Blackheads Removal Tips: ব্ল্যাকহেড দূর করার জন্য স্ট্রিপ তৈরি করুন বাড়িতেই!

TV9 Bangla Digital | Edited By: megha

Oct 15, 2021 | 4:33 PM

এই পরিস্থিতিতে অনেক সময় মহিলারা ব্ল্যাকহেডস অপসারণের প্রক্রিয়ায় তাঁদের নাকে আঘাত করে ফেলেন। যদি এর জন্য একটি ব্ল্যাকহেড অপসারণ স্ট্রিপ ব্যবহার করেন তবে সহজেই এই ব্ল্যাকহেডের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এবং আপনি সহজেই প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়িতে এই অপসারণ স্ট্রিপ প্রস্তুত করতে পারেন।

Blackheads Removal Tips: ব্ল্যাকহেড দূর করার জন্য স্ট্রিপ তৈরি করুন বাড়িতেই!

Follow Us

প্রত্যেক মহিলাই চায় তাঁর মুখ উজ্জ্বল হোক। এর জন্য আজকাল বাজারে অনেক ধরনের রেডিমেড পণ্য ও প্রসাধনী পাওয়া যায়। কিন্তু দৈনন্দিন জীবনে ব্যস্ত থাকার কারণে, মহিলারা ত্বকের যত্নের জন্য খুব বেশি সময় পান না। দৈনন্দিন মেকআপ সঠিকভাবে পরিষ্কার করতে না পারার কারণে এবং মুখ সঠিকভাবে পরিষ্কার না করার কারণে, ব্ল্যাকহেডগুলি নাকে জমতে শুরু করে, যা মুখের সৌন্দর্য নষ্ট করে। যদিও এই সৌন্দর্যের খুঁতগুলির প্রতি মহিলাদের মনোযোগ কম।

আপনি যদি পার্লারে ফেসিয়াল বা ক্লিনজিং করেন এবং তার পরে, ব্ল্যাকহেডগুলি আলাদাভাবে অপসারণ করা হয় না, তবে এর কারণে মুখের বাকি অংশ উজ্জ্বল থাকা সত্ত্বেও নাকের অংশে কোনও সৌন্দর্য লক্ষ্য করা যায় না। আসলে কালো দাগের মত দৃশ্যমান ব্ল্যাকহেডগুলি অপসারণ করাও এত সহজ নয়।

এই পরিস্থিতিতে অনেক সময় মহিলারা ব্ল্যাকহেডস অপসারণের প্রক্রিয়ায় তাঁদের নাকে আঘাত করে ফেলেন। যদি এর জন্য একটি ব্ল্যাকহেড অপসারণ স্ট্রিপ ব্যবহার করেন তবে সহজেই এই ব্ল্যাকহেডের সমস্যা থেকে রেহাই পাওয়া যায়। এবং আপনি সহজেই প্রাকৃতিক জিনিস দিয়ে বাড়িতে এই অপসারণ স্ট্রিপ প্রস্তুত করতে পারেন।

এই ধরণের স্ট্রিপ ব্যবহারের দ্বিগুণ সুবিধা হল এটি আপনার অর্থ সাশ্রয় করে, এটি সম্পূর্ণ বিশুদ্ধ এবং আপনার ত্বক প্রাকৃতিক উজ্জ্বলতা ফিরে পায়। তাহলে চলুন দেখা যাক, বাড়িতে কীভাবে তৈরি করবেন ব্ল্যাকহেড অপসারণ স্ট্রিপ।

ব্ল্যাকহেড অপসারণ করার জন্য আপনি চিনির স্ট্রিপ সহজেই বাড়িতে তৈরি করতে পারেন। এর জন্য আপনার জন্য তিন চামচ চিনি, দু চামচ মধু এবং এক চামচ লেবুর রস। তিন চামচ চিনি, দু চামচ মধু এবং এক চামচ লেবুর রসকে এক সঙ্গে মিশিয়ে নিয়ে কম আঁচে গরম করে নিন। যখন চিনি গলে যাবে এবং তিনটি উপাদানেক সঙ্গে মিশিয়ে যাবে তখন গ্যাস বন্ধ করে দিন। এরপরে এতে ২ থেকে ৩ চামচ গ্লিসারিন যোগ করুন এবং ভাল করে মিশিয়ে।

এর পরে এই মোটা মিশ্রণটি আপনার নাকের ওপর প্রয়োগ করুন। নাকের আশে পাশের অংশেও এই মিশ্রণটি প্রয়োগ করতে ভুলবেন না যেন। এরপর ২০ মিনিট মিশ্রণটি ওই ভাবেই নাকের ওপর রেখে দিন। এরপর শুকিয়ে গেলে টেনে তুলে ফেলুন এবং নিজেই দেখতে পাবেন যে ব্ল্যাকহেড অপসারণ হয়ে গেছে। মধু ও গ্লিসারিনের মিশ্রণ থাকায় সহজেই ব্ল্যাকহেড অপসারণ হয়ে যাবে। তার সঙ্গে নাকের মধ্যে জমা ধুলো বালির কণাও দূর হয়ে যাবে।

আরও পড়ুন: জানতে চান কোন স্যাঁলোতে যান আপনাদের প্রিয় তারকারা? রইল তালিকা

আরও পড়ুন: ত্বককে সতেজ রাখতে নিম-মালাইয়ের পেস্ট ব্যবহার করেন মৌনি রায়! আপনার জন্য কি উপযুক্ত?

Next Article