Talcum Powder: এই গরমে ‘কুল’ থাকতে একাই একশো ট্যালকম পাউডার, কেন জানেন?
Summer Skin Care: স্নানের পর ট্যালকম পাউডার মেখে বেরোলে ঘামও কম হয়

মাঝপথে চৈত্র। আর এর মধ্যেই চড়চড়িয়ে বাড়ছে তাপমাত্রা। হাওয়া অফিসের দেওয়া তথ্য অনুসারে আপাতত গরম কমার কোনও সম্ভাবনা নেই। গরম পড়লেই একাধিক ত্বকের সমস্যা এসে জুড়ে বসে। রোদ আর দূষণে অ্যালার্জির সমস্যা বাড়ে। এছাড়াও মুখ, হাত লাল হয়ে যায়। সেই সঙ্গে ঘামাচির মত ছোট লাল ফুসকড়িও বেরোয়। ঘাম খুব বেশি হয় বলে মুখে ময়লাও বেশি বসে। আর তাই গরমের দিনে রোদ থেকে বাড়ি ফেরার পর যত তাড়াতাড়ি সম্ভব মুখ ধুয়ে নিতে হবে। সারাদিনের ক্লান্তি, রোদ, ঘাম, এসির মধ্যে থাকার ফলে বারবার তাপমাত্রার পরিবর্তন হয়। আর সেই প্রভাব আমাদের শরীরের উপরেও পড়ে। তাই রোদের দিনে বাড়ি ফিরে আগে ভাল করে স্নান সেরে নিতে হবে।
গরমের দিনে রোদ থেকে বাড়ি ফেরার পর স্নান না করলে স্বস্তি মেলে না। স্নানের পর ফ্যান, এসির থেকেও যে জিনিসটির সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে তা হল ট্যালকম পাউডার। তবেই না স্নানের পর ফুরফুরে মেজাজ আসে। ট্যালকম পাউডার সুগন্ধীযুক্ত হয়। এক একজনের একএকরকম গন্ধ পছন্দ থাকে। আর সেই মতো ট্যালকম পাউডার বেছে নেওয়ারও সুযোগ থাকে। স্নানের পর ট্যালকম পাউডার মেখে বেরোলে ঘামও কম হয়। গরমের দিনে এমনিই ঘাম বেশি হয়। আর বেশি ঘামলে ঘেমো গন্ধ ছাড়াও জামাতে ছোপ পড়ে যায়। পাউডার মাখলে সেই ঘাম এড়িয়ে যাওয়া যায়। এছাড়াও নানা ভাবে ট্যালকম পাউডার ব্যবহার করা যায় গরমকালে। যেমন-
স্নান সেরে এসে টানটান করে পাতা বিছানার চাদরের মধ্যে ট্যালকম পাউডার ছড়িয়ে দিন। এতে ঘুম ভাল হবে আর ফ্রেশনেসও বজায় থাকে। যেহেতু ঘাম বেশি হয় তাই এই সময় রোজ বিছানার চাদর বদলে ফেলতে পারলে খুবই ভাল।
তবে এই ট্যালকম পাউডার অতিরিক্ত মাত্রায় ব্যবহার করা যাবে না। কারণ অতিরিক্ত মাত্রায় এই পাউডার ব্যবহার করলে রোমকূপ বন্ধ হয়ে যায়। দিনের পর দিন এরকম চলতে থাকলে সেখান থেকে ক্যানসারের সম্ভাবনা রয়ে যায়। তবে এই ট্যালকম পাউডার কিন্তু মুখে লাগানো যাবে না। মুখে এই পাউডার লাগালেই ত্বক শুষ্ক হয়ে যাবে। মুখের জন্য সব সময় ফেস পাউডার ব্যবহার করুন। ট্যালকম পাউডার চোখে গেলেও জ্বালা করে। তাই এইদিকটিও নজরে রাখুন।
অনেকের এই পাউডারের গন্ধে অ্যালার্জি হয়। আর তাই এই পাউডার ব্যবহারের আগে সতর্ক থাকুন।





