Almond Oil: জেল্লা হারিয়েছে ত্বক? এভাবে ব্যবহার করুন বাদামের তেল
Skin Care: ফেস ক্লিনজার হিসেবেও বাদাম তেল ব্যবহার করতে পারেন। এ জন্য বাদাম তেলে কিছু এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার, বাদাম তেল এবং এসেনশিয়াল অয়েলের মিশ্রণ মুখে লাগান। এতে তেল সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হবে। ফলে আপনার মুখ পরিষ্কার এবং চকচকে দেখাতে শুরু করবে।

উজ্জ্বল সুন্দর ত্বক পেতে কে না চায় বলুন তো! তবে এমনি-এমনি এই স্বপ্ন পূরণ হওয়া সম্ভব নয়। তার জন্য নিতে হবে সঠিক যত্ন। তার জন্য যে সবসময় বাজার চলতি নামীদামি জিনিসই ব্যবহার করতে হবে এমনটা নয়। চাইলে ঘরে তৈরি জিনিসও ব্যবহার করে, ত্বকের জেল্লা ফেরাতেই পারেন। এক্ষেত্রে আপনাকে সাহায্য করতে পারেন বাদাম তেল। ভিটামিন ই সমৃদ্ধ বাদাম তেল ত্বকের জন্য দারুণ উপকারী। ত্বকের হাজার সমস্যা থেকে মুক্তি পেতে পারেন এই তেলের গুণে।
ত্বকের যত্নে নিয়মিত বাদাম তেল ব্যবহার করলে আপনি ডার্ক সার্কেল, ত্বকের কালো দাগ ছোপ, ত্বকে শুষ্কতার সমস্যার মতো নানা সমস্যা থেকে মুক্তি দিতে সাহায্য করে। ন। আসুন জেনে নেওয়া যাক ত্বকের যত্নে কীভাবে কাজে লাগাবেন ভিটামিন ই তেল..
মেকআপ তুলতে: মেকআপ তুলতে বাদামের তেল ব্যবহার করতে পারেন। এর জন্য আঙুলে বাদামের তেল লাগিয়ে মুখে আলতো করে ম্যাসাজ করুন। তারপর হালকা গরম জলে তুলো ভিজিয়ে মুখ ভাল করে মুছে নিন। এতে মেকাআপও উঠে যাবে আর ত্বকও উজ্জ্বল হবে।
ফেস ক্লিনজার তৈরি করুন: ফেস ক্লিনজার হিসেবেও বাদাম তেল ব্যবহার করতে পারেন। এ জন্য বাদাম তেলে কিছু এসেনশিয়াল অয়েল মিশিয়ে নিন। এবার বাদাম তেল এবং এসেনশিয়াল অয়েলের মিশ্রণ মুখে লাগান। এতে তেল সম্পূর্ণরূপে ত্বকে শোষিত হবে। ফলে আপনার মুখ পরিষ্কার এবং চকচকে দেখাতে শুরু করবে।তবে এটি ব্যবহার করার আগে একটি প্যাচ পরীক্ষা করুন এবং কোনও প্রতিক্রিয়া না হলেই মুখে এই প্রতিকারটি প্রয়োগ করুন।
বাদাম তেল দিয়ে ময়েশ্চারাইজার তৈরি করুন: বাদাম তেল ত্বকের জন্য অন্যতম সেরা ময়েশ্চারাইজিং এজেন্ট।ময়েশ্চারাইজার হিসেবে বাদাম তেলও ব্যবহার করতে পারেন। এজন্য প্রথমে মুখ ধুয়ে নিন। তারপর তোয়ালে দিয়ে মুখ মুছে নিন। এবার আঙুলের সাহায্যে মুখে বাদাম তেল লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে ত্বকের মৃত কোষ দূর হবে এবং আপনার ত্বকও উজ্জ্বল হবে।
