Face Pack for Oily Skin: তৈলাক্ত ত্বকের সমাধান খুঁজে পাচ্ছেন না? হেঁশেলে থাকা এই ২ উপাদান মেখে দেখুন
Home Remedies: লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক আপনার ত্বককে এক্সফোলিয়েট করে এবং অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি মৃত কোষ পরিষ্কার করে আপনাকে কোমল ত্বক প্রদান করে। তাই এই দুই উপাদান দিয়ে আপনি ত্বকের যত্ন নিতে পারেন।

পাতিলেবুর মধ্যে সবচেয়ে বেশি ভিটামিন সি পাওয়া যায়। এই পুষ্টি ত্বকের বার্ধক্য প্রতিরোধে এবং স্কিন টোনকে উজ্জ্বল করতে সাহায্য করে। এছাড়া দাগছোপ, ব্রণর সমস্যাকে লেবুর রস কার্যকর। এমনকী সূর্যের ক্ষতিকারক রশ্মির হাত থেকেও ত্বককে রক্ষা করে লেবুর রস। অন্যদিকে, ত্বককে এক্সফোলিয়েট করতে সাহায্য করে বেকিং সোডা। আপনার ওপেন পোরসের সমস্যা দূর করে এটি। কিন্তু যখন এই বেকিং সোডা ও লেবুর রস একসঙ্গে মুখে মাখা হয়, তখন কি হয়, জানেন? ত্বকের একাধিক সমস্যাকে গোড়া থেকে নির্মূল করে দিতে পারেন বেকিং সোডা ও লেবুর রস।
লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক আপনার ত্বককে এক্সফোলিয়েট করে এবং অতিরিক্ত তেল নিঃসরণকে নিয়ন্ত্রণে রাখে। পাশাপাশি মৃত কোষ পরিষ্কার করে আপনাকে কোমল ত্বক প্রদান করে। লেবুর রসে অ্যান্টিঅক্সিডেন্ট থাকায় এটি ত্বককে ডিটক্সিফাই করে। অর্থাৎ ফ্রি র্যাডিকেলের হাত থেকে ত্বককে রক্ষা করে। ওপেন পোরস দূর করার পাশাপাশি ব্ল্যাকহেডস ও হোয়াইটহেডসের সমস্যা দূর করে দেয় এই ফেসপ্যাক। ত্বকের যত্নে কীভাবে লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক ব্যবহার করবেন, দেখে নিন।
লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক
২ চামচ বেকিং সোডার নিন। এর সঙ্গে ১ চামচ পাতিলেবুর রস মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি আপনার মুখে ও গলায় মাখুন। হালকা হাতে স্ক্রাবও করতে পারেন। এরপর ১৫ মিনিট অপেক্ষা করুন। তারপর ইষদুষ্ণ জলে সুতির কাপড় ভিজিয়ে মুখ মুছে নিন। এরপর সাধারণ জল দিয়ে মুখ ধুয়ে নিন।
সপ্তাহে একবার আপনি লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক ব্যবহার করতে পারেন। এতে আপনি তৈলাক্ত ত্বক, ওপেন পোরস, পিগমেন্টেশন বা দাগছোপ এবং ব্ল্যাকহেডসের সমস্যা দূর করতে পারবেন। তৈলাক্ত ত্বকের জন্য সবচেয়ে ভাল এই ফেসপ্যাক। তবে, আপনার যদি সংবেদনশীল ত্বক হয়, তাহলে এই দুই উপাদান এড়িয়ে যাওয়াই ভাল। লেবুর রস ও বেকিং সোডার ফেসপ্যাক ব্যবহারে যদি ত্বকের উপর লালচে ভাব, র্যাশ বা জ্বালাভাবের সমস্যা দেখা দেয়, তাহলে এটি এড়িয়ে চলুন।
