Red Wine Facial: গ্লোয়িং স্কিনের জন্য রেড ওয়াইন! ব্যয়বহুল এই ফেসিয়াল এবার কম খরচে ঘরে বসেই করুন

ত্বকের জন্য রেড ওয়াইনের সেরা অ্যান্টি এজিং বৈশিষ্ট্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হৃদরোগ, স্ট্রোকর ঝুঁকি যেমন কমাতে সাহায্য করে, তেমন ত্বক ও চুলের স্বাস্থ্যের উপর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করতেও রেজ ওয়াইন অত্যন্ত উপকারী উপকরণ।

Red Wine Facial: গ্লোয়িং স্কিনের জন্য রেড ওয়াইন! ব্যয়বহুল এই ফেসিয়াল এবার কম খরচে ঘরে বসেই করুন
ঘরে বসে কীভাবে রেড ওয়াইন ফেসিয়াল করবেন
Follow Us:
| Edited By: | Updated on: Feb 02, 2022 | 9:30 AM

ত্বকের সঠিক যত্নের (Skin Care) জন্য ব্যবহৃত পণ্যের মধ্যে অ্যান্টি-অক্সিডেন্টের (antioxidants) বৈশিষ্ট্য থাকা খুব দরকার। প্রাচীনকাল থেকেই রুবি রেড ভিনো পান করে আসছে মানুষ। অবসর সময়ে মৃদু শিথিলকরণের জন্য রেড ওয়াইন (Red Wine) ছাড়া অন্য কিছু ভাবতে পারেন না ওয়াইনপ্রেমীরা। তবে এটি যেমন হার্টের জন্য বেশ কার্যকরী, তেমনি ত্বকের (skin and hair health) জন্য দুর্দান্ত উপকরণ।

হার্ট সুস্থ রাখতে ও ওজন কমানোর জন্য ডায়েটে স্বাস্থ্যকর পানীয় হিসেবে রেড ওয়াইন (Red Wine) পান করার পরামর্শ দেন চিকিত্‍সকরা। কারণ এতে রয়েছে কম ক্যালোরি ও অ্যান্টি-অক্সিডেন্ট, ট্যানিন। বেশ কয়েকটি বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়েছে যে,স্বাস্থ্য ও সৌন্দর্যের উপকারিতায় (Beauty Care Tips) রেড ওয়াইনের কোনও বিকল্প নেই। তাই বিশ্বজুড়ে বিলাসবহুল ফেসিয়াল  ও স্পা ট্রিটমেন্টের জন্য রেড ওয়াইনের কদর বেশি।

ত্বকের জন্য রেড ওয়াইনের সেরা অ্যান্টি এজিং বৈশিষ্ট্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। হৃদরোগ, স্ট্রোকর ঝুঁকি যেমন কমাতে সাহায্য করে, তেমন ত্বক ও চুলের স্বাস্থ্যের (skin and hair health) উপর দীর্ঘস্থায়ী প্রভাব বিস্তার করতেও রেজ ওয়াইন অত্যন্ত উপকারী উপকরণ।

ঘরে বসে কীভাবে রেড ওয়াইন ফেসিয়াল করবেন

বিশ্বের বেশ কয়েকটি স্পা কেন্দ্রে ওয়াইন ফেসিয়ালের ব্যবস্থা রাখে। তবে সেগুলি বেশ ব্যয়বহুল। তুলনামূলক কম খরচে ঘরে বসেই এই দামি ফেসিয়ালের এফেক্ট পেতে পারেন। তার জন্য দরকার ভাল মানেপ রেড ওয়াইন। আর কিছু মৌলিক উপাদান, হেঁসেলেই পাওয়া যায়। ক্লিনজিং, টোনিং, স্ক্রাবিং এবং এমনকি সাধারণ ফেসিয়াল ম্যাসাজের জন্যও রেড ওয়াইন ব্যবহার করতে পারেন।

ক্লিনজিংয়ের জন্য

একটি পরিস্কার ও ভিজে কাপড় দিয়ে মুখ ভাল করে পরিস্কার করে নিন। এবার একটি পাত্রের মধ্যে ৩-৪ টেবিলস্পুন রেড ওয়াইনের সঙ্গে ১ টেবিলস্পুন লেবুর রস মেশান। একটি পরিস্কার তুলের বল নিয়ে সেই মিশ্রণে ডুবিয়ে সারা মুখে লাগিয়ে নিন। মুখে ক্লিনজিং লোশন আলতোভাবে ম্যাসাজ করুন। কিছুক্ষণ পর একটি পরিস্কার টিস্যু পেপার দিয়ে মুখে মুছে ফেলুন।

স্ক্রাবিংয়ের জন্য

ত্বকের এক্সফোলিয়েটিং পেস্ট তৈরি করতে রেড ওয়াইন ব্যবহার করতে পারেন। ভাত, কফি, চিনি ইত্যাদি সহ একটি ভাল প্রাকৃতিক এক্সফোলিয়েটরের সাথে ওয়াইন মেশান। এক্সফোলিয়েটারের সঙ্গে কয়েক টেবিলস্পুন রেড ওয়াইন মেশান এবং একটি ফেস প্যাকের জন্য পেস্ট তৈরি করতে এটি মেশান। ময়লা এবং মৃত ত্বকের কোষ দূর করতে বৃত্তাকার গতিতে এই পেস্টটি প্রয়োগ করুন।

মাসাজের জন্য

অ্যালোভেরা জেল বা গোলাপ জল, আপনার পছন্দের যে কোনও অপরিহার্য তেলের কয়েক ফোঁটা এবং এক টেবিল চামচ রেড ওয়াইন নিন। তিনটি উপাদানই ভালোভাবে মিশিয়ে মুখে আলতো করে মাসাজ করুন। মুখের উপর পেস্টটি ম্যাসেজ করতে আপনার আঙ্গুলের ডগা ব্যবহার করুন। কপাল, চিবুক এবং চোখের নীচে সহ মুখের সমস্ত অংশে মাসাজ করলে আরাম পাবেন। কমপক্ষে ১০ মিনিটের জন্য মাসাজ করুন। তারপর ধুয়ে ফেলুন।

রেড ওয়াইন ফেস প্যাকের জন্য

রেড ওয়াইন ফেস প্যাকের জন্য, দুই টেবিল চামচ ব্যবহার করে তৈরি করা যেতে পারে। রেড ওয়াইন এবং দই এবং এক টেবিল চামচ মধু মিশিয়ে একটি প্যাক তৈরি করুন। এবার সেউ প্যাকটি মুখে লাগিয়ে ১৫ মিনিটের জন্য অপেক্ষা করুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে ধুয়ে মুছে ফেলুন।

আরও পড়ুন: Almond Face Masks: ত্বকের গ্লো হারিয়ে যাচ্ছে? নতুন করে নিজেকে চিনতে আমন্ডের এই ৩টি ফেসমাস্ক দারুণ কার্যকরী