পরিবর্তে আপনি কাপড়ের স্ক্রঞ্চি, স্কার্ফ বা অন্যান্য আইটেম ব্যবহার করতে পারেন। 

আপনার চুল বাঁধা কি ভাঙ্গন থেকে রক্ষা করে?

আপনার চুল বেঁধে রাখা উপকারী হলেও, সঠিক রাবার ব্যান্ড নির্বাচন করা সমান গুরুত্বপূর্ণ। আপনি চুলের যা-ই ব্যান্ড ব্যবহার করুন না কেন, তারা সব সময় চুল টানতে থাকে। স্ক্রঞ্চিগুলি হল ফ্যাব্রিক দিয়ে মোড়া ইলাস্টিক ব্যান্ড। এতে চুলে জট বাঁধবে না বা আপনার চুল ছিঁড়ে যাবে না। সত্যি কথা বলতে গেলে, স্ট্যান্ডার্ড চুল বাঁধার পদ্ধতিগুলোর সঙ্গে তুলনা করলে, স্ক্রঞ্চিগুলি আপনার চুলের জন্য সত্যিই অত্যন্ত আরামদায়ক। 

চুল পড়া রোধ: চুল বাঁধার সময় বিভিন্ন স্টাইল নিয়ে পরীক্ষা নিরীক্ষা করুন

আপনার চুল খোলা রাখা আপনার কাছে একটা দারুণ স্টাইল মনে হতেই পারে। তবে এটি প্রায়ই চুল পড়ার জন্য দায়ী হল। চিন্তার বিশেষ কোনও কারণ নেই। আজকাল বাজারে অসংখ্য হেয়ারডোস এবং আনুষাঙ্গিক জিনিস পাওয়া যায়। যা আপনাকে আপনার চেহারার একঘেয়েমি থেকে বেরিয়ে আসতে সাহায্য করতে পারে। এরই পাশাপাশি আপনার চুল পড়ে যাওয়াও নিয়ন্ত্রণে রাখে। স্লাইকড-ব্যাক পনি, আলগা ডাচ বিনুনি, ফরাসি বিনুনি, মসৃণ শীর্ষ গিঁট বান থেকে শুরু করে আধুনিক নানান রকমের বান আপনার চুলকে সুরক্ষিত রাখার পাশাপাশি সুসজ্জিতও করে। প্রতিটি চুলের দৈর্ঘ্য এবং প্রকারের জন্য বিভিন্ন বিনুনিযুক্ত এই পনিটেল অনায়াসেই আপনার স্টাইল স্টেটমেন্টকে বদলে দিতে পারে।

আপনি যতই চেষ্টা করুন না কেন, চুলের একটা খারাপ দিন সবসময় আপনার নিয়ন্ত্রণে থাকে না। তাই, চুলের নিয়মিত যত্ন চুলকে সাময়িক বড় ক্ষতির হাত থেকে রক্ষা করতে পারে। চুল বেঁধে রাখলে তা বৃষ্টি বা রোদের সরাসরি তাপ থেকে চুলকে কিছুটা হলেও সুরক্ষিত রাখতে পারে।

আরও পড়ুন: Skincare for Men: উত্‍সবের দিনগুলিতে মুখে গ্লোয়িং-ভাব আনবেন কীভাবে? পুরুষদের জন্য রইল কিছু সহজ টিপস!

আরও পড়ুন: Korean Skin Care Routine: কোরিয়ান স্কিন কেয়ার রুটিনের এই ৬ টি ধাপ মেনে চললেই পাওয়া যাবে উজ্জ্বল, সতেজ ত্বক…

আরও পড়ুন: Skin Care for Festival Season: উত্‍সবের মরসুমে ত্বকের যত্ন নেওয়ার সহজ টিপস শেয়ার ত্বক বিশেষজ্ঞদের!

Next Article