AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Potato for Dark Spot: মুখে কালচে দাগ ক্রিমে যাচ্ছে না? ত্বকের আলু ঘষতে পারেন এভাবে

Home Remedies for Pigmentation: পিগমেন্টেশন খুব সাধারণ একটি ত্বকের সমস্যা। যখন ত্বকে অতিরিক্ত পরিমাণে মেলানিন উৎপন্ন হয়, তখন সেই অংশ কালো হয়ে যায়। এসব দাগছোপ স্কিন হোয়াইটনিং ক্রিম মেখে দূর করা যায় না। বরং, এক্ষেত্রে কাজে আসতে পারে আলু।

Potato for Dark Spot: মুখে কালচে দাগ ক্রিমে যাচ্ছে না? ত্বকের আলু ঘষতে পারেন এভাবে
| Edited By: | Updated on: Jul 23, 2023 | 8:17 AM
Share

মুখের উপর দাগছোপ কারওই ভাল লাগে না। সৌন্দর্য ও নিখুঁত ত্বকের পথে বাধা হয়ে দাঁড়ায় পিগমেন্টেশন। কিন্তু সমস্যা হল, কালচে দাগছোপ স্কিন হোয়াইটনিং ক্রিম মেখে দূর করা যায় না। বরং, দাগছোপ দূর করতে কাজে আসতে পারে আলু। রূপচর্চার দুনিয়ায় আলুর ব্যবহার খুব বেশি নেই। কিন্তু আলুর মধ্যে থাকা ভিটামিন, মিনারেল ও এনজাইম পিগমেন্টেশনের সঙ্গে লড়াই করে ত্বকের দাগছোপ দূর করতে সাহায্য করে।

পিগমেন্টেশন খুব সাধারণ একটি ত্বকের সমস্যা। যখন ত্বকে অতিরিক্ত পরিমাণে মেলানিন উৎপন্ন হয়, তখন সেই অংশ কালো হয়ে যায়। এই দাগছোপের পিছনে সূর্যের ক্ষতিকারক রশ্মি, হরমোনের ভারসাম্যহীনতা, বয়স, ব্রণ বা প্রদাহ দায়ী থাকতে পারে। কিন্তু এই পিগমেন্টেশন নিয়ে খুব বেশি চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। সঠিক উপায়ে মুখে আলু ব্যবহার করলে পিগমেন্টেশন বা দাগছোপ সহজেই দূর হয়ে যাবে।

পিগমেন্টেশনের সমস্যায় ত্বকে যেভাবে আলু ব্যবহার করবেন-

আলুর রস- দাগছোপ দূর করতে আপনি আলুর রস ব্যবহার করতে পারেন। এটা সবচেয়ে সহজ উপায়। আলুর খোসা ছাড়িয়ে ভাল করে ধুয়ে নিন। আলু মিক্সিতে দিয়ে পেস্ট বানিয়ে নিন। এবার সেই পেস্ট থেকে রস বের করে নিন। এবার এই আলুর রসে তুলোর বল ডুবিয়ে লাগিয়ে নিন ত্বকের উপর। ১৫-২০ মিনিট অপেক্ষা করে ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। আপনি একদিনে একাধিক বার এই উপায়ে আলুর রস ব্যবহার করতে পারেন। তবেই আপনার মুখ থেকে কালচে দাগ উধাও হবে।

আলুর স্লাইস- গোল গোল করে আলু কেটে নিন। খুব বেশি মোটা বা খুব বেশি পাতলা করে কাটবেন না। এবার এই আলুর টুকরোগুলো নিয়ে মুখে উপর ঘষতে থাকুন। যেসব জায়গায় কালো দাগছোপ রয়েছে সেখানে ঘষে নিন আলুর স্লাইস। আলুর রসটা মুখে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করবেন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন। দিনে দু’বার এই উপায়ে মুখে আলুর টুকরো ঘষে নিন। এতেই পিগমেন্টেশনের সমস্যা পালাবে।

আলু ও লেবুর মাস্ক- আলুর ফেসপ্যাক ব্যবহার করতে পারেন আপনি। মিক্সিতে আলু দিয়ে তার পেস্ট বানিয়ে নিন। সেখান থেকে রস ছেঁকে নিন। আলুর রসের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণে তুলোর বল ডুবিয়ে মুখে লাগিয়ে নিন। ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে নিন। তারপর ময়েশ্চারাইজার মেখে নিন। ভাল ফলাফল পাওয়ার জন্য আপনি এই ফেসমাস্কটি সপ্তাহে ২-৩ বার ব্যবহার করতে পারেন।