Hair Removal: আপার লিপ করতে আর পার্লারে নয়, বাড়িতেই সাফ হবে মুখের অবাঞ্ছিত লোম, রইল উপায়
Peel Off Mask: গ্যাস থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। এবার মুখ ভাল করে পরিষ্কার করুন। মুখে যেন কোনো ক্রিম, মেকআপ বা তেল না লেগে থাকে। মুখ ভাল করে মুছে কাঠের চামচের সাহায্যে পরিষ্কার মুখে লাগিয়ে নিন এই মাস্ক। মুখে ভাল করে শুকিয়ে গেলে উল্টো দিকে টেনে তুলে ফেলুন।

শরীরের বিভিন্ন অংশে অবাঞ্ছিত লোম দেখা যায়। যা অনেকসময়ই অস্বস্তির কারণ হয়ে ওঠে। বিশেষ করে মুখ এবং ঠোঁটের উপরের অংশে। অনেক মহিলাই অবাঞ্ছিত লোম দূর করার জন্য রেজ়র ব্যবহার করেন, যা লোমের বৃদ্ধি কমানোর পরিবর্তে আরও বাড়িয়ে দেয়। কেউ-কেউ আবার ওয়াক্সিং করান। যা ত্বকের জন্য মোটেই ভাল নয়। তাই এসব না করে জেনে নিন কিছু সহজ উপায়, যার দ্বারা দূর হবে লোমের সমস্যা, আর ঝক্কিও থাকবেন না কোনও। শুধু তাই নয়,এই উপায় মেনে চললে ত্বকের ছিদ্র খুলবে এবং মুখের প্রাকৃতিক উজ্জ্বলতাও আসবে। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই সহজ ও কার্যকরী পদ্ধতি।
মুখের অবাঞ্ছিত লোম দূর করার সহজ উপায়-
উপকরণ-
ভুট্টার আটা ১ চামচ এক চিমটি হলুদ জল ২ চামচ কর্নফ্লাওয়ার
পদ্ধতি-
একটি পাত্রে নিয়ে তাতে এক চামচ কর্নফ্লাওয়ার নিন। এবার এতে এক চিমটি হলুদের গুঁড়ো দিয়ে মেশান। এবার এতে দুই চামচ পানি দিন। এবার একটি প্যানে রেখে গ্যাসে মৃদু আঁচে রাখুন। কিছুক্ষণ পর গরম হতে শুরু করবে। ১৫ মিনিটের মধ্যে এটি গরম হয়ে যাবে এবং সম্পূর্ণ ঘন হয়ে যাবে। এবার তা ঠান্ডা করে ব্যবহার করতে হবে।
এভাবে ব্যবহার করুন:
গ্যাস থেকে নামিয়ে সামান্য ঠান্ডা করুন। এবার মুখ ভাল করে পরিষ্কার করুন। মুখে যেন কোনো ক্রিম, মেকআপ বা তেল না লেগে থাকে। মুখ ভাল করে মুছে কাঠের চামচের সাহায্যে পরিষ্কার মুখে লাগিয়ে নিন এই মাস্ক। মুখে ভাল করে শুকিয়ে গেলে উল্টো দিকে টেনে তুলে ফেলুন। এভাবে সহজেই অবাঞ্ছিত লোম বেরিয়ে আসবে। সপ্তাহে দুই থেকে তিনবার এই মাস্ক ব্যবহার করলে মুখের লোমের বৃদ্ধিও কমে যাবে।
