Diwali 2021: আলোর উত্‍সবে পছন্দের তারকার মতো উজ্জ্বল থাকতে চান? মেনে চলুন এই বিউটি টিপসগুলি

প্রদীপ ও নানারকম আলোর রোশনাই দিয়ে গোটা ঘর-বাড়ি সাজিয়ে রাখি। তেমনি ,সুন্দর আভার জন্য ত্বকেরও খেয়াল রাখা সমান গুরুত্বপূর্ণ।

Diwali 2021: আলোর উত্‍সবে পছন্দের তারকার মতো উজ্জ্বল থাকতে চান? মেনে চলুন এই বিউটি টিপসগুলি
প্রিয়াংকা চোপড়া জোনাস
Follow Us:
| Edited By: | Updated on: Oct 28, 2021 | 4:57 PM

দোরগোড়ায় দীপান্বিতা উত্‍সব। আলোর উত্‍সব। গোটা বাড়ি যখন আলোর সাজে সেজে উঠবে তখন ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধির জন্য আপনি কী করছেন? যে কোনও উত্‍সবেই ফ্যাশনেবল পোশাককেই ট্রেন্ড বলে ধরে নেওয়া হয়। এ বছরও তাই। প্রদীপ ও নানারকম আলোর রোশনাই দিয়ে গোটা ঘর-বাড়ি সাজিয়ে রাখি। তেমনি ,সুন্দর আভার জন্য ত্বকেরও খেয়াল রাখা সমান গুরুত্বপূর্ণ।

মানসিক চাপ-মুক্ত জীবন ছেড়ে আনন্দময় মনোভাবের ফলে ত্বকের আপনাআপনি আভা তৈরি হয়। আর সেই আভা যেন এই দীপাবলির দিন তা আরও সুন্দর করে ফুটে ওঠে, তা খেয়াল রাখা দরকার। সৌন্দর্য বজায় রাখতে নিয়মিত রুটিন মেনে চলা জরুরি। দীপাবলির পার্টির আগে ত্বকের জন্য অপরিহার্য কিছু টিপস দেওয়া হল, তা ফলো করলেই মিলবে ফল।

আসন্ন দীপাবলিতে উজ্জ্বল ত্বকের জন্য জরুরি টিপস…

ত্বক পরিস্কার করুন- প্রতিদিন সাবান বা জল ব্যবহার করবেন না। দীপাবলির আগে মধু, চন্দন বা গোলাপ জলের মতো প্রাকৃতিক পণ্য ব্যবহার করে ত্বককে পরিস্কার করুন। এই উপাদানগুলি ত্বককে খালি কোমলই করে রাখবে তা নয়, উজ্জ্বলতাও বাড়িয়ে তুলবে।

ভাল করে স্ক্রাব করুন- স্ক্রাবিংয়ের ফলে ত্বক থেকে সমস্ত ধুলো-ময়লা দূর হয়ে যায়। চেহারা আসে নতুন ঝলক। কফি বা ওটস ব্যবহার করে বাড়িতেই স্ক্রাবার তৈরি করুন। সর্বোচ্চ পরিমাণে মৃততেবক বের করে আনতে আপনার মুখের ত্বকের জন্য ব্যবহার করুন। মুখের ত্বক ও শরীরকে সতেজ করতে সাহায্য করে।

ডার্ক সার্কেগুলো দূর করুন- চাপযুক্ত জীবনযাপনের কারণে প্রায়শই চোখের নীচে কালো বৃত্তাকার তৈরি হয়। পার্টিতে বা সেলফি তোলার সময় তা ভয়ংকর হয়ে ওঠে। ডার্ক সার্কেল হঠাতে ভিটামিন সি বা কে সিরাম রোজ রাতে চোখের নীচে তিন থেকে পাঁচ মিনিটের জন্য মাসাজ করুন। ভাল ফল পাবেন। আবার শসার টুকরো চোখেপ উপর ১৫-২০ মিনিটের জন্য রেখে দিন। কালো দাগ উঠে গিয়ে সতেজ ও কোমল হয়ে ওঠে।

ঘরোয়া ফেস প্যাক তৈরি করুন- হলুদ, বেসন বা মধু ব্যবহার করে বাড়িতে একটি দুরন্ত ফেসপ্যাক তৈরি করুন। তাজা ও উজ্জ্বল ত্বকের জন্য দিনে একবার করে ব্যবহার করুন। নিম পাতা বা হলুদ দিয়ে তৈরি একটি ফেসপ্যাক ব্রণ ও দাগ দূর করতে পারে। ব্রণর দাগ, কালো দাগ দূর করে। কুঁচকে যাওয়া ত্বকের উপশমও হয় এতে।

সঠিক মেকআপ- ত্বকের ধরন এবং উপযুক্ত হচ্ছে কিনা, তা দেখেই মেকআপ প্রোডাক্ট ব্যবহার করা উচিত। মোট কথা হল সঠিক মেকআপেই ফুটে ওঠে ত্বকের আসল উজ্জ্বলতা। ত্বকের ধরন, আবহাওয়ার অবস্থা সব দিক খতিয়ে দেখা উচিত। বাইরে ঠান্ডা থাকলে ফেস অয়েল বা ময়েশ্চারাইজিং ক্রিম ব্যবহার করুন।

আরও পড়ুন: Cosmetic Tattoos: কসমেটিক ট্যাটু কী? বিউটি ইন্ডাস্ট্রির নয়া ট্রেন্ড নিয়ে রইল কিছু জরুরি তথ্য