Valentine’s Day 2022: সঙ্গীর চোখে উজ্জ্বল ও সুন্দর হতে আজ থেকেই যত্ন নিন ত্বকের! বিশেষ দিনের জন্য রইল সহজ ও ঘরোয়া টিপস
ক্ষতিকারক রাসায়নিক, প্যারাবেন এবং সালফেট মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য পণ্য ব্যবহার করুন। সানস্ক্রিন লাগানো এড়িয়ে যাবেন না।
বসন্ত এসে গেছে…। ফেব্রুয়ারি মানেই আকাশে বাতালে প্রেমের বার্তা। ভ্যালেন্টাইন ডের (Valentine’s Day) আগেই পালিত হয় বাঙালির প্রেম দিবস। তবে ভ্যালেন্টাইন ডে নিয়ে যুগলদের মধ্যে উন্মাদনা একটু বেশিই থাকে। আর এই প্রেম দিবসের জন্য নিজেকে সাজিয়ে তুলতে কোনওভাবেই পিছপা হতে রাজি নন কেউই। বিশেষ করে মহিলারা এদিনের জন্য এখন থেকেই নিজের জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিয়েছেন। ভ্যালেন্টাইন ডে-র মতো বিশেষ দিনে (special day) ত্বকের উজ্জ্বলতা (Glowing Skin) বাড়াতে কিছু সহজ টিপস দিয়েছেন কিকো মিলানের মেকআপ এক্সপার্ট পূজা মালহোত্রা।
ভ্যালেন্টাই ডে-র জন্য নিজেকে তৈরি করতে চাইলে এখন থেকেই সেই প্রক্রিয়া চালু করে দিতে হবে। বেসিক ক্লিনজিং, টোনিং ও ময়েশ্চারাইজিং দিয়ে ত্বকের যত্নের ব্যবস্থা শুরু করে দিন আজ থেকেই। ময়লা, দূষণ ও ত্বকের মৃতকোষ দূর করতে স্ক্রাব ব্যবহার করে ত্বককে এক্সফোলিয়েট করুন। নিয়মিত এক্সফোলিয়েশন আটকে থাকা ছিদ্র পরিষ্কার করতে সাহায্য করে এবং ব্রেক আউট প্রতিরোধ করে। ঘরে তৈরি স্ক্রাবও ব্যবহার করা যেতে পারে।
ভাল ও সুস্থ ত্বকের জন্য দিন ও রাতে পরিচর্চার প্রয়োজন হয়। স্বাস্থ্য়কর ডায়েটও এক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে থাকে। যতটা সম্ভব হাইড্রেট থাকার চেষ্টা করুন। টক্সিন থেকে মুক্তি পেতে সারাদিন প্রচুর পরিমাণে জল পান করুন। ত্বকে দ্রুত গ্লো আনতে শিট মাস্ক ব্যবহার করলে উপকার পাবেন। ভিটামিন সি, ই এবং হায়ালুরোনিক অ্যাসিড সমৃদ্ধ একটি ভাল সিরাম দিয়ে আপনার ত্বককে পুষ্টি দিন। রেটিনল সহ সিরামে বার্ধক্য বিরোধী সুবিধা রয়েছে ।
ক্ষতিকারক রাসায়নিক, প্যারাবেন এবং সালফেট মুক্ত প্রাকৃতিক সৌন্দর্য পণ্য ব্যবহার করুন। সানস্ক্রিন লাগানো এড়িয়ে যাবেন না।
ঠোঁটের যত্ন নেওয়া ত্বকের যত্নের মতোই গুরুত্বপূর্ণ। লিপ স্ক্রাব ব্যবহার করে ঠোঁট এক্সফোলিয়েট করতে পারেন। হাইড্রেটিং লিপ বাম ব্যবহার করুন। মেকআপ ন্যূনতম রাখার চেষ্টা করুন। ত্বকের উপর বেশি গুরুত্ব দিলে আখেরে লাভ হবে আপনারই।