AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Hair Care Routine: এক মাস টানা মেনে চলুন এই ৫ ধাপ, পুজোর আগেই ঘন কালো চুল পাবেন গ্যারান্টি

Hair Care Tips: পুজোর আগে কেউ চুল কাটেন, কেউ আবার কেরাটিন ট্রিটমেন্ট করান। কিন্তু শেষ মুহূর্তে চুলের উপর এত এক্সপেরিমেন্ট না করাই ভাল। বরং, আগে থেকেই চুলের ক্ষয়কে রোধ করুন। এতে কোনও খরচ ছাড়াই ১ মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন ঘন ও সুন্দর চুল।

Hair Care Routine: এক মাস টানা মেনে চলুন এই ৫ ধাপ, পুজোর আগেই ঘন কালো চুল পাবেন গ্যারান্টি
| Edited By: | Updated on: Sep 07, 2023 | 11:15 AM
Share

পুজোর আগে সাজগোজ নিয়ে কমবেশি সকলেই সচেতন। যদিও এখন সবে প্রস্তুতি শুরু হয়েছে। চলছে পুজোর শপিং। পুজো শুরু হওয়ার সবাই ভিড় করেন পার্লারে। সারা বছর স্পা না করালেও এই সময় সকলেই চান মসৃণ চুল। এছাড়া কেউ চুল কাটেন, কেউ আবার কেরাটিন ট্রিটমেন্ট করান। কিন্তু শেষ মুহূর্তে চুলের উপর এত এক্সপেরিমেন্ট না করাই ভাল। বরং, আগে থেকেই চুলের ক্ষয়কে রোধ করুন। এতে পুজোর আগে চুল কাটতেও হবে না। এমনকী কোনও ধরনের ট্রিটমেন্টই আপনাকে নিতে হবে। এতে ১ মাসের মধ্যেই আপনি পেয়ে যাবেন ঘন ও সুন্দর চুল।

১) যত বেশি হিট প্রয়োগ করবেন, চুলের দফা-রফা হবে। ফ্রিজিনেস বাড়বে। পাশাপাশি চুল নিস্তেজ দেখাবে। যে কারণে স্ট্রেটনিং করানো এড়িয়ে যাওয়াই ভাল। চুল শুকনো করতে বা স্টাইলিং করতে হেয়ার ড্রায়ার, স্ট্রেটনার থেকে বিরতি নিন। দেখবেন ধীরে-ধীরে আপনার চুলের জেল্লা ফিরতে শুরু করেছে।

২) কথায় রয়েছে, তেলে চুল তাজা। ১০০ শতাংশ খাঁটি কথা। হয়তো রোজকারের ব্যস্ততার মাঝে আপনি চুলে তেল দেওয়ার সময় পান না। কিন্তু সপ্তাহে ২-৩ দিন চুলে তেল মাখলেই গোড়া মজবুত হবে। পাশাপাশি চুল কালো ও ঘন দেখাবে। নারকেল তেল, আমন্ড অয়েল কিংবা অলিভ অয়েল বেছে নিতে পারেন চুলের যত্নে। এছাড়া আমলকি, মেথি, জবা ফুল, ভৃঙ্গরাজের মতো ভেষজ উপাদান দিয়েও তেল বানিয়ে নিতে পারেন। তেল মাখলে স্ক্যাল্পে রক্ত সঞ্চালন সচল থাকে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটে।

৩) একদিন অন্তর শ্যাম্পু করেন? কিংবা ৩ দিন? যখনই শ্যাম্পু করবেন, ব্যবহারের পদ্ধতির উপর জোর দিন। প্রথমত, সালফেট মুক্ত হালকা শ্যাম্পু বেছে নিন। শ্যাম্পুতে সালফেট থাকলে এটি চুলের ক্ষয়ের কারণ হয়ে দাঁড়ায়। ইষদুষ্ণ জলে প্রথমে চুল ভিজিয়ে নিন, তারপর শ্যাম্পু লাগান। শ্যাম্পু করতে গিয়ে স্ক্যাল্পে খুব বেশি চাপ দিয়ে ঘষবেন না। শ্যাম্পু ধোয়ার সময় ঠান্ডা জল ব্যবহার করুন। আর শ্যাম্পু শেষে অবশ্যই কন্ডিশনার মাখুন।

৪) ভিজে চুল মুঝতে সুতির গামছাই সেরা। সুতির গামছা বা হালকা তোয়ালে দিয়ে ভিজে চুল মুড়েও রাখতে পারেন। ভিজে চুল আঁচড়াবেন না। এমনকী ভিজে চুল বাঁধবেনও না। এতে চুলের গোড়া আলগা হয়ে যেতে পারে।

৫) ভিজে চুল হেয়ার সিরাম লাগাতে পারেন। কিন্তু চুলের গোড়ায় এটি ভুলেও লাগাবেন না। এছাড়া সপ্তাহে একদিন হেয়ার মাস্ক ব্যবহার করুন। এটি আপনার চুলকে অতিরিক্ত আর্দ্রতা প্রদান করতে সাহায্য করবে। পাশাপাশি চুলকে নরম ও মসৃণ করে তুলবে। এই ৫ ধাপ এক মাস মেনে চললেই আপনি পেয়ে যাবেন মনের মতো চুল।