Hand Care Tips: হাত কালো হয়ে যাওয়ার ভয়ে সবজি কাটতে চান না? এই কয়েকটি ঘরোয়া টোটকাতেই লুকিয়ে সমাধান
Dark Spot On The Skin: সবজির দাগ তুলতে খুব ভাল কাজ করে লেবু। সবজি কাটা হয়ে গেলে ইষদুষ্ণ জলের মধ্যে লেবুর স্লাইস ফেলে রাখুন
সারাদিন বাড়ির যাবতীয় কাজ সারতে হাত ছাড়া গতি নেই। হাত ছাড়া কোনও কাজই হয় না। ঘর মোছা, বাসন মাজা, কাপড় কাচা সব কাজ করতে হয় ওই হাত দিয়েই। রোজ হাতে সাবান, ডিটারজেন্ট এসব লাগলে ত্বক রুক্ষ্ম হয়ে যায়। এছাড়াও একটানা হাতে কোনও ক্ষার বা রাসায়নিক লাগলে চামড়া শুকিয়ে যাওয়ার মত সমস্যা হয়। রোজকার শরীরে পুষ্টির চাহিদা মেটাতে ফল আর সবজি খেতেই হবে। তবে ফল কিংবা সবজি নিয়মিত কাটলে হাতে কালো দাগ পড়ে যায়। লাউ, আলু, পেঁয়াজ, শাক, পটল, বেদানা, কলা, ন্যাশপাতি- এই যে কোন সবজি-ফলের নিজস্ব একটা কষ বা আঠা রয়েছে। সেই কষ আঙুলে একবার লেগে গেলে চট করে ছাড়তে চায় না। আর দিনের পর দিন হাত কালো হতে থাকলে সেই দাগ তুলতেও কিন্তু বেশ কষ্ট হয়।
রান্না ঘরে কাটা-ছেঁড়া, জ্বালা-পোড়া এসব লেগেই থাকে। এছাড়াও হাতে কড়া পড়ে যায়। অনেকেরই একজিমার সমস্যা, সেখান থেকে ত্বকে ফুসকুড়ি, র্যাশও হতে পারে। দিনের পর দিন এভাবে অত্যাচার চলতে থাকলে ত্বক তাড়াতাড়ি বুড়িয়ে যায়। যে আশঙ্কা থেকে অনেকে সবজি কাটতে ভয় পান। এদিকে সবজি না কাটলেও রান্না হবে না। তাই আজ গৃহিণীদের জন্য রইল সহজ কিছু টিপস। ঘরোয়া এই টোটকা মেনে চলতে পারলে হাতের থেকে দাগ উঠে যাবে সহজেই।
লেবু ব্যবহার করুন
সবজির দাগ তুলতে খুব ভাল কাজ করে লেবু। সবজি কাটা হয়ে গেলে ইষদুষ্ণ জলের মধ্যে লেবুর স্লাইস ফেলে রাখুন। এবার সেই লেবু দিয়ে হাত ঘষে নিন ভাল করে। এতে হাতের দাগ-ছোপ জলদি উঠে যাবে। সেই সঙ্গে হাত নরম থাকবে। সংক্রমণের কোনও সম্ভাবনাও থাকবে না।
অলিভ অয়েল লাগান
সবজির কষ হাতে লাগলে বার বার হাতে সাবান দেবেন না। এতে বিশেষ একটা লাভ হয় না। দাগও ওঠে না। আর তাই হাতে ভাল করে অলিভ অয়েল লাগান। সবজি কাটার পর হাত পরিষ্কার করে ধুয়ে নিয়ে অলিভ অয়েল লাগিয়ে নিন। এতেও কিন্তু দ্রুত দাগ ছোপ উঠে যায়। সঙ্গে হাত থাকে নরম।
মাখন লাগান
হাত শুষ্ক হয়ে যাচ্ছে? চামড়া উঠছে? রাতে ঘুমোতে যাওয়ার আগে ভাল করে মাখন লাগিয়ে নিন হাতে। এতে হাত থাকবে নরম, কোনও রকং সংক্রমণও হবে না। দাগ-ছোপ উঠে যাবে। রাতে ঘুমোতে যাওয়ার আগে এই মাখন লাগিয়ে নিন হাতের তালুতে।
নারকেল তেল
নারকেল তেল প্রাকৃতিক ভাবে ত্বকের ময়েশ্চারাইজার হিসেবে কাজ করে। সেই সঙ্গে ত্বককে রাখে নরম। দাগ তুলতে খুব ভাল কাজ করে নারকেল তেল। তাই তুলোর মধ্যে তেল নিয়ে হাতের কালো দাগের উপর ঘষুন। নিয়মিত করতে পারলে দাগ উঠে যাবে সেই সঙ্গে হাত থাকবে নরম।
আরও যা কিছু মাথায় রাখবেন
যে সবজি কাটলে হাত চুলকোয় সেই সব সবজি প্রথম থেকেই বাদ রাখুন
সবজি কাটার আগে হাতে সরষের তেল লাগিয়ে নিতে পারেন
একটা বাটিতে হলুদ জল নিয়ে বসুন। সবজি কেটে এই জেলে ফেলুন। সেই সঙ্গে হাতও ডুবিয়ে রাখুন হলুদ জলে। এতে কালো দাগ-ছোপ পড়বে না।